শিরোনাম
◈ ভারতে লোকসভা নির্বাচনের প্রথম দফায় ভোট পড়েছে ৫৯.৭ শতাংশ  ◈ ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার কাজ শুরু করেছেন প্রধানমন্ত্রী: ওয়াশিংটনে অর্থমন্ত্রী ◈ দাম বেড়েছে আলু, ডিম, আদা ও রসুনের, কমেছে মুরগির  ◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা ◈ ভিত্তিহীন মামলায় বিরোধী নেতাকর্মীদের নাজেহাল করা হচ্ছে: মির্জা ফখরুল ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী ◈ অপরাধের কারণেই বিএনপি নেতা-কর্মীদের  বিরুদ্ধে মামলা হয়েছে: প্রধানমন্ত্রী  ◈ অ্যাননটেক্সকে জনতা ব্যাংকের সুদ মওকুফ সুবিধা বাতিলের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪১ দশমিক ৩ ডিগ্রি, হিট এলার্ট জারি  ◈ শিশু হাসপাতালের কার্ডিয়াক আইসিইউতে আগুন, পুড়ে গেছে যন্ত্রপাতি ও বিভিন্ন সামগ্রী 

প্রকাশিত : ০৯ সেপ্টেম্বর, ২০২১, ০৭:৫০ বিকাল
আপডেট : ০৯ সেপ্টেম্বর, ২০২১, ০৭:৫০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] পাকিস্তানে শিক্ষকদের জিন্স-টিশার্ট ও আঁটসাঁট পোশাকে না

খালিদ আহমেদ: [২] পাকিস্তানে শিক্ষকদের পোশাক নিয়ে নতুন নির্দেশনা জারি করেছে দেশটির ফেডারেল ডিরেক্টরেট অফ এডুকেশন। এ নির্দেশনা অনুযায়ী, পুরুষ শিক্ষকরা জিন্স-টিশার্ট পরে শিক্ষা প্রতিষ্ঠানে আসতে পারবেন না। নারী শিক্ষকরা পরতে পারবেন না আঁটসাঁট পোশাক।

[৩] শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক এবং অন্যান্য কর্মচারীদের এই ড্রেস কোড অনুসরণ এবং ব্যক্তিগত পরিচ্ছন্নতা নিশ্চিত করতে সব প্রতিষ্ঠানের কর্তৃপক্ষকে নির্দেশ দেয়া হয়েছে।

[৪] নির্দেশনায় বলা হয়েছে, শিক্ষক এবং কর্মচারীদের নিয়মিত চুলদাড়ি কাটাছাঁটা, নখ কাটা, গোসল এবং ডিওডোরেন্ট ব্যবহার নিশ্চিত করতে হবে। নিরাপত্তারক্ষীদের সর্বদা নির্ধারিত ইউনিফর্ম পরতে হবে।

[৫] এছাড়াও, পাঠদানের সময় শিক্ষকদের টিচিং গাউন এবং ল্যাব কোট পরতে নির্দেশ দেয়া হয়েছে। নারী শিক্ষকদের জন্য নির্ধারণ করা হয়েছে ফরমাল ড্রেস কোড। তারা সালওয়ার কামিজ, ট্রাউজার এবং শার্ট পরতে পারবে তবে সাথে পরতে হবে ওড়না বা শাল। স্কার্ফ বা হিজাব ব্যবহার করা যাবে। তবে পরতে পারবেন না জিন্স এবং লেগিংস। স্নিকার্স এবং স্যান্ডেল পরতে পারলেও, পরা যাবে না স্লিপার।

[৬] এ বিষয়ে এফডিই-এর পরিচালক বলেন, ইতিবাচক উদ্দেশ্য নিয়ে এই নির্দেশনা জারি করা হয়েছে। শিক্ষকরা যাতে ছাত্রদের জন্য ভালো উদাহরণ তৈরি করতে পারেন সেই উদ্দেশ্যেই এই নির্দেশনা।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়