শিরোনাম
◈ বিশৃঙ্খলার পথ এড়াতে শিশুদের মধ্যে খেলাধুলার আগ্রহ সৃষ্টি করতে হবে: প্রধানমন্ত্রী ◈ তাপপ্রবাহের কারণে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ক্লাসও বন্ধ ঘোষণা ◈ সোনার দাম কমেছে ভরিতে ৮৪০ টাকা ◈ ঈদযাত্রায় ৪১৯ দুর্ঘটনায় নিহত ৪৩৮: যাত্রী কল্যাণ সমিতি ◈ অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধে বিটিআরসিতে তালিকা পাঠানো হচ্ছে: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ◈ পাবনায় হিটস্ট্রোকে একজনের মৃত্যু ◈ জলাবদ্ধতা নিরসনে ৭ কোটি ডলার ঋণ দেবে এডিবি ◈ ক্ষমতা দখল করে আওয়ামী শাসকগোষ্ঠী আরও হিংস্র হয়ে উঠেছে: মির্জা ফখরুল ◈ বেনজীর আহমেদের চ্যালেঞ্জ: কেউ দুর্নীতি প্রমাণ করতে পারলে তাকে সব সম্পত্তি দিয়ে দেবো (ভিডিও) ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪২ দশমিক ৩ ডিগ্রি, হিট স্ট্রোকে একজনের মৃত্যু

প্রকাশিত : ১১ সেপ্টেম্বর, ২০২১, ০৫:৪৫ বিকাল
আপডেট : ১১ সেপ্টেম্বর, ২০২১, ০৫:৪৫ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজ জয় বিশ্বকাপের জন্য যথেষ্ঠ প্রস্তুতি নয়

নিজস্ব প্রতিবেদক : টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে বিশ্বের দুই বাঘা দল অস্ট্রেলিয়া আর নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজ জিতে নেয় বাংলাদেশ। হোম গ্রাউন্ডে এমন স্লো উইকেটে খেলায় লাভের চেয়ে ক্ষতি-ই বেশি হয়েছে বাংলাদেশ ক্রিকেটের।

এবার ওমান ও দুবাইয়ে বাড়তি চ্যালেঞ্জ সামলাতে হবে টাইগারদের। এসব মন্তব্য সাবেক ক্রিকেটার এবং কোচের। তাদের মতে, স্পোর্টিং উইকেট না হলেও অন্তত ব্যাটিংবান্ধব পরিবেশে প্রস্তুতি না হলে বিশ্বকাপে ভুগতে হবে মাহমুদ উল্লাহদের।

টি-টোয়েন্টি রীতিমত ধুন্ধুমার খেলা। বাউন্ডারী আর ছক্কা আছড়ে পড়বে বাউন্ডারিতে, এটাই ছিল সবার ধারণা। কিন্তু নিজেদের ফর্ম অফ ক্রিকেট খেলতে গিয়ে, ফরম্যাটটাকেই প্রায় ধ্বংস করে দিয়েছে বিসিবি। শেষ পাঁচ ম্যাচে একশ’র বেশি স্ট্রাইক রেটে মাত্র দুবার ব্যাট করতে পেরেছেন সাকিব আল হাসান। বাকি তিন ম্যাচেই তার অবস্থা ছিল তথৈবচ। সেটা যতটা না স্কিলের কারণে, তার চেয়ে অনেক বেশি বাজে উইকেটের কারণে। একই অবস্থা মাহমুদউল্লাহ রিয়াদেরও। দুবার তিনি আউট হয়েছেন কোনো রান না করেই। আর বাকি তিন ম্যাচে মাত্র একবার পার করতে পেরেছেন স্ট্রাইক রেটে একশ’র কোটা।

সৌম্য সরকারের ফর্ম নিয়ে আলাদা করে কথা বলাটা বোকামি। নিউজিল্যান্ডের বিরুদ্ধে ৫ ম্যাচ ব্যাটিং করে নাঈম শেখও করতে পারেননি বিশেষ কিছু। এ অবস্থায় বিশ্বকাপে পরিণতি কী হতে পারে, তা নিয়ে ভীত ক্রিকেট বিশ্লেষকরা। সাবেক ক্রিকেটার হান্নান সরকার বলেন, বিশ্বকাপের আগে এটাকে কোনোভাবেই ভালো প্রস্তুতি বলা যায় না। ব্যাটসম্যানরা রান পায়নি। বোলাররা যে ভালো করছে, সেটাও নিজেদের উইকেটে। দুবাইয়ে এই উইকেট থাকবে না, সেখানে তারা কীভাবে পরিস্থিতি সামলাবে, সেটাই ভাবনার বিষয়।

বিকেএসপির ক্রিকেট উপদেষ্টা নাজমুল আবেদীন ফাহিম বলেছেন, বাংলাদেশ দলের জয়ের আত্মবিশ্বাস দরকার আছে সবাই মানছেন। কিন্তু ভঙ্গুর দুটি দলের (অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড) বিরুদ্ধে সিরিজ জিতে যে ফেক কনফিডেন্স বেড়েছে ক্রিকেটারদের মাঝে, তাতে হিতে বিপরীত হবে ওমান ও দুবাইয়ে বিশ্বকাপের বাছাই আর মূল প্রতিযোগিতায়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়