শিরোনাম
◈ ৯৫ বিলিয়ন ডলারের সহায়তা বিলে জো বাইডেনের সাক্ষর  ◈ বিশ্বের প্রতি যুদ্ধকে ‘না’ বলার আহ্বান প্রধানমন্ত্রীর ◈ বাংলাদেশ ব্রাজিল থেকে ইথানল নিতে পারে, যা তেলের চেয়ে অনেক সস্তা: রাষ্ট্রদূত ◈ মিয়ানমার সেনাসহ ২৮৮ জনকে ফেরত পাঠালো বিজিবি ◈ উপজেলা নির্বাচনে অংশ নেওয়ায় বিএনপির ৬৪ নেতাকে কারণ দর্শানোর নোটিশ ◈ বর্ধিত ভাড়ায় ট্রেনের আগাম টিকিট বিক্রি শুরু ◈ মন্ত্রী ও এমপিদের নিকটাত্মীয়রা প্রার্থিতা প্রত্যাহার না করলে সময়মতো ব্যবস্থা নেওয়া হবে: ওবায়দুল কাদের  ◈ লোডশেডিং ১০০০ মেগাওয়াট ছাড়িয়েছে, চাপ পড়ছে গ্রামে ◈ বাংলাদেশে কাতারের বিনিয়োগ সম্প্রসারণের বিপুল সম্ভাবনা দেখছেন ব্যবসায়ীরা  ◈ হিট স্ট্রোকে রাজধানীতে রিকশা চালকের মৃত্যু

প্রকাশিত : ১০ সেপ্টেম্বর, ২০২১, ০৬:৪৫ বিকাল
আপডেট : ১০ সেপ্টেম্বর, ২০২১, ০৬:৪৫ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ভেড়ামারায় এক রাতে ৪ ইজিবাইক চুরি

ইসমাইল হোসেন: [২] কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলায় একদল সঙ্গবদ্ধ দুস্কৃতিকারীরা একই রাতে এক গ্রাম থেকে ৪টি ইজিবাইক গাড়ি চুরি করে নিয়ে গেছে। ভেড়ামারা উপজেলার মোকারিমপুর ইউনিয়নের চর গোলাপনগর গ্রামে গত ৯ সেপ্টেম্বর গভীর রাতে এই চুরির ঘটনা ঘটে।

[৩] জানা যায়, দুস্কৃতিকারী মুখোশধারীরা রাতের অন্ধকারে মোট ৪টি ইজিবাইক ব্যাটারী চালিত গাড়ি চুরি করে নির্বিঘ্নে পালিয়ে যায়।

[৪] ইজিবাইক গাড়ির মালিক চর গোলাপনগর গ্রামের আমিরুল ইসলাম, জিয়ারুল হক, আব্দুর রহিম ও মো. মতিউর রহমান। তারা জানায় রাতে গাড়ি চার্জ করতে দিয়ে ঘুমিয়ে পরি। সকালে উঠে দেখি গাড়ি নাই।পরে বাড়ির পাশে মনিপার্কের সিসিটিভি ফুটেজ দেখে নিশ্চিত হই ইজিবাইক গুলো চোর চুরির করে নিয়ে গেছে।

[৫] গ্রামপুলিশ মাসুদ রানা জানান, এক রাতেই চারটি ইজিবাইক চুরির ঘটনা ঘটেছে। মোকারিমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুস সামাদ বলেন, ইজিবাইক চুরির বিষয়ে আমাকে কেউ জানায়নি। এখনই জানলাম।

[৬] শুক্রবার (১০ সেপ্টেম্বর) সকালে ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মজিবুর রহমানের সঙ্গে কথা হলে তিনি জানান, ইজিবাইক চুরির বিষয়টি শুনেছি তবে অভিযোগ পেলে তা খতিয়ে দেখা হবে।সম্পাদনা: সঞ্চয় বিশ্বাস

  • সর্বশেষ
  • জনপ্রিয়