মনিরুল ইসলাম: [২] কক্সবাজার জেলার পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের অফিস তৈরির জন্য ১০০ শতাংশ জমি অধিগ্রহণে অনিয়ম তদন্তে ৩ সদস্য বিশিষ্ট সাবকমিটি গঠন করেছে সংসদীয় কমিটি। কমিটিতে মো. হাবিবর রহমানকে আহ্বায়ক করে মনোরঞ্জন শীল গোপাল ও উম্মে ফাতেমা নাজমা বেগমকে সদস্য করা হয়।
[৩] বৃহস্পতিবার জাতীয় সংসদের 'ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠকে এ সাব কমিটি গঠন করা হয়েছে ৷
[৪] কমিটির সভাপতি মো. মকবুল হোসেনের সভাপতিত্বে জাতীয় সংসদ ভবনে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে ভূমি মন্ত্রী ও কমিটির সদস্য সাইফুজ্জামান চৌধুরী, মনোরঞ্জন শীল গোপাল, মো. হাবিবর রহমান, মো. শাহজাহান মিয়া, উম্মে ফাতেমা নাজমা বেগম ও মো. আমিনুল ইসলাম অংশ নেন।
[৫] জানা যায়,বৈঠকে কমিটি সহকারী কমিশনার (ভূমি) অফিসের যে সকল কর্মচারীর চাকরির ৩ বছর অতিক্রম করেছে তাদেরকে দ্রুত বদলির ব্যবস্থার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের সুপারিশ করে।
[৬] এ বৈঠকে গুচ্ছগ্রাম প্রকল্পে গুচ্ছগ্রামে প্রকৃত বরাদ্দকৃতরা বসবাস করছে কিনা, তা পর্যবেক্ষণ করা এবং কৃষিকাজের জন্য জমি লিজ নিয়ে সেগুলো অন্য কাজে ব্যবহার হচ্ছে কিনা তদন্তে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হয়।
[৭] বৈঠকে ভূমি মন্ত্রণালয়ের সচিব, মহাপরিচালক, ভূমি সংস্কার বোর্ড ও আপিল বোর্ডের চেয়ারম্যান এবং মন্ত্রণালয় ও জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।