শিরোনাম
◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ ড. ইউনূসের পুরস্কার নিয়ে ভুলভ্রান্তি হতে পারে: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও

প্রকাশিত : ০৯ সেপ্টেম্বর, ২০২১, ০১:৩৩ দুপুর
আপডেট : ০৯ সেপ্টেম্বর, ২০২১, ০১:৩৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

৪ ছবি নিয়ে নিশাত নাওয়ার সালওয়া

ইমরুল শাহেদ: মিস ওয়ার্ল্ড বাংলাদেশ প্ল্যাট ফর্ম থেকে আসা নায়িকা নিশাত নাওয়ার সালওয়া অভিনীত প্রথম ছবি ‘স্বপ্নে দেখা রাজকন্যা’ ছবিটি সেন্সর ছাড়পত্র পেয়েছে। এই ছবিটি পরিচালনা করেছেন তরুণ নির্মাতা মোস্তাফিজুর রহমান মানিক। এই ছবিটিতে সালওয়া ছাড়াও রয়েছেন আদর আজাদ চৌধুরী এবং মৌসুমী মিথিলা। স্বপ্নে দেখা রাজকন্যা সালওয়ার প্রথম ছবি হলেও তিনি আরো তিনটি ছবিতে কাজ করছেন।

সেগুলো হলো কবরী পরিচালিত ‘এই তুমি সেই তুমি’, সাইদুল ইসলাম রানার ‘বীরত্ব’ এবং শামীম আহমেদ রনি পরিচালিত ‘বুবুজান’। কবরী মারা যাওয়ার কারণে তার ছবিটি কে শেষ করবেন সেটা এখনো জানা যায়নি। তবে একবার শোনা গিয়েছিল, কবরীর ছেলে কাজটা শেষ করতে পারেন। সালওয়া জানিয়েছেন, তার এক এক ছবির চরিত্র এক এক রকম। এ সময়ে সালওয়া বুবুজান ছবির শুটিং নিয়ে ব্যস্ত রয়েছেন। এজন্য তিনি কারো ফোনও পিক করতে পারছেন না বলে জানালেন। পরিচালক মোস্তাফিজুর রহমান মানিক বলেন, ‘নতুন জুটি নিয়ে এই প্রথম ছবি বানালাম। এজন্য যথেষ্ট শ্রম দিতে হয়েছে। আজাদের কিছুটা অভিজ্ঞতা ছিল।

সালওয়া ছিল একেবারেই নতুন। তারপরও সেন্সর বোর্ড সদস্যরা পছন্দ করেছেন। বোর্ড মেম্বারদের অনেকেই ছবিটি দেখার পর আমাকে ফোন দিয়ে ছবিটির প্রশংসা করেছে।’ সেন্সর বোর্ডের ভাইস চেয়ারম্যান মো. জসিম উদ্দিন বলেন, ‘ছবিটি আমরা দেখেছি। কোনো ধরনের আপত্তিকর কিছু পাইনি। তাই আনকাট সেন্সর দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।’ ছবিটির সংলাপ ও চিত্রনাট্য লিখেছেন সুদীপ্ত সাইদ খান।

প্রযোজনা করেছেন মৌসুমী আক্তার মিথিলা। গান লিখেছেন সুদীপ কুমার দীপ। সংগীতায়োজন করেছেন প্রমিত রাফাত। ছবির সিনেমাটোগ্রাফার হিসেবে কাজ করছেন এ আর আলম। সম্পাদনা করেছেন শহিদুল হক, আলোকচিত্রে রয়েছেন শাহ সুলতান। সাজ-সজ্জায় আছেন সেলিম মোহাম্মদ। এমএস মুভিজের ব্যানারে নির্মিত এ ছবিতে আরও অভিনয় করেছেন আলিরাজ, মারুফ আকিব, রেবেকা, চিকন আলিসহ আরও অনেকে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়