শিরোনাম
◈ ভুটানের রাজার সঙ্গে থিম্পু পৌঁছেছেন তথ্য প্রতিমন্ত্রী ◈ চট্টগ্রামের জুতার কারখানার আগুন নিয়ন্ত্রণে ◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ ◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশিত : ০৮ সেপ্টেম্বর, ২০২১, ০৮:২০ রাত
আপডেট : ০৮ সেপ্টেম্বর, ২০২১, ০৮:২০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সাক্ষরতা কর্মসূচির নামে অর্থ লোপাট করা হচ্ছে: গণশিক্ষা প্রতিমন্ত্রী

শরীফ শাওন: [২] আন্তর্জাতিক সাক্ষরতা দিবস-২০২১ উদ্বোধনী অনুষ্ঠানে লিখিত বক্তব্য পাঠ না করাসহ ক্ষোভ প্রকাশ করেছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন। তিনি বলেন, ভালো ভালো কথামালা লিখা হলেও সেসবের কিছুই করা হয় না।

[৩] বুধবার ঢাকার প্রাথমিক শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউটে তিনি বলেন, শুধু মুখে ভালো কথা বাদ দিয়ে মাঠে নামেন, শরীরটাকে ঘামান, জাতির কল্যাণে কাজ করেন। সরকারের অর্থ অপচয় না করে দায়িত্ব নিয়ে কাজ করেন।

[৪] প্রতিমন্ত্রী জানান, উপ-আনুষ্ঠানিকতার মাধ্যমে সাক্ষরতা কর্মসূচির নামে সরকারকে ফাঁকি দিয়ে অর্থ মেরে খাচ্ছেন, তা বন্ধ করতে হবে। শুধু বছর শেষে ঢাকঢোল পিটিয়ে অনেক টাকা ঢেলে অনুষ্ঠানের আয়োজন করে কাজ শেষ করছে। কাগজে কলমে কাজ দেখালেও আসলে তারা কিছুই করছে না।

[৫] শিক্ষার্থীদের ঝরে পড়ার হার বাড়ছে, বিষয়টির বিরোধিতা করে তিনি বলেন, প্রধান শিক্ষক ও কর্মকর্তাদের টাকা দিয়ে ঝরে পড়ার সংখ্যা বাড়িয়ে অনৈতিকভাবে তারা সরকারি অর্থ ভাগাভাগি করে নিচ্ছেন। অন্য স্কুলের ছাত্র-ছাত্রীদের এনে ঝরে পড়ার তালিকা করে মাস শেষে টাকা নেওয়া বন্ধ করতে হবে। বর্তমানে স্কুল বন্ধ, তাই শতভাগ ঝরে পড়লেও আমরা সেকেন্ড চান্স শিক্ষার মাধ্যমে তাদের স্কুলে নিয়ে আসবো।

[৬] জাকির হোসেন বলেন, এসকল শিশুদের শুধু বর্ণ শেখানোর জন্য পাওয়া যাবে না, তাদের ধরে রাখতে স্কিল ট্রেনিংয়ের মাধ্যমে কর্মদক্ষ করে তুলতে হবে। করোনায় সরকার কারও বেতন ভাতা বন্ধ করেনি, তাই দয়িত্ব নিয়ে শিক্ষক-কর্মকর্তাদের কাজ করতে হবে। সবার ওপর মনিটরিং থাকবে, কেউ ফাঁকি দিয়ে চলতে পারবেন না।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়