শিরোনাম
◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ ড. ইউনূসের পুরস্কার নিয়ে ভুলভ্রান্তি হতে পারে: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও

প্রকাশিত : ১৩ সেপ্টেম্বর, ২০২১, ০২:০৭ দুপুর
আপডেট : ১৩ সেপ্টেম্বর, ২০২১, ০৪:২৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] গাবতলী-মোহাম্মদপুর বেড়িবাঁধ সড়ক ২ মাসে দখলমুক্ত হবে: মেয়র আতিক

আব্দুল্লাহ মামুন: [২] সোমবার (১৩ সেপ্টেম্বর) অত্র এলাকায় উদ্ধার অভিযানে এসে এসব কথা বলেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম।

[৩] তিনি বলেন, এখানে ওয়াসার ৫৪ একর জমি আছে, অধিগ্রহণ করা। যাদের থেকে অধিগ্রহণ করা হয়েছে তাদের সরকার টাকাও দিয়েছে। কিন্তু আরেকটি পক্ষ এ জায়গা দখল করে আছে। এর ঠিক সামনেই আমাদের ৫২ একর জায়গা আছে। দখলদাররা আমাদের কাজ করতে দেন না, আমরা দেয়াল করতে গেলে বাধা দেন। কারণ আমাদের জায়গা দিয়ে তারা তাদের রাস্তা বানিয়েছে। এ জায়গা আজ আমি নিজে উপস্থিত থেকে উদ্ধার করছি। বালু ফেলে তাদের রাস্তা আটকে দিচ্ছি।

[৪] কতদিন অবৈধ দখল উচ্ছেদ হবে এমন এক প্রশ্নের জবাবে আতিক বলেন, আজই সাড়ে চার একর জায়গা দখলমুক্ত করবো। বাকি জায়গা আগামী দুই মাসের মধ্যে উদ্ধার করে ফেলব। আর সব কাজ আগামী ছয় মাসে কমপ্লিট করে ফেলব। আগে এখানে কোনো সিস্টেম ছিল না। এখন এটিকে সিস্টেমে নিয়ে এসেছি। এখানে বালুর গদি আছে, ইটের গদি আছে। এখান থেকে কিন্তু সিটি করপোরেশন কোনো ট্যাক্স পায় না। কিন্তু এখন থেকে দিতে হবে। বাংলাদেশ প্রতিদিন।

[৫] ডিএনসিসির প্রধান সম্পত্তি কর্মকর্তা মোজাম্মেল হক বলেন, ৫২ একর জায়গার মধ্যে ১৪ একর জায়গার মতো দখলে আছে। বাকি জায়গায় সড়ক আছে। এ ১৪ একর জায়গায় আমরা দেয়াল নির্মাণ করতে গেলে চারটি জায়গায় বাধা পাই। সেখানে পকেট গেট করা হয়েছে। এরমধ্যে তিনটি আজ দখলে নেব আমরা। আর একটি গেট একটি আবাসিক এলাকার। সেখানকার লোকেরা বিকল্প চলাচলের রাস্তা করার জন্য কিছুদিন সময় চেয়েছে। বাংলানিউজ ২৪।

[৬] অভিযানকালে মেয়রের উপস্থিতিতে একটি ভারী যানবাহনের গ্যারেজের চলাচলের পথ বালু দিয়ে আটকে দেওয়া হয়। সেখানে সিটি করপোরেশনের দেয়াল নির্মাণ করা হবে। এ সময় সংশ্লিষ্ট ওয়ার্ডের কাউন্সিলরসহ সিটি করপোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়