রাকিবুল আবির: [২] নিমিট্জ বিমানবাহী রণতরীটির দৈর্ঘ্য ১ হাজার ৯২ ফুট, যা প্রায় ৩টি ফুটবল মাঠের দৈর্ঘ্যরে সমান। ইউএসএস নিমিট্জ রণতরীটি কমিশন করা হয় ১৯৭৫ সালে।
[৩] রণতরীটি একটি পারমাণবিক শক্তিচালিত জাহাজ। এ ধরনের ১০টি রণতরী মার্কিন নৌ-বাহিনীতে সার্ভিস দিয়ে আসছে। প্রত্যেকটি রণতরী ৬০টি করে বিমান বহন করতে সক্ষম। প্রত্যেকটি জাহাজে নয়েছে ১২টি করে এফএ-১৮ হরনেট যুদ্ধবিমান, ৪টি ই-২সি হকিস, ৪টি ইএ-৬০বি হেলিকপ্টার, ৪টি এসএইচ-৬০এফ হেলিকপ্টার এবং ২টি এইচএইচ-৬০এইচ সি-হকস হেলিকপ্টার। সম্পাদনা : ভিকটর রোজারিও