শিরোনাম

প্রকাশিত : ১২ সেপ্টেম্বর, ২০২১, ০৭:৫৪ বিকাল
আপডেট : ১২ সেপ্টেম্বর, ২০২১, ০৭:৫৪ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বেগুনবাড়ি স্পোর্টিং ক্লাবের আয়োজনে জমে উঠেছে বঙ্গবন্ধু ফুটবল টুর্নামেন্ট

রাহুল রাজ: [২] ‘চল যাই যুদ্ধে, মাদকের বিরুদ্ধে। খেলাধুলায় বাড়ে বল, মাদক ছেড়ে খেলতে চল।’ এই শ্লোগানে বেগুনবাড়ি স্পোর্টিং ক্লাবের আয়োজনে শুরু হয়েছে বাছাই করা ১৬ দলের অংশগ্রহণে বঙ্গবন্ধু ফুটবল টুর্নামেন্ট। ১১ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া এই টুর্নামেন্ট চলবে আগামী ১৮ দিন।

[৩] রাজধানীর তেজগাঁও বি.জি. প্রেস মাঠে প্রতিদিন বিকাল চারটা থেকে শুরু হওয়া ফুটসাল বার ফুটবল খেলা নিয়ে পুরো এলাকায় সৃষ্টি হয়েছে উন্মাদনা। প্রিয় দলের সমর্থনে মাঠের চারপাশে অসংখ্য দর্শকের উপস্থিতিই প্রমান করে দেশের ফুটবল এখনো কতটা জনপ্রিয়।

[৪] বেগুনবাড়ি স্পোর্টিং ক্লাবের প্রতিষ্ঠাতা মো: জিল্লুর রহমান জীবন জানান, করোনা পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করেছে। যুব সমাজকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার কোন বিকল্প নেই। করোনায় দীর্ঘদিন মাঠে খেলাধুলা না থাকায় যুবকদের মধ্যে হতাশা তৈরি হয়েছিল। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকিতে ফুটবল টুর্নামেন্টে আমরা ব্যপক সাড়া পেয়েছি। আগামীতে আরো দল বাড়িয়ে মাসব্যপি এই টুর্নামেন্ট আয়োজনের চেষ্টা করবো।

[৫] শনিবার টুর্নামেন্ট উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সফিউল্লা সফি, সভাপতি, তেজগাঁও শিল্পাঞ্চল থানা আওয়ামিলীগ ও কাউন্সিলর ২৪ নং ওয়ার্ড, আশিক হাসান, সহকারী পুলিশ কমিশনার, ডিএমপি, কাজী রেজাউল হক রেজা, সাধারণ সম্পাদক, তেজগাঁও শিল্পাঞ্চল থানা আওয়ামিলীগ, আবুল কালাম, ভারপ্রাপ্ত কর্মকর্তা, তেজগাঁও শিল্পাঞ্চল থানা, ডিএমপি, আবু দাইয়ান মুন্না, সাধারণ সম্পাদক, ২৪ নং ওয়ার্ড ছাত্রলীগ। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, মো: জিল্লুর রহমান জীবন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়