শিরোনাম
◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো ◈ রেকর্ড বন্যায় প্লাবিত দুবাই, ওমানে ১৮ জনের প্রাণহানি

প্রকাশিত : ১২ সেপ্টেম্বর, ২০২১, ০৮:৪৮ রাত
আপডেট : ১২ সেপ্টেম্বর, ২০২১, ০৮:৪৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১]বিশ্বকাপে যাওয়ার আগে নিজেকে প্রস্তুত করতে ‘এ’ দলের হয়ে খেলবেন মুশফিক

রাহুর রাজ :[২] বর্তমানে ৭ সপ্তাহের ক্যাম্পে চট্টগ্রামে রয়েছে বাংলাদেশের হাইপারফরম্যান্স ইউনিট (এইচপি)। সেখানে বাংলাদেশ ‘এ’ দলের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ এবং চার দিনের ম্যাচ খেলবে। জানা গেছে, ওয়ানডে সিরিজ্ েপ্রথম দুই ওয়ানডেতে ‘এ’ দলের হয়ে খেলবেন উইকেটেরক্ষক মুশফিকুর রহিম।

[৩] সম্প্রতি ব্যাট হাতে নিজের স্বভাব সুলভ রুপ দেখাতে পারছেন না মুশফিকুর রহিম। ঘরের মাঠের নিউজিল্যান্ড সিরিজে ৫ ম্যাচে ০ রানে আউট হয়েছেন দুইবার। রান করেছেন মাত্র ৩৭, যেখানে বল মোকাবিলা করেছেন ৭৫ টি! অর্থাৎ টি-টোয়েন্টি ম্যাচে তার স্ট্রাইক রেট ৫০ এর আশেপাশে। বিশ্বকাপের আগে মুশফিকের এমন ব্যাটিং চিন্তায় ফেলে দিয়েছে বাংলাদেশকে।

[৪] তাই নিজেকে ভালোভাবে প্রস্তুত করতে ‘এ’ দলের হয়ে ওয়ানডে সিরিজে খেলার ইচ্ছে পোষণ করেছেন মুশফিকুর রহিম। তিন ম্যাচের সিরিজে প্রথম দুই ম্যাচে দেখা যাবে তাকে। এই খবর নিশ্চিত করেছেন বিসিবির ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান আকরাম খান।

[৫] উল্লেখ্য, সূচি অনুযায়ী এইচপি ও ‘এ’ দলের সিরিজটি শুরু হবে দুটি চারদিনের ম্যাচ দিয়ে। চারদিনের ম্যাচের পর দুই দল তিনটি ওয়ানডে খেলবে। সবগুলো ম্যাচই অনুষ্ঠিত হবে চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে।

[৬] ১৬ থেকে ১৯ সেপ্টেম্বর প্রথম চারদিনের ম্যাচের পর ২৩ থেকে ২৭ সেপ্টেম্বর মাঠে গড়াবে দ্বিতীয় চারদিনের ম্যাচ। লংগার ভার্সন শেষে ৩০ সেপ্টেম্বর মাঠে গড়াবে প্রথম ওয়ানডে। শেষ দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে ২ ও ৪ অক্টোবর।

[৭] এইচপি স্কোয়াডের বিপক্ষে বাংলাদেশ ‘এ’ দলের স্কোয়াড : মুমিনুল হক (অধিনায়ক), মোহাম্মদ সাইফ হাসান, সাদমান ইসলাম, নাজমুল হোসেন শান্ত, ইয়াসির আলি চৌধুরী রাব্বি, মোহাম্মদ মিঠুন, ইরফান শুক্কুর, মেহেদী হাসান মিরাজ, নাইম হাসান, এবাদত হোসেন চৌধুরী, আবু জায়েদ চৌধুরী রাহি, খালেদ আহমেদ, কামরুল ইসলাম রাব্বি, শহিদুল ইসলাম ও ইমরুল কায়েস।

[৮] বিসিবি হাই পারফরম্যান্স স্কোয়াড :তানজিদ হাসান তামিম, মোহাম্মদ পারভেজ হোসেন ইমন, মুনিম শাহরিয়ার, শাহাদাত হোসেন, মাহমুদুল হাসান জয়, তৌহিদ হৃদয়, আনিসুল ইসলাম ইমন, ইমরানউজ্জামান ইমরান, আকবর আলি, মিনহাজুল আবেদিন আফ্রিদি, রাকিবুল হাসান, হাসান মুরাদ, তানভীর ইসলাম, মোহাম্মদ রিশাদ হোসেন, শফিকুল ইসলাম, মুকিদুল ইসলাম মুগ্ধ, তানজিম হাসান সাকিব, মোহাম্মদ শাহীন আলম, সুমন খান, নোমান চৌধুরী সাগর, রেজাউর রহমান রাজা ও রুয়েল মিয়া। - বিসিবি

  • সর্বশেষ
  • জনপ্রিয়