শিরোনাম
◈ প্রধানমন্ত্রীর সৌদি আরব ও গাম্বিয়া সফর বাতিল ◈ এ বছর জিডিপি প্রবৃদ্ধি হতে পারে ৫.৭%: আইএমএফ ◈ ব্রাহ্মণবাড়িয়া ও হবিগঞ্জের দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ, ৪ পুলিশ সদস্যসহ আহত ২০ ◈ মার্চ মাসে সারাদেশে ৬২৪ সড়ক দুর্ঘটনায় নিহত ৫৫০, আহত ৬৮৪  ◈ ঢাকা-দিল্লি সম্পর্ককে নতুন উদ্যমে এগিয়ে যেতে হবে: হর্ষবর্ধন শ্রিংলা ◈ অস্ত্রসহ কেএনএফের আরও ৯ সদস্য আটক ◈ পাকিস্তানের মুশতাক আহমেদ বাংলাদেশের নতুন স্পিন কোচ ◈ বিশ্ববিদ্যালয়গুলোতে কারিকুলাম যুগোপযোগী করার তাগিদ রাষ্ট্রপতির ◈ সরকারের অব্যবস্থাপনার কারণেই সড়ক দুর্ঘটনার মাত্রা বৃদ্ধি পেয়েছে: মির্জা ফখরুল ◈ বাংলাদেশের রাজনীতির অবনতি দুঃখজনক: পিটার হাস

প্রকাশিত : ১৩ সেপ্টেম্বর, ২০২১, ০৮:০৯ রাত
আপডেট : ১৩ সেপ্টেম্বর, ২০২১, ০৮:০৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মনোনয়নপত্র জমা দিলেন আওয়ামী লীগের দুই বিদ্রোহী প্রার্থীসহ ৪ জন

স্বপন দেব: শ্রীমঙ্গল উপজেলা পরিষদ নির্বাচনে ৪ জনের মনোনয়নপত্র দাখিল করেছেন। তাদের মধ্যে আওয়ামী লীগের দুই বিদ্রোহী প্রার্থী রয়েছেন।

সোমবার (১৩ সেপ্টেম্বর) শ্রীমঙ্গল উপজেলা নির্বাচন অফিসে রিটার্নিং কর্মকর্তা ও জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ আলমগীর হোসেনের কাছে মনোনয়নপত্র জমা দেন প্রার্থীরা ।

মনোনয়নপত্র জমা দেয়া প্রার্থীরা হলেন বাংলাদেশ আওয়ামীলীগের মনোনীত প্রার্থী শ্রীমঙ্গল সদর ইউনিয়নের সদ্য সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ ভানুলাল রায়। এই নির্বাচনে আওয়ামী লীগের দলীয় সিদ্ধান্ত উপেক্ষা করে দুজন বিদ্রোহী প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন। এছাড়া জাতীয় পার্টি মনোনীত প্রার্থী মৌলভীবাজার জেলা জাতীয় পার্টির আহ্বায়ক কমিটির সদস্য মিজানুর রব মনোনয়নপত্র জমা দেন।

আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীরা হচ্ছেন সদ্য সাবেক ভাইস চেয়ারম্যান ও উপজেলা শ্রমিক লীগের যুগ্ম সাধারন সম্পাদক প্রেমসাগর হাজরা এবং উপজেলা কৃষক লীগের সভাপতি ও শ্রীমঙ্গলের সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আফজল হক৷
সকাল থেকে উৎসবমুখর পরিবেশে মনোনয়নপত্র জমা দিয়েছেন প্রার্থীরা ।

প্রথমেই মনোনয়নপত্র জমা দেন প্রেমসাগর হাজরা । প্রেমসাগরের অনুসারীরা মিছিল নিয়ে মনোনয়নপত্র জমা দিতে আসেন। তারপর আসেন মনোনয়নপত্র জমা দিতে আসেন আফজল হক । আওয়ামী লীগ প্রার্থী মনোনয়ন জমা দিতে আওয়ামীলীগসহ বিভিন্ন সহযোগী সংগঠনের নেতৃবৃন্দকে নিয়ে আসেন ভানুলাল রায় । জাতীয় পার্টির প্রার্থী মিজানুর রব তার দলের নেতাকর্মীসহ সবার শেষে মনোনয়নপত্র দাখিল করেছেন ।

শ্রীমঙ্গল উপজেলা নির্বাচন অফিসার তপনজ্যোতি অসীম জানান,যে চারজন প্রার্থী মনোনয়নপত্র কিনেছিলেন তারা সবাই মনোনয়নপত্র দাখিল করেছেন এখন যাচাই বাছাই শেষে চূড়ান্ত প্রার্থী তালিকা ঘোষনা করা হবে৷

উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, মনোনয়নপত্র যাচাই বাছাই হবে ১৪ সেপ্টেম্বর,আপিল করা যাবে ১৭ সেপ্টেম্বর পর্যন্ত,আপিল নিষ্পত্তি হবে ১৮ সেপ্টেম্বর । আর প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিন ১৯ সেপ্টেম্বর, প্রতিক বরাদ্দ দেয়া হবে ২০ সেপ্টেম্বর ।

আগামী ৭ অক্টোবর অনুষ্ঠিতব্য এই নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করবেন ২ লক্ষ ৩৩ হাজার ৯১৬ জন । যার মধ্যে পুরুষ ভোটার ১ লক্ষ ১৮ হাজার ১৯৫ আর নারী ভোটার ১ লক্ষ ১৫ হাজার ৭২১ ।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়