শিরোনাম
◈ জনপ্রিয়তায় ট্রাম্পের কাছাকাছি বাইডেন ◈ আদালত থেকে জঙ্গি ছিনতাই মামলার তদন্ত প্রতিবেদন জমা দেয়ার নতুন তারিখ ৮ মে ◈ সেনা গোয়েন্দাসংস্থার বিরুদ্ধে ৬ পাক বিচারপতির ভয় দেখানোর অভিযোগ ◈ নিরস্ত্র ফিলিস্তিনিরা সাদা পতাকা উড়াচ্ছিল, তাদের বূলডোজার দিয়ে মাটি চাপা দিল ইসরায়েলী সেনারা ◈ ইসরায়েলের ওপর অস্ত্র নিষেধাজ্ঞা দ্রুত আরোপ করুন: জাতিসংঘ বিশেষজ্ঞ ◈ যুক্তরাষ্ট্রে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত ◈ বাংলাদেশে পূর্ণাঙ্গ ও মুক্ত গণতন্ত্র বাস্তবায়নে কাজ করে যাবে যুক্তরাষ্ট্র: ম্যাথিউ মিলার ◈ ঈদের পর কমপক্ষে ২৩ ডিসি’র রদবদল হতে পারে ◈ ৫ থেকে ১৪ এপ্রিলের মধ্যে কর্মদিবস একদিন ◈ চাঁদপুরে পিকআপ ভ্যান ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত

প্রকাশিত : ০৮ সেপ্টেম্বর, ২০২১, ০৭:৫০ বিকাল
আপডেট : ০৮ সেপ্টেম্বর, ২০২১, ০৮:০৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মোহনগঞ্জে ১২’শ প্রাথমিক শিক্ষার্থীর ক্লাস করা নিয়ে অনিশ্চয়তা

রিংকু রায়: [২] নেত্রকোণার মোহনগঞ্জে দৌলতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১২শ প্রাথমিক শিক্ষার্থীর ক্লাশ করা নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে।

[৩] করোনার কারণে দীর্ঘ দেড় বছর পর ১২ সেপ্টেম্বর দেশব্যাপী বিদ্যালয় খুললেও ওই বিদ্যালয়টির ক্লাশ করার কোন কক্ষ নেই। কারণ হিসেবে দেখা গেছে, বিদ্যালয়ের নতুন ভবন নির্মাণে ধীরগতির কারণে এ সংকট তৈরি হয়েছে। এতে করে বিপুল সংখ্যক শিক্ষার্থীর লেখাপড়া শেষ বলে স্থানীয় শিক্ষার্থীর অভিভাবকরা জানান।

[৪] জানা গেছে, ১ কোটি ৩৯ লাখ ৪৭ হাজার টাকা ব্যয়ে দৌলতপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নতুন ভবন নির্মাণ কাজ শুরু হয় ২০১৯ সালের ডিসেম্বরে। সেই থেকে নির্মাণ কাজ আজও চলছে। আর দু’দিন বাদে বিদ্যালয় খুললেও ওই বিদ্যালয়ে ক্লাস করার নূন্যতম সুযোগ নেই।

[৫] বিদ্যালয় সূত্রে জানা গেছে, বর্তমানে এখানে শিক্ষার্থীর সংখ্যা ১১শ ৬১ জন। প্রধান শিক্ষক সহ ১৫ জন শিক্ষক রয়েছেন। বর্তমানে বিদ্যালয়ে থাকা ৪টি কক্ষের মধ্যে ২টিতে বেঞ্চসহ আসবাবপত্রে মজুদ রয়েছে। একটি অফিস কক্ষ ও অপরটি প্রাক-প্রাথমিক শ্রেণি কক্ষ রয়েছে।

[৬] সূত্রমতে, ওই বিদ্যালয় থেকে ২০১৯ সালে ৪২ বৃত্তিসহ ৮২ জন এ প্লাস, ২০১৮ সালে ৪৮ বৃত্তিসহ ৭১ জন এ প্লাস এবং ২০১৭ সালে ৪৬ বৃত্তিসহ ৪৭ এ প্লাস অর্জনের গৌরব রয়েছে।

[৭] ওই প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহাবুবুর রহমান বলেন, এই মুহুর্তে বিদ্যালয়ে শ্রেণি পাঠদান কার্যক্রমের কোন সুযোগ নেই। কোথায় ক্লাস নেওয়া হবে তা ভেবে পাচ্ছি না।

[৮] মোহনগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা দিপালী সরকার বলেন, আমি প্রতিদিনই ভবন নির্মাণ কাজ শেষ করার জন্য তাগিদ দিচ্ছি। কিন্তু কোন লাভ হচ্ছে না। এ ব্যাপারে মোহনগঞ্জ উপজেলা প্রকৌশলী আলমগীর হোসেন বলেন, করোনার কারনে সময় বাড়ানো হয়েছে। এখন ভবনের ফিনিশিং কাজ চলছে। স্বল্পতম সময়ে কাজ শেষ করতে ঠিকাদারী প্রতিষ্ঠানকে তাগাদা দিয়েছি।সম্পাদনা: সঞ্চয় বিশ্বাস

  • সর্বশেষ
  • জনপ্রিয়