শিরোনাম
◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ ড. ইউনূসের পুরস্কার নিয়ে ভুলভ্রান্তি হতে পারে: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও

প্রকাশিত : ১১ সেপ্টেম্বর, ২০২১, ১০:৩১ দুপুর
আপডেট : ১১ সেপ্টেম্বর, ২০২১, ১১:১২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ডেঙ্গুতে বেশি আক্রান্ত শিশু-কিশোর ও তরুণরা

মাজহারুল ইসলাম : [২] সংশ্লিষ্ট চিকিৎসকরা বলছেন, এডিস মশার কামড় ও ডেঙ্গুর ভয়াবহতা সম্পর্কে কম জানা এবং অসচেতনতার ফলে তুলনামূলকভাবে তারা বেশি আক্রান্ত হচ্ছে।

[৩] সরকারের স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন অ্যান্ড কন্ট্রোল রুম সূত্রে পাওয়া তথ্যানুযায়ী, দেশে চলতি বছরের জানুয়ারী থেকে ১০ সেপ্টেম্বর পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপতালে ভর্তি ব্যক্তিদের মধ্যে শূন্য থেকে এক বছর বয়সি শিশু রোগীর হার ৩ দশমিক ২ শতাংশ।

[৪] এছাড়া শূন্য থেকে ১০ বছর বয়সিদের মধ্যে আক্রান্ত হার ১৯ দশমিক শূন্য শতাংশ। ১১ থেকে ২০ বছর বয়সিদের মধ্যে ২৫ দশমিক ৪ শতাংশ, ২১ থেকে ৩০ বছর বয়সিদের মধ্যে ২২ দশমিক ২ শতাংশ।

[৫] প্রাপ্ত বয়স্কদের মধ্যে অর্থাৎ ৩১ থেকে ৪০ বছর বয়সিদের ক্ষেত্রে ডেঙ্গু আক্রান্ত হার ১১ দশমকি ১ শতাংশ, ৪১ থেকে ৫০ বছর বয়সি মানুষের ক্ষেত্রে ১২ দশমিক ৭ শতাংশ, ৫১ থেকে ৬০ বছর বয়সিদের মধ্যে ৩ দশমিক ২ শতাংশ এবং ষাটোর্ধ্ব ব্যক্তিদের মধ্যে আক্রান্ত হার ৩ দশমিক ২ শতাংশ।

[৬] গত এক দিনে ডেঙ্গু জ্বর নিয়ে হাসপাতালে ভর্তি হওয়া ২৪৮ রোগী রোগীদের মধ্যে ২১৪ জনই রাজধানীতে। এ নিয়ে সেপ্টেম্বর মাসের ১০ দিনে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ২ হাজার ৮৯৯ জনে দাঁড়িয়েছে। একই সময়ে মৃত্যু হয়েছে ৮ জনের।

[৭] শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের স্বাস্থ্য তথ্য ইউনিটের (এমআইএস) সহকারী পরিচালক ও হেলথ ইমার্জেন্সি অপারেশন অ্যান্ড কন্ট্রোল রুমের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ডা. কামরুল কিবরিয়া স্বাক্ষরিত ডেঙ্গু ভাইরাস সংক্রমণ বিষয়ক বিজ্ঞপ্তি পর্যালোচনা করে এই চিত্র পাওয়া গেছে।

[৮] স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের প্রথম ৬ মাসে ডেঙ্গুতে কোনো রোগীর মৃত্যু হয়নি। তবে জুলাই থেকে রোগী বাড়ায় গত দুই মাসেই ৪৮ জন মারা যায় ডেঙ্গুতে। এরমধ্যে আগস্টে মারা গেছেন ৩৪ জন। ৮ সেপ্টেম্বর পর্যন্ত ৮ জনসহ মোট মৃতের সংখ্যা ৫৪ জনে দাঁড়িয়েছে। চলতি বছর হাসপাতালে চিকিৎসা নিতে এসেছে ১৩ হাজার ২৫৫ জন ডেঙ্গু রোগী। তাদের মধ্যে ১১ হাজার ৯৮০ জন সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে। বর্তমানে হাসপাতালগুলোতে চিকিৎসাধীন ১ হাজার ২২১ জন।

[৯] দুই দশকের বেশি সময় ধরে দেশে ডেঙ্গুর প্রাদুর্ভাব চলছে। স্বাস্থ্য অধিদপ্তর ২০০০ সাল থেকে ডেঙ্গু আক্রান্ত ও মৃত্যুর বছরভিত্তিক তথ্য রয়েছে। তথ্য বিশ্লেষণ করে দেখা যায় ২০১৯ সালে বাংলাদেশে ডেঙ্গু জ্বরে আক্রান্ত ও মৃতের সংখ্যা এর আগের সব বছরের রেকর্ড ছাড়ায়। ওই বছর এক লাখের বেশি মানুষ আক্রান্ত হয়েছিল। পরের বছর তা অনেকটা কমে আসায় হাসপাতালগুলো ১ হাজার ৪০৫ জন ডেঙ্গু রোগী পেয়েছিল। তবে চলতি বছর এ পর্যন্ত আক্রান্তের সংখ্যা দেশে দ্বিতীয় সর্বোচ্চ আক্রান্তের ঘটনা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়