শিরোনাম
◈ প্রাথমিক স্কুলে অ্যাসেম্বলি বন্ধ রাখার নির্দেশ ◈ গাজায় নিহতের সংখ্যা ৩৪ হাজার ছাড়াল ◈ পাগলা মসজিদের দানবাক্সে এবার ২৭ বস্তা টাকা, গণনা চলছে ◈ সাতক্ষীরায় এমপি দোলনের গাড়িতে হামলা ◈ চুয়াডাঙ্গার পরিস্থিতি এখন মরুভূমির মতো, তাপমাত্রা ৪১ দশমিক  ৫ ডিগ্রি ◈ ফরিদপুরে পঞ্চপল্লীতে গণপিটুনিতে ২ ভাই নিহতের ঘটনায় গ্রেপ্তার ১ ◈ মিয়ানমারের ২৮৫ জন সেনা ফেরত যাবে, ফিরবে ১৫০ জন বাংলাদেশি: পররাষ্ট্রমন্ত্রী ◈ দাম বেড়েছে আলু, ডিম, আদা ও রসুনের, কমেছে মুরগির  ◈ প্রার্থী নির্যাতনের বিষয়ে পুলিশ ব্যবস্থা নেবে, হস্তক্ষেপ করবো না: পলক ◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা

প্রকাশিত : ১২ সেপ্টেম্বর, ২০২১, ০৪:৪২ দুপুর
আপডেট : ১২ সেপ্টেম্বর, ২০২১, ০৪:৪২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] চট্টগ্রামে টাকাবাহী কাভার্ডভ্যানের ধাক্কায় ভাঙল বাংলাদেশ ব্যাংকের প্রাচীর. আহত ৭

রিয়াজুর রহমান : [২] রোববার (১২ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

[৩] জানা গেছে, বাংলাদেশ ব্যাংক চট্টগ্রামের প্রধান কার্যালয় থেকে ট্রেজারি চালান নিয়ে একটি কাভার্ডভ্যান ঢাকার পথে রওনা দিয়েছিলো। দুপুর ১২টার দিকে সেই গাড়িটি হঠাৎ করেই নিয়ন্ত্রণ হারিয়ে ব্যাংকের সীমানা প্রাচীরের পাশে দেওয়া প্রায় ১’শ গজ রেলিংকে ধাক্কা দিয়ে তছনছ করে ফেলে। এ সময় দেয়ালের ওপারে ফুটপাতে বসা হকার ও পথচারীদের ওপর গিয়ে পড়ে। এ ঘটনায় আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়। যাদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক।

[৪] আহতরা হলেন, সেন্টু মোহাম্মদ (২৮), মো. সেলিম (৩১), দীপক ধর (২৮), বেলাল (৩৫), পলাশ (৫৫। তাদের দুজনের পরিচয় পাওয়া যায়নি। তাদের মধ্যে একজনের বয়স ৪০ ও একজনের ৬০ বছর। অজ্ঞাত এই পুরুষ দুজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

[৫] চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশিক বলেন, এখন পর্যন্ত এ ঘটনায় সাতজন মেডিকেলে এসেছে। তাদের মধ্যে একজনকে ২৬ নম্বর ওয়ার্ডে আরেকজনকে ২৮ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। বাকি পাঁচজনকে প্রাথমিক চিকিৎসা দেয়া হচ্ছে।

[৬] নন্দনকানন ফায়ার সার্ভিস সিনিয়র অফিসার মোহাম্মদ আলী বলেন, আমরা খবর পেয়ে ১০ মিনিটেই ঘটনাস্থলে গিয়ে দেখি সেখানে ১০০ ফুটের মতো সীমানা প্রাচীরের উপরের অংশ ধসে পড়েছে। এ ঘটনায় কয়েকজন আহত হলেও কেউ মারা যাননি।

[৭] বাংলাদেশ ব্যাংক চট্টগ্রামের জেনারেল ম্যানেজার শামসুল হক বলেন, ব্যাংকের ভেতরে ট্রেজারির চালান পরিবহন করতে আসা একটি বড় কাভার্ডভ্যান এই দুর্ঘটনা ঘটিয়েছে। চালক সম্ভবত নতুন হওয়ায় তিনি গাড়ি ঘোরানোর সময় দেয়ালে ধাক্কা দেন। এতে আমাদের সীমানা প্রাচীরের দেয়ালের উপরের গ্রিল ভেঙে নীচে ফুটপাতে পড়ে।

[৮] কোতোয়ালী থানার ওসি নেজাম উদ্দীন বলেন, এ ঘটনায় কাভার্ডভ্যান চালককে আটকের পাশাপাশি গাড়িটিও জব্দ করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়