শিরোনাম
◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ নির্বাচনী বন্ড কেবল ভারত নয়, বিশ্বের সবচেয়ে বড় কেলেঙ্কারি: অর্থমন্ত্রীর স্বামী ◈ জনগণকে সংগঠিত করে চূড়ান্তভাবে বিজয় অর্জন করতে হবে: মির্জা ফখরুল ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ জিয়াউর রহমানের সময়ই দেশে বিভেদের রাজনীতির গোড়াপত্তন হয়: ওবায়দুল কাদের  ◈ এলডিসি উত্তরণের পর সর্বোচ্চ সুবিধা পাওয়ার প্রস্তুতি নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ ড. ইউনূসের পুরস্কার নিয়ে ভুলভ্রান্তি হতে পারে: আইনজীবী 

প্রকাশিত : ১৩ সেপ্টেম্বর, ২০২১, ০৬:০১ বিকাল
আপডেট : ১৩ সেপ্টেম্বর, ২০২১, ০৮:৫৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] করোনায় আরো ৪১ জনের মৃত্যু, শনাক্তের হার ৭.৬৯

শিমুল মাহমুদ ও জেরিন আহমেদ: [২] দেশে করোনাভাইরাসে আক্রান্তদের মধ্যে একদিনে আরও ৪১ জনের মৃত্যু হয়েছে; সংক্রমণ ধরা পড়েছে আরও ১ হাজার ৯৫৩ জনের মধ্যে, যা আগের দিনের তুলনায় বেশি। সোমবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় নতুন আক্রান্তদের নিয়ে দেশে মোট শনাক্ত কোভিড রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লাখ ৩২ হাজার ৩৬৬ জনে। আর তাদের মধ্যে মৃত্যু হয়েছে ২৬ হাজার ৯৭২ জনের।

[৩] গত এক দিনে সারা দেশে সোয়া ২৫ হাজার নমুনা পরীক্ষা করা হয়েছে। নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার দাঁড়িয়েছে ৭ দশমিক ৬৯ শতাংশ, যা আগের দিন ৭ দশমিক ৪৬ শতাংশ ছিল।

[৪] ঢাকা বিভাগেই ১ হাজার ৩১৬ জনের মধ্যে করোনাভাইরাস সংক্রমণ ধরা পড়েছে যা দিনের মোট আক্রান্তের দুই তৃতীয়াংশ। আর যে ৪১ জন গত এক দিনে মারা গেছেন, তাদের ১৪ জন ঢাকা এবং ১৪ জন চট্টগ্রাম বিভাগের বাসিন্দা ছিলেন।

[৫] সরকারি হিসাবে গত এক দিনে দেশে সেরে উঠেছেন ৪ হাজার ১১২ জন। তাদের নিয়ে এ পর্যন্ত ১৪ লাখ ৮২ হাজার ৯৩৩ জন সুস্থ হয়ে উঠলেন।

[৬] স্বাস্থ্য অধিদপ্তর দেশের কোভিড পরিস্থিতির সাপ্তাহিক যে পরিসংখ্যান দিয়েছে, তাতে গত এক সপ্তাহে (৬ থেকে ১২ সেপ্টেম্বর) দেশে শনাক্ত রোগীর সংখ্যা আগের সপ্তাহের তুলনায় (৩০ অগাস্ট থেকে ৫ সেপ্টেম্বর) ২৩ দশমিক ৭২ শতাংশ কমেছে; মৃত্যু কমেছে ৩২ দশমিক ৮৫ শতাংশ।

[৭] গত সপ্তাহে মোট ১৫ হাজার ৯৫৭ জনের মধ্যে ভাইরাসের সংক্রমণ ধরা পড়েছিল, মৃত্যু হয়েছিল ৩৬৮ জনের। তার আগের সপ্তাহে ২০ হাজার ৯১৯ জন নতুন রোগী শনাক্ত হয়েছিল, মারা গিয়েছিরেন ৫৪৮ জন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়