শিরোনাম
◈ ভিত্তিহীন মামলায় বিরোধী নেতাকর্মীদের নাজেহাল করা হচ্ছে: মির্জা ফখরুল ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী ◈ অপরাধের কারণেই বিএনপি নেতা-কর্মীদের  বিরুদ্ধে মামলা হয়েছে: প্রধানমন্ত্রী  ◈ অ্যাননটেক্সকে জনতা ব্যাংকের সুদ মওকুফ সুবিধা বাতিলের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪১ দশমিক ৩ ডিগ্রি, হিট এলার্ট জারি  ◈ ঢাকা শিশু হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে ◈ ইরানে ইসরায়েলের হামলার খবরে বিশ্বজুড়ে উত্তেজনা, তৃতীয় বিশ্বযুদ্ধের আতঙ্ক ◈ বিমানবন্দরের থার্ড টার্মিনালের বাউন্ডারি ভেঙে বাস ঢু‌কে প্রকৌশলী নিহত ◈ জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস মারা গেছেন ◈ ইরানের ইস্পাহান ও তাব্রিজে ইসরায়েলের ড্রোন হামলা, ৩টি ভূপাতিত (ভিডিও)

প্রকাশিত : ১২ সেপ্টেম্বর, ২০২১, ১২:৩৫ রাত
আপডেট : ১২ সেপ্টেম্বর, ২০২১, ১২:৩৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মিজানুর রহমান: বাণিজ্যিক বিজ্ঞাপনে জড়িত হওয়ার আগে প্রয়োজন তারকাদের সচেতনতা

মিজানুর রহমান: অনেক দিন আগে ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়েছিলাম, ‘তারকাদের বাণিজ্যিক বিজ্ঞাপনের মডেল, ব্র্যান্ড এম্বাসাডর হওয়ার ক্ষেত্রে আরও সাবধানী হওয়া জরুরি’। এখন এই বিষয়টি সত্যিকার অর্থেই ভাবাচ্ছে। অন লাইন বাণিজ্যিক প্রতিষ্ঠান ই-অরেঞ্জ এর সংকটে গ্রাহকদের ক্ষোভের মুখে পড়েন জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা, এমপি। বিতর্কিত ব্যবসা প্রতিষ্ঠানের ব্র্যান্ড এম্বাসাডর ছিলেন তিনি। স্বাভাবিকভাবেই ক্ষতি গ্রস্থদের সর্বোচ্চ ক্ষোভের শিকার হোন তিনি। তার বিরুদ্ধে মিছিল করে তার বাড়ির সামনে অবস্থান নেওয়ার হুমকি দিলে অস্বস্তিতে পড়েন মাশরাফি ও ক্রীড়াঙ্গন।

ক্রীড়া সংস্কৃতি যে ক্ষেত্রেরই হোউন না কেন একজন তারকাকে মেধা মনন সৃজন আর কঠিন অধ্যবসায়ের মাধ্যমে গড়ে উঠতে হয়। তার এই বেড়ে ওঠার সঙ্গে যুক্ত হয় অসংখ্য ভক্ত অনুরাগী অনুসারী। সে সকল ভক্তকুল পছন্দের তারকার প্রতি আস্থা রাখেন,অগাধ বিশ্বাস করেন। বাজার অর্থনীতিতে তারকার গুরুত্ব অনস্বীকার্য। ব্যবসায়ীগণ পণ্য বাজার দখলের হাতিয়ার হিসেবে ব্যবহার করেন তারকাদের ইমেজ। সুতরাং তারকাদেরই দায়িত্ব নিজের প্রতি সুবিচার করা। পণ্যের গুণগত মান নিয়ে বিতর্কে বিভিন্ন সময়ে অনেক মহাতারকাও নাকানি চুবানি খেয়ে হেনস্তার শিকার হয়েছেন। ২০১৬ সালে একটি নুডলস কোম্পানির বিজ্ঞাপনে অভিনয় করে অমিতাভ বচ্চন, প্রীতি জিনতা ও মাধুরী দীক্ষিত ব্যাপক সমালোচনার মুখে পড়েন। তখন ওই নুডলসে ক্ষতিকর রাসায়নিক পাওয়া যাওয়ায় সারা ভারত জুড়ে হৈই চৈই পড়ে গিয়েছিলো। তখন ভারতীয় সরকার মানহীন পণ্যের মডেলদের ব্যক্তিগত দায় ও শাস্তির বিধান রেখে আইন প্রণয়নের প্রস্তাব করে। একই সময়ে চীনে আইন ছিলো। কোনো তারকা কোনো পণ্যের মডেল হতে হলে তাকে ব্যক্তিগতভাবে সে পণ্য ব্যবহার করে তার গুণগত মান সম্পর্কে নিশ্চিত হতে হবে।

ভারতে প্রস্তাবিত ভোক্তা সুরক্ষা আইনটি ২০১৯ সালে শাস্তি ও জরিমানার বিধান রেখে পাস করা হয়। বাংলাদেশে আইনটি ২০০৯ সালের। ভোক্তাস্বার্থ সুরক্ষা আইন ২০০৯ এর ৪৪ ধারা অনুযায়ী মিথ্যা বিজ্ঞাপনের মাধ্যমে ক্রেতাদের প্রতারণার সাজা একবছরের জেল কিংবা সর্বোচ্চ দুই লাখ টাকা জরিমানা অথবা উভয় দন্ডে দন্ডিত হবে। তবে ভারত ও বাংলাদেশে বিজ্ঞাপনে মডেলদের কোনোপ্রকার শাস্তির আওতায় আনা হয়নি। এ সুযোগে তারকাদের ব্যবহার করা হয় পণ্যের প্রসারে। এর ফলে তারকারা মারাত্মক ইমেজ সংকটে পড়তে পারেন সে বিবেচনা করা হয় না।

এ সমস্যা শুধু যে ব্যক্তিগত পযার্য়ের তা না। জাতীয় প্রতিষ্ঠানও এধরণের সমস্যার জন্ম দিয়ে থাকে। যেমন বাংলাদেশ ক্রিকেট কন্ট্রোল বোর্ড ২০১২ সালে বিপিএল এর টাইটেল স্পনসর হিসেবে নিয়েছে কথিত পনজ স্কিম বা প্রতারণা মুলক প্রতিষ্ঠান ডেসটিনিকে। জাতীয় দলের সঙ্গে ছিলো আরেক বিতর্কিত অনলাইন কোম্পানি ইভ্যালী। জাতীয় প্রতিষ্ঠানের সঙ্গে নাম থাকলে সাধারণ ভোক্তারা সহজেই বিভ্রান্ত হন। সে দায় তাদের নেওয়া উচিত। যাদের সম্পৃক্ততায় মানুষ প্রতারিত হলো সে ধরনের প্রতিষ্ঠান দুঃখ প্রকাশ করে ক্ষতি গ্রস্হদের কাছে ক্ষমা চাওয়ার কোনো ঘটনা আমার জানা নেই। সহজেই পার পেয়ে আসছে বলে এমনটা করে। ব্যতিক্রম হলো হাইকোর্টের নির্দেশে ভুইফোড় আবাসন ও নির্মাণ প্রতিষ্ঠানের বিজ্ঞাপন বন্ধ হওয়া। এখানে তারকাদের নিজের সুনামের প্রতি শ্রদ্ধাশীল থেকে দায়িত্ব শীল হতে হবে। প্রাসঙ্গিক ভাবে উল্লেখ্য যে,বাংলাদেশের একটি প্রতিষ্ঠিত আবাসন কোম্পানি মহাতারকা সৌরভ গাঙ্গুলিকে তাদের নতুন প্রকল্পের মডেল হতে প্রস্তাব দেওয়ায় তিনি নিজে এসে প্রকল্পের বাস্তব অবস্থা দেখে সন্তুষ্ট হয়ে কাজটি করে ছিলেন। আমাদের আগামীর বাজারে বিজ্ঞাপনী বাজারে তারকাদের চাহিদা দিন দিন বাড়বেই। সুতরাং অবশ্যই তাদের আরও সচেতন ও দায়িত্বশীল হতে হবে। মনে রাখতে হবে আপনার মুহূর্তের অসাধনতায় বহু মানুষের সারাজীবনের স্বাভাবিকতা ধ্বংস হয়ে পরিবার পরিজন নিয়ে কঠিন সংকটে পড়তে পারে। লেখক : সভাপতি বাংলাদেশ পথ নাটক পরিষদ

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়