শিরোনাম
◈ তৈরি পোশাক রপ্তানিতে টানা পতন: তিন মাসে ক্ষতি শত কোটি ডলার ◈ দেশের রিজার্ভ কত, জানাল কেন্দ্রীয় ব্যাংক ◈ গাজীপুরে দাঁড়িয়ে থাকা বাসে দুর্বৃত্তের আগুন ◈ তিতাস গ্যাস ফিল্ডে ওয়েলহেড কম্প্রেসর স্থাপন, জাতীয় গ্রিডে বাড়ল ২২ মিলিয়ন ঘনফুট গ্যাস ◈ দিল্লিতে গাড়ি বিস্ফোরণে হতাহত, ভারতের পাশে থাকার বার্তা বাংলাদেশের ◈ প্রবাসীদের বড় সুখবর দিল ওমান সরকার ◈ জেদ্দায় স্বাক্ষরিত বাংলাদেশ–সৌদি হজ চুক্তি: ৭৮ হাজার ৫০০ জনের কোটা নির্ধারণ ◈ ৪৯তম বিশেষ বিসিএস পরীক্ষার চূড়ান্ত ফলাফল প্রকাশ ◈ বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর পেলেন ‘সি’ গ্রেড: গ্লোবাল ফাইন্যান্সের মূল্যায়ন ◈ স্বর্ণের দাম আবারও বাড়ল: দেশে ২২ ক্যারেটের ভরি এখন ২ লাখ ৮ হাজার টাকার বেশি

প্রকাশিত : ১২ সেপ্টেম্বর, ২০২১, ০৭:৩০ বিকাল
আপডেট : ১২ সেপ্টেম্বর, ২০২১, ০৭:৩০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] রাহানের বিকল্প হিসেবে পাঁচ নম্বরে পান্ত বেশ কার্যকরী হতে পারে: চ্যাপেল

স্পোর্টস ডেস্ক: [২] অস্ট্রেলিয়াতে দলকে সিরিজ জেতাতে বড় ভূমিকা পালন করলেও ইংল্যান্ড সফরে ব্যাট হাতে ব্যর্থ আজিঙ্কা রাহানে। বাজে পারফরম্যান্সের কারণে সমালোচনার মুখে পড়েছেন অভিজ্ঞ এই ব্যাটসম্যান। এমনকি অনেকে ভারতের একাদশে তাঁর জায়গা পাওয়া নিয়েও প্রশ্ন তুলছেন।

[৩] ইয়ান চ্যাপেল অবশ্য একধাপ এগিয়ে রাহানের বিকল্পও ঠিক করে ফেলেছেন। অস্ট্রেলিয়ার সাবেক এই ক্রিকেটারের মতে, রবীন্দ্র জাদেজা, ঋষভ পান্ত বা হার্দিক পান্ডিয়াকে রাহানের বিকল্প হতে পারেন। এই তিনজনের মাঝে অবশ্য পান্তকে খানিকটা এগিয়ে রাখছেন তিনি।

[৪] চলতি বছর সাদা পোশাকের ক্রিকেটে ভারতের হয়ে ১১ ম্যাচে ১৯.৫৭ গড়ে ৩৭২ রান করেছেন রাহানে। যেখানে ১৯ ইনিংসে চারবার হাফসেঞ্চুরির দেখা পেলেও তিন অঙ্ক ছুঁতে পারেননি এই টপ অর্ডার ব্যাটসম্যান। তিনি সর্বশেষ সেঞ্চুরির দেখা পেয়েছিলেন ১৯ ইনিংস আগে। এমন পারফরম্যান্সের পর চ্যাপেল তাকে ভারতের একাদশে দেখতে চান না।

[৫] রাহানের বিকল্প প্রসঙ্গে চ্যাপেল বলেন, জাদেজা, ঋষভ পান্ত ও পান্ডিয়া মিডল অর্ডারে ভালো ব্যাটিং করে। পাশাপাশি অশ্বিন তাদের সহযোগিতা করতে পারবে। তিন পেসারও রান তোলায় অবদান রাখতে পারে। সবমিলিয়ে ব্যাটিং ইউনিট ভারসাম্যপূর্ণ হবে। এমন বৈচিত্রপূর্ণ ও দারুণ ব্যাটিং ইউনিট থাকলে আপনি রান তাড়ায় বাড়তি সুবিধা পাবেন।

[৬] আজিঙ্কার বিকল্প হিসেবে পাঁচ নম্বরে পান্ত বেশ কার্যকরী হতে পারেন। তার মতে, এই উইকেটরক্ষক ব্যাটসম্যান ম্যাচের পরিস্থিতি অনুযায়ী ব্যাটিং করতে পারেন। যা এই পজিশনের একজন ব্যাটসম্যানের জন্য খুবই গুরুত্বপূর্ণ।

[৭] এ প্রসঙ্গে তিনি বলেন, ব্যাটসম্যানরা দ্রুত রান তুলতে পারলে বোলাররা প্রতিপক্ষকে অল আউট করার বেশি সময় পায়। এটাই টেস্ট ম্যাচ জেতার সহজ সমীকরণ। মিডল অর্ডারের আরেকটি গুরুত্বপূর্ণ দিক হচ্ছে এখানে পরিস্থিতি অনুযায়ী ব্যাটিং করতে হয়। সামর্থ্য অনুযায়ী পান্ত এখানে এগিয়ে। ভারতের পাঁচ নম্বর পজিশনে ব্যাট করার মতো তার যথেষ্ট সামর্থ্য আছে। - স্কাই স্পোর্টস

  • সর্বশেষ
  • জনপ্রিয়