শিরোনাম
◈ বাংলাদেশ ব্রাজিল থেকে ইথানল নিতে পারে, যা তেলের চেয়ে অনেক সস্তা: রাষ্ট্রদূত ◈ যুক্তরাষ্ট্র সরে এলে বিশ্বরাজনীতিতে নেতৃত্ব দেবে কে: বাইডেন ◈ মিয়ানমার সেনাসহ ২৮৮ জনকে ফেরত পাঠালো বিজিবি ◈ উপজেলা নির্বাচনে অংশ নেওয়ায় বিএনপির ৬৪ নেতাকে কারণ দর্শানোর নোটিশ ◈ বর্ধিত ভাড়ায় ট্রেনের আগাম টিকিট বিক্রি শুরু ◈ বাড়ছে না শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি ◈ আরও তিন মামলায় জামিন পেলেন মামুনুল হক ◈ সাজেকে ট্রাক খাদে পড়ে নিহতের সংখ্যা বেড়ে ৯ ◈ তাপপ্রবাহে উচ্চ স্বাস্থ্য ঝুঁকিতে শিশুরা,  বাড়তি সতর্কতার পরামর্শ ইউনিসেফের ◈ মন্ত্রী ও এমপিদের নিকটাত্মীয়রা প্রার্থিতা প্রত্যাহার না করলে সময়মতো ব্যবস্থা নেওয়া হবে: ওবায়দুল কাদের 

প্রকাশিত : ০৯ সেপ্টেম্বর, ২০২১, ০৬:০২ বিকাল
আপডেট : ০৯ সেপ্টেম্বর, ২০২১, ০৬:০২ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য দল ঘোষণা করেছে ইংল্যান্ড এন্ড ওয়েলস ক্রিকেট বোর্ড

স্পোর্টস ডেস্ক: [২] আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২১ এর জন্য ইয়ন মরগানের অধীনে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ইংল্যান্ড এন্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। দলে নেই বেন স্টোকস।

[৩] ইংল্যান্ডের বিশ্বকাপ স্কোয়াডেও ফেরেননি বেন স্টোকস। ভারতের বিপক্ষে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজের আগেই তিনি ক্রিকেট থেকে বিরতি নিয়েছিলেন। অনির্দিষ্টকালের জন্য নেওয়া সেই বিরতির ফলে ভারত সিরিজ, ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের পরে বিশ্বকাপের ইংল্যান্ড স্কোয়াডেও নেই তিনি। তবে ১০ অক্টোবর পর্যন্ত স্কোয়াড পরিবর্তনের সুযোগ আছে। তাই স্টোকসের ফেরার আশা করাও যেতে পারে।

[৪] চমক হিসেবে ইংল্যান্ড দলে জায়গা পেয়েছেন পেসার টাইমাল মিলস। ২০১৭ সালের ফেব্রুয়ারি সর্বশেষ খেলেছিলেন তিনি। ভাইটালিটি ব্লাস্টে দারুণ খেলে আবারও জাতীয় দলে জায়গা করে নিলেন। এছাড়াও দলে আছেন ডেভিড উইলি, ক্রিস জর্ডান ও মার্ক উডের মতো পেসাররা।

[৫] সংরক্ষিত তালিকায় আছেন তিন জন- টম কারান, লিয়াম ডওসন ও জেমস ভিঞ্চ।

[৬] ইংল্যান্ড বিশ্বকাপ স্কোয়াড : ইয়ন মরগান (অধিনায়ক), জস বাটলার, মঈন আলি, জনি বেয়ারস্টো, ডেভিড মালান, লিয়াম লিভিংস্টোন, আদিল রশিদ, স্যাম বিলিংস, স্যাম কারান, ক্রিস জর্ডান, টাইমাল মিলস, জেসন রয়, ডেভিড উইলি, ক্রিস ওকস ও মার্ক উড।

[৭] স্ট্যান্ডবাই : টম কারান, লিয়াম ডওসন, জেমস ভিঞ্চ। ক্রিকবাজ

  • সর্বশেষ
  • জনপ্রিয়