শিরোনাম
◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ চলচ্চিত্র ও টিভি খাতে ভারতের সঙ্গে অভিজ্ঞতা বিনিময় হবে: তথ্য প্রতিমন্ত্রী ◈ উপজেলা নির্বাচনে প্রভাব বিস্তার করলেই ব্যবস্থা: ইসি আলমগীর  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো ◈ মুজিবনগর সরকারের ৪০০ টাকা মাসিক বেতনের কর্মচারি ছিলেন জিয়াউর রহমান: পররাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত : ০৯ সেপ্টেম্বর, ২০২১, ০৪:৩২ দুপুর
আপডেট : ০৯ সেপ্টেম্বর, ২০২১, ০৫:৫৪ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] আফগানিস্তান সিরিজের জন্য বাংলাদেশ যুবদল ঘোষণা

মাহিন সরকার: [২] আফগানিস্তান অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে সিরিজ দিয়ে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল আসন্ন বিশ্বকাপের প্রস্তুতি শুরু করবে। এই সিরিজিকে সামনে রেখে ১৮ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

[৩] ব্যাটসম্যান এসএম মেহেরব হাসানকে অধিনায়ক করে ১৮ সদস্যের দল ঘোষণা করা হয়েছে। যেখানে আছেন বিশ্বকাপজয়ী দলের সদস্য প্রান্তিক নওরোজ নাবিল। দলে ৩ জন উদ্বোধনী ব্যাটসম্যান, ৭ জন মিডল অর্ডার ব্যাটসম্যান, ৪ জন পেসার, ৩ জন স্পিনার ও একজন অলরাউন্ডার আছেন। স্ট্যান্ডবাই তালিকায় রাখা হয়েছে দুইজনকে।

[৪] আফগানিস্তান ও বাংলাদেশ যুবদলের মধ্যকার এই সিরিজে থাকছে পাঁচটি ওয়ানডে ম্যাচ ও একটি চারদিনের ম্যাচ। সবগুলো ম্যাচই সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। সিরিজ শুরু হবে শুক্রবার ১০ সেপ্টেম্বর।

[৫] বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল:

উদ্বোধনী ব্যাটসম্যান: মফিজুল ইসলাম রবিন, ইফতেখার ইসলাম ইফতি, প্রান্তিক নওরোজ নাবিল।
মিডল অর্ডার ব্যাটসম্যান: এসএম মেহেরব হাসান (অধিনায়ক), আইচ মোল্লা (সহ-অধিনায়ক), মোহাম্মদ খালিদ হাসান, আব্দুল্লাহ আল মামুন, গাজী মোহাম্মদ তাহজিবুল ইসলাম (উইকেটরক্ষক), আরিফুল ইসলাম, মাকসুদুর রহমান (উইকেটরক্ষক)।
পেসার: মোহাম্মদ মুশফিক হাসান, রিপন মন্ডল, মোহাম্মদ আশিকুর জামান, মহিউদ্দিন তারেক।
স্পিনার: নাইমুর রহমান নয়ন, মোহাম্মদ আশরাফুল ইসলাম, শামসুল ইসলাম ইপন।
অলরাউন্ডার: মোহাম্মদ গোলাম কিবরিয়া।
স্ট্যান্ডবাই: আরিফ আহমেদ অনিক, শাহরিয়ার আলম মাহিন।

[৬] দুই দলের সিরিজের সূচি:

১০ সেপ্টেম্বর - ১ম ওয়ানডে
১২ সেপ্টেম্বর - ২য় ওয়ানডে
১৪ সেপ্টেম্বর - ৩য় ওয়ানডে
১৭ সেপ্টেম্বর - ৪র্থ ওয়ানডে
১৯ সেপ্টেম্বর - ৫ম ওয়ানডে
২২-২৫ সেপ্টেম্বর - একমাত্র চারদিনের ম্যাচ

[৭] আফগানিস্তান অনূর্ধ্ব-১৯ দল: সুলিমান আরবজাই, সুলিমান শফি, বিলাল সায়েদী, বিলাল আহমেদ, কামরান হোটাক, ইয়ামা আরব, ফয়সাল খান, মোহাম্মদ ইশাক জাজাই, ইজাজ আহমেদ, জাহিদুল্লাহ সেলিমি, নানগেয়ালিয়া খান, মোহাম্মদউল্লাহ নজিবুল্লাহ, ইজাজ আহমেদ আহমেদজাই, ইজার-উল-হক, শহীদ হাসানি, সাবাউন বানোরি, বিলাল সামি, মোহ্মমাদ নাভিদ জাদরান, আল্লাহ নূর নাসেরি। বিসিবি, সম্পাদনা: মিনহাজুল আবেদীন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়