শিরোনাম
◈ জলদস্যুদের হাতে জিম্মি জাহাজ মুক্ত করার বিষয়ে  সরকার অনেক দূর এগিয়েছে: পররাষ্ট্রমন্ত্রী  ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও ◈ পঞ্চম দিনের মতো কর্মবিরতিতে ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসকরা ◈ অর্থাভাবে পার্লামেন্ট নির্বাচনে লড়বেন না ভারতের অর্থমন্ত্রী ◈ কখন কাকে ধরে নিয়ে যায় কোনো নিশ্চয়তা নেই: ফখরুল ◈ জনপ্রিয়তায় ট্রাম্পের কাছাকাছি বাইডেন ◈ আদালত থেকে জঙ্গি ছিনতাই মামলার তদন্ত প্রতিবেদন জমা দেয়ার নতুন তারিখ ৮ মে ◈ সেনা গোয়েন্দাসংস্থার বিরুদ্ধে ৬ পাক বিচারপতির ভয় দেখানোর অভিযোগ ◈ নিরস্ত্র ফিলিস্তিনিরা সাদা পতাকা উড়াচ্ছিল, তাদের বূলডোজার দিয়ে মাটি চাপা দিল ইসরায়েলী সেনারা ◈ যুক্তরাষ্ট্রে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত

প্রকাশিত : ০৮ সেপ্টেম্বর, ২০২১, ০৮:৪৯ রাত
আপডেট : ০৮ সেপ্টেম্বর, ২০২১, ০৮:৪৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কাপ্তাই লেকে শুভলং ঝর্ণা দেখতে গিয়ে বিপদ, ৯৯৯ এ ফোনে ৮ পর্যটক উদ্ধার

সুজন কৈরী : প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি রাঙ্গামাটি পার্বত্য জেলা সবসময় পর্যটকদের কাছে আকর্ষনীয়। মঙ্গলবার পার্বত্য জেলার সৌন্দর্য উপভোগ করতে চট্টগ্রামের সীতাকুন্ড থেকে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছয়জন শিক্ষার্থীসহ আট জনের একটি দল রাঙ্গামাটি ভ্রমণে যান।

প্রথমে তারা রাঙ্গামাটি সদর থেকে বোট ভাড়া করে শুভলং ঝর্ণার উদ্দেশ্যে রওনা করেন। শুভলং ঝর্ণার সৌন্দর্য উপভোগ করে দুপুর ১২ টায় শুভলং থেকে রাঙামাটি সদরের উদ্দেশ্য রওনা দেয় তারা। কিন্তু পথে ঘটে বিপত্তি, কাপ্তাই লেকের বিশাল কচুরিপানার একটি ঝাঁকে পর্যটকদের বোটটি আটকে যায়। দীর্ঘ চেষ্টাতেও চালক ওই কচুরিপানার ঝাঁকটি অতিক্রম করতে পারেন নি। বোট চালকের চেষ্টার একপর্যায়ে বোটের প্রপেলারের পাখা ভেঙ্গে যায়।

এরপর বোটচালক ও আটকে পড়া পর্যটকরা নিজেদের উদ্ধারে কচুরিপানা পরিষ্কার করার চেষ্টা করতে থাকেন। দুপুর ১২টা থেকে বিকাল ৪টা পর্যন্ত কচুরিপানা পরিষ্কার করে নিজেদের উদ্ধারের চেষ্টা করে পর্যটক দলটি।

দীর্ঘ ভ্রমণ করে রাঙ্গামাটিতে গিয়ে সারাদিন কিছু না খাওয়ার ফলে সবার মধ্যেই ক্লান্তি চলে আসে এবং সবাই শারীরিক ও মানসিকভাবে দুর্বল হয়ে যায়। এ সময় পাশ দিয়ে বোট নিয়ে যাওয়া মানুষজনের কাছে খাবারের জন্য অনুরোধ জানায় পর্যটক দল। কিন্তু কেউ তাদের সহায়তায় এগিয়ে যাননি।

এদিকে সন্ধ্যা ঘনিয়ে আসতে দেখে পর্যটকদের মনে ভয় ও আশংকা জাগতে শুরু করে। তারা এ অবস্থা থেকে উদ্ধার হতে দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়েন। উপায়ন্তর না দেখে বিকেল সাড়ে ৪টায় পুলিশ পরিচালিত জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯ এ ফোন দেন রিয়াদ জিলানী নামে পর্যটকদের একজন।

৯৯৯ তাৎক্ষণিক বিষয়টি জানিয়ে রাঙ্গামাটি জেলা পুলিশ নিয়ন্ত্রণ কক্ষে এবং রাঙ্গামাটির বরকল থানাকে দ্রুত উদ্ধারের ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ জানায়।

খবর পেয়ে বরকল থানাধীন জারুলছড়ি পুলিশ ফাঁড়ির একটি দল উদ্ধার অভিযান শুরু করেন। পুলিশ দলটি ঝুঁকি তুচ্ছ করে কাপ্তাই লেকে সাঁতার কেটে কচুরিপানার ঝাঁকের কাছে পৌঁছায়। কারণ সেখানে বোট নিয়ে যাওয়ার উপায় ছিলো না। কচুরিপানার কাছাকাছি গিয়ে দা-শাবল দিয়ে কচুরিপানা কাটতে কাটতে সামনের দিকে এগুতে থাকে উদ্ধারকারী পুলিশ দলটি। দীর্ঘ ১ ঘণ্টা কচুরিপানা পরিষ্কার করে পর্যটকদলের কাছে পৌঁছে পুলিশ। বিপগ্রস্থ ক্ষুধার্ত পর্যটকদের উদ্ধার করে খাবার ও পানীয় দেয় পুলিশ।

পর্যটকরা উদ্ধারকারী পুলিশ দলকে দেখে আবেগাক্রান্ত হয়ে পড়েন। উদ্ধারকারী পুলিশ দলের ইঞ্জিন বোটে করে পর্যটক দলটিকে রাত ৯ টায় রাঙ্গামাটি জেলা পুলিশ পরিচালিত পলওয়েল পার্কে নেওয়া হয়।

উদ্ধারকৃত পর্যটকরা ৯৯৯ ও রাঙ্গামাটি জেলা পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, চারদিকে যখন ঘোর অন্ধকার দেখছিলাম তখনই আলোর পথ দেখিয়ে আমাদের উদ্ধার করলো বাংলাদেশ পুলিশ। ৯৯৯ আর রাঙ্গামাটি জেলা পুলিশের প্রতি আমরা চিরকৃতজ্ঞ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়