রাকিবুল আবির: [২] যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, রাশিয়া, চীন ও ফ্রান্সের পর বিশ্বের ষষ্ঠ দেশ হিসেবে নিউক্লিয়ার ট্র্যাকিং শিপ নৌ-বহরে সংয়োজন করেছে ভারতীয় নৌ-বাহিনী। এটিই হবে ভারতের প্রথম স্যাটেলাইট এন্ড ব্যালিস্টিক মিসাইল ট্র্যাকার শিপ। হিন্দুস্তান টাইমস
[৩] ডিফেন্স রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ডিআরডিও) এবং ন্যাশনাল টেকনিক্যাল রিসার্চ অর্গানাইজেশন (এনটিআরও) এর সহযোগীতায় হিন্দুস্তান শিপ-ইয়ার্ডে নির্মিত ১০ হাজার টন ওজনের জাহাজটির নাম রাখা হয়েছে আইএনএস ধ্রুব। শুক্রবার জাহাজটিকে কমিশন করেছেন ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল। নিউজ ১৮
[৪] ১৭৫ মিটার দৈর্ঘ্য ও ২২ মিটার বিমের জাহাজটি ঘণ্টায় সর্বোচ্চ ২১ নট গতিতে ছুটতে সক্ষম। জাহাজটিতে রয়েছে দূরপাল্লার রাডার সিস্টেম, রয়েছে একটি শক্তিশালী অ্যান্টেনা সিস্টেম। এছাড়াও ব্যবহার করা হয়েছে সর্বাধুনিক প্রযুক্তির ইলেক্ট্রনিক ডিভাইস।
[৫] আইএনএস ধ্রুব সাগরের তলা অবধি দেখার ক্ষমতা রাখে, যার মাধ্যমে গবেষণার পাশাপাশি শত্রুপক্ষের সাবমেরিন শনাক্ত করতে সক্ষম। ভারতের কোনো শহর বা সামরিক স্থাপনার দিকে কেউ মিসাইল তাক করলে আগাম সতর্কতা বার্তা দেবে আইএনএস ধ্রুব। সম্পাদনা : খালিদ আহমেদ