শিরোনাম
◈ এলডিসি উত্তরণের পর সর্বোচ্চ সুবিধা পাওয়ার প্রস্তুতি নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ ড. ইউনূসকে নিয়ে শিক্ষামন্ত্রীর বক্তব্য দুঃখজনক: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ জলদস্যুদের হাতে জিম্মি জাহাজ মুক্ত করার বিষয়ে  সরকার অনেক দূর এগিয়েছে: পররাষ্ট্রমন্ত্রী  ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও ◈ পঞ্চম দিনের মতো কর্মবিরতিতে ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসকরা ◈ অর্থাভাবে পার্লামেন্ট নির্বাচনে লড়বেন না ভারতের অর্থমন্ত্রী ◈ কখন কাকে ধরে নিয়ে যায় কোনো নিশ্চয়তা নেই: ফখরুল ◈ জনপ্রিয়তায় ট্রাম্পের কাছাকাছি বাইডেন ◈ আদালত থেকে জঙ্গি ছিনতাই মামলার তদন্ত প্রতিবেদন জমা দেয়ার নতুন তারিখ ৮ মে

প্রকাশিত : ০৯ সেপ্টেম্বর, ২০২১, ১০:৩৪ রাত
আপডেট : ০৯ সেপ্টেম্বর, ২০২১, ১০:৩৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] করোনায় মারা গেছেন ১৬০ ব্যাংক কর্মকর্তা

মো. আখতারুজ্জামান: [২] অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশ (এবিবি) এর চেয়ারম্যান আলী রেজা ইফতেখার জানান, করোনায় আক্রান্ত হয়ে ব্যাংক খাতে এখন পর্যন্ত ১৬০ জন কর্মকর্তা মারা গেছেন। আক্রান্ত হয়ে হয়েছেন ৩০ হাজারের বেশি। তিনি বলেন, করোনায় সব থেকে বেশি প্রভাব পড়েছে এসএমই খাতে।

[৩] বৃহস্পতিবার রাজধানীতির একটি হোটেলে এফবিসিসিআই আয়োজিত বিরাজমান পরিস্থিতিতে দেশের সার্বিক অর্থনৈতিক উন্নয়ন ও অগ্রযাত্রায় ব্যাংকিং খাতের ভূমিকা : সমস্যা ও সম্ভাবনা বিষয়ে ব্যাংকের প্রধান নির্বাহীদের সাথে মতবিনিময় সভায় তিনি এ দাবি করেন।

[৪] ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই সভাপতি মো. জসিম উদ্দিন বলেন, এসএমই খাতের বিকাশে টার্ম লোনের মেয়াদ বাড়িয়ে ১০ থেকে ১৫ বছর ও গ্রেস পিরিয়ড দুই বছর করা প্রয়োজন। ব্যাংক অ্যাকাউন্ট না থাকা এসএমই উদ্যোক্তাদের সংশ্লিষ্ট ট্রেডবডির সুপারিশ অনুযায়ী ব্যাংক ঋণ দেয়ার সুপারিশ করেন তিনি।

[৫] জসিম উদ্দিন বলেন, ভারতে কোভিড প্রণোদনার ৩৮ শতাংশ, থাইল্যান্ডে ৩৩ শতাংশ, মালয়েশিয়ায় ২৪ শতাংশ অর্থ সিএসএমই খাতে বরাদ্দ রাখা হয়েছে। বাংলাদেশে এ হার মাত্র ২২ শতাংশ। রপ্তানি ও বৃহৎ খাতে প্রণোদনা প্যাকেজের বাস্তবায়ন সন্তোষজনক হলেও, সিএমএসএমই খাতে বাস্তবায়ন হার মাত্র ৭৭ শতাংশ।

[৬] এমন অবস্থায় কুটির, ক্ষুদ্র ও মাঝারি শিল্প উদ্যোক্তাদের ব্যবসা টিকিয়ে রাখতে, প্রণোদনা ঋণের দ্রুত ছাড় জরুরি হয়ে পড়েছে। এ সময় তিনি অনিচ্ছাকৃত ঋণ খেলাপিদের সহায়তা দেয়ার পাশাপাশি, ইচ্ছাকৃত খেলাপিদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার তাগিদ দেন। এসএমই খাতের জন্য ডেডিকেটেড ডেস্ক চালু, এসএমই সার্ভিস সেন্টার, নতুন ও নারী উদ্যোক্তাদের জন্য বিশেষ সুবিধা প্রবর্তনসহ বাংলাদেশে ব্যাংক বহুমুখী পদক্ষেপ গ্রহণ করলেও, কোন কোন ব্যাংকে এসব উদ্যোগ বাস্তবায়নে অনীহা দেখা যাচ্ছে।

[৭] ক্ষুদ্র ও মাঝারি শিল্পদ্যোক্তাদের জন্য সহজ শর্তে ও জামানতবিহীন ঋন সুবিধা চালু ও বাংলাদেশ ব্যাংক কর্তৃক ক্রেডিট গ্যারান্টি স্কিম সহজ ও সক্রিয় করার তাগিদ দেন তিনি।

[৮] বৃহত্তর স্বার্থে শিল্প ঋণের সীমা নবায়ন বা পুনঃতফসিলীকরণের সময় ডাউন পেমেন্টের হার ১ থেকে ২ শতাংশ নির্ধারণ করলে, শিল্পায়ন প্রক্রিয়া সহজ হবে বলে মনে করেন এফবিসিসিআই সভাপতি। এ সময় তিনি বলেন কস্ট অব বিজনেস কমাতে ব্যাংক, বিমা ও আর্থিক প্রতিষ্ঠানে কর্পোরেট কর ৩৭.৫০ শতাংশ থেকে কমিয়ে ৩৫ শতাংশ করার জন্য সরকারের সুপারিশ করেছে এফবিসিসিআই।

[৯] অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশ (এবিবি) এর চেয়ারম্যান আলী রেজা ইফতেখার জানান, করোনায় প্রণোদনা ঋণ শতভাগ বিতরণ করতে পারিনি। এই খাতের ব্যবসায়ীরা যথাযথ কাগজপত্র দিতে না পারায় এমনটা হয়েছে। আমাদের মনে রাখতে হবে এটা প্রণোদনা ঋণ। এটা বিতরণের পর আবার উঠিয়ে নিয়ে আসতে হবে। আর এই কাজটা ব্যাংকারদেরকেই করতে হবে। তাই বিতরণের সময় ঋণ গ্রহীতার কাগজপত্র যথাযথাভাবেই নিতে হবে। তিনি জানান, আমরা এখন পর্যন্ত প্রণোদনা ঋণের ৮০ শতাংশ ছাড় করতে পেরেছি। এই ঋণ বিতরণ কার্যক্রম ২০২৩ সাল পর্যন্ত চলবে বলে তিনি জানান।

[১০] এবিবি চেয়ারম্যান বলেন, ব্যাংকের পক্ষে র্দীর্ঘমেয়াদে ঋণ দেয়া অনেক ক্ষেত্রে সম্ভব হয় না। এজন্য দেশে বন্ড মার্কেট সংস্কৃতি গড়ে তোলা উচিৎ বলে মনে করেন তিনি। তবে সিএসএমই খাতে প্রণোদনা ঋণ বিতরণে এফবিসিসিআই’র সঙ্গে একযোগে কাজ করার আশ্বাস দেন তিনি।

[১১] অনুষ্ঠানে মুক্ত আলোচনায় অংশ নেন, দেশের ৩২ বাণিজ্যিক ব্যাংকের প্রধান নির্বাহী ও ব্যবস্থাপনা পরিচালক ও এফবিসিসিআই’র সম্মানিত পরিচালকরা। ব্যাংকার এবং ব্যবসায়ীদের আলোচনায় প্রণোদনা ঋণ গ্রহণ ও বিতরণে নানা রকম সমস্যার কথা উঠে আসে। আলাপ আলোচনার মাধ্যমে এসব সমস্যা সমাধান করে দেশের অর্থনীতিকে এগিয়ে নিতে চান আলোচকরা।

[১২] মুক্ত আলোচনায় অংশ নিয়ে ট্রাস্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হুমায়রা আজম বলেন, আপনারা ঋণ পরিশোধে দীর্ঘমেয়াদি সময় চাইছেন। অথচ প্রণোদনার ঋণের মেয়াদ এক বছর। ঋণ পরিশোধে বাড়তি সময় চাইছেন। কিন্তু আমানতকারীদের টাকা ফেরত দিতে বাড়তি সময় চাওয়া কি সম্ভব?

[১৩] রূপালী ব্যাংকের এমডি ওবায়েদ উল্লাহ আল মাসুদ বলেন, খেলাপি ঋণ আদায় নিয়ে এমন একটা সভার আয়োজন করতে পারে এফবিসিসিআই। এতে আমাদের উপকার হবে। সম্পাদনা : ভিকটর রোজারিও

  • সর্বশেষ
  • জনপ্রিয়