শিরোনাম
◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো

প্রকাশিত : ১২ সেপ্টেম্বর, ২০২১, ১১:০০ রাত
আপডেট : ১২ সেপ্টেম্বর, ২০২১, ১১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] শাজাহানপুরে বিদ্যুত লাইন ঘেঁষে নির্মানাধীন বহুতল ভবনে তারের সংস্পর্শে নিহত ১ আহত ২

আবদুল ওহাব শাজাহানপুর: [২] বগুড়ার শাজাহানপুরে হাই ভোল্টেজ বিদ্যুত লাইন ঘেঁষে নির্মানাধীন বহুতল ভবনে কাজ করার সময় বৈদ্যুতিক তারের সংস্পর্শ লেগে

[৩] আপেল মাহমুদ (২৪) নামে এক রাজমিস্ত্রিীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। সে ্উপজেলার ক্ষুদ্র ফুলকোট গ্রামের আবদুর রাজ্জাকের ছেলে এবং নব বিবাহিত। এছাড়াও দুইজন শ্রমিক ছিটকে পাশের বাড়ির টিনের চালায় গিয়ে পড়লে গুরুতর আহত হওয়ায় তাদেরকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজে ভর্তি করা হয়েছে। তাদের নাম পরিচয় জানা যায়নি। রবিবার ১২ সেপ্টেম্বর সন্ধ্যা ৭ টার দিকে উপজেলার বি-ব্লক রহিমাবাদ এলাকায় এ ঘটনা ঘটে।

[৪] স্থানীয়রা জানান, হাই ভোল্টেজ বিদ্যুত লাইনের তার ঘেষে ৫ তলা ভবন নির্মান করছে আবুল কালাম আজাদ নামে এক অবসর প্রাপ্ত সেনা সদস্য। এভাবে বাড়ি নির্মান না করার জন্য তারা অনেক নিষেধ করেছেন। কিন্তু কোন কথাতেই সে কর্ণপাত করেনি। এভাবেই সে ভবন নির্মান করেছে এবং কাজ এখনও চলমান রয়েছে। এমন অবস্থায় ভবনটির প্লাষ্টার কাজ করার সময় বৈদ্যুতিক তারের সংস্পর্শ লেগে মুহুর্তেই ওই রাজমিস্ত্রি ছিটকে পড়ে এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

[৫] স্থানীয় ইউপি সদস্য তাজুল ইসলাম জানান, ঐ ভবন ঘেঁেষে হাই ভোল্টেজ এর বৈদ্যুতিক তার রয়েছে। ওই রাজমিস্ত্রির সাথে আরও দুইজন শ্রমিক ছিল। তারাও বৈদ্যুতিক তারের সংস্পর্শে পাশের আরেকটি বাড়ির টিনের চালার উপর ছিটকে পড়ে। পরে স্থানীয়রা উদ্ধার করে দ্রুত তাদেরকে বগুড়া জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে এবং তাদের অবস্থাও আশংকাজনক।

[৬] এবিষয়ে শাজাহানপুর থানার এসআই সোহেল আহমেদ জানান, নিয়ম বহির্ভুতভাবে হাই ভোল্টেজ বৈদ্যুতিক তার ঘেঁষে বহুতল ভবন নির্মানকালে কাজ করার সময় তারের সংস্পর্শ লেগে ওই শ্রমিকের মৃত্যু হয়েছে। আহত হয় অন্ততঃ দুইজন। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মেডিকেলে পাঠানো হয়েছে এবং তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়