শিরোনাম
◈ সরকারি দপ্তরগুলোতে গাড়ি কেনা ও বিদেশ সফরে কড়াকড়ি: কৃচ্ছ্রনীতির অংশ হিসেবে অর্থ মন্ত্রণালয়ের নতুন নির্দেশনা ◈ ২১ বছর বয়স হলেই স্টার্ট-আপ লোনের সুযোগ, সুদ মাত্র ৪%: বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশনা ◈ ঢাকায় একটি চায়না টাউন প্রতিষ্ঠা করা যেতে পারে: আশিক চৌধুরী ◈ তিন বোর্ডে বৃহস্পতিবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত ◈ এসএসসির ফল নিয়ে যে বার্তা দিলেন শিক্ষা উপদেষ্টা ◈ সৈক‌তের কা‌ছে দু:খ প্রকাশ ক‌রে‌ছেন ‌বি‌সি‌বির প্রধান নির্বাচক  ◈ ভারত সরকারকে আম উপহার পাঠাল বাংলাদেশ ◈ পুলিশের ঊর্ধ্বতন ১৬ কর্মকর্তা বদলি ◈ কল রেকর্ড ট্রেলার মাত্র, অনেক কিছু এখনো বাকি, অপেক্ষায় থাকুন: তাজুল ইসলাম ◈ জাতীয় নির্বাচনের সব প্রস্তুতি ডিসেম্বরের মধ্যে সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা : প্রেস সচিব

প্রকাশিত : ০৯ সেপ্টেম্বর, ২০২১, ০৬:০৮ বিকাল
আপডেট : ০৯ সেপ্টেম্বর, ২০২১, ০৬:০৮ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কক্সবাজার পুলিশ ব্যুরোর অফিস তৈরির অনিয়ম তদন্তে সাবকমিটি গঠন করেছে সংসদীয় কমিটি

মনিরুল ইসলাম: [২] কক্সবাজার জেলার পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের অফিস তৈরির জন্য ১০০ শতাংশ জমি অধিগ্রহণে অনিয়ম তদন্তে ৩ সদস্য বিশিষ্ট সাবকমিটি গঠন করেছে সংসদীয় কমিটি। কমিটিতে মো. হাবিবর রহমানকে আহ্বায়ক করে মনোরঞ্জন শীল গোপাল ও উম্মে ফাতেমা নাজমা বেগমকে সদস্য করা হয়।

[৩] বৃহস্পতিবার জাতীয় সংসদের 'ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠকে এ সাব কমিটি গঠন করা হয়েছে ৷

[৪] কমিটির সভাপতি মো. মকবুল হোসেনের সভাপতিত্বে জাতীয় সংসদ ভবনে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে ভূমি মন্ত্রী ও কমিটির সদস্য সাইফুজ্জামান চৌধুরী, মনোরঞ্জন শীল গোপাল, মো. হাবিবর রহমান, মো. শাহজাহান মিয়া, উম্মে ফাতেমা নাজমা বেগম ও মো. আমিনুল ইসলাম অংশ নেন।

[৫] জানা যায়,বৈঠকে কমিটি সহকারী কমিশনার (ভূমি) অফিসের যে সকল কর্মচারীর চাকরির ৩ বছর অতিক্রম করেছে তাদেরকে দ্রুত বদলির ব্যবস্থার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের সুপারিশ করে।

[৬] এ বৈঠকে গুচ্ছগ্রাম প্রকল্পে গুচ্ছগ্রামে প্রকৃত বরাদ্দকৃতরা বসবাস করছে কিনা, তা পর্যবেক্ষণ করা এবং কৃষিকাজের জন্য জমি লিজ নিয়ে সেগুলো অন্য কাজে ব্যবহার হচ্ছে কিনা তদন্তে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হয়।

[৭] বৈঠকে ভূমি মন্ত্রণালয়ের সচিব, মহাপরিচালক, ভূমি সংস্কার বোর্ড ও আপিল বোর্ডের চেয়ারম্যান এবং মন্ত্রণালয় ও জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়