শিরোনাম
◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ ড. ইউনূসের পুরস্কার নিয়ে ভুলভ্রান্তি হতে পারে: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত

প্রকাশিত : ০৮ সেপ্টেম্বর, ২০২১, ০৭:১৬ বিকাল
আপডেট : ০৮ সেপ্টেম্বর, ২০২১, ০৯:৪৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টিতে প্রথম সিরিজ জিতল বাংলাদেশ

রাহুল রাজ : [২] নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশ যখন জয়ের সঙ্গে সিরিজ নিজেদের করে তখনো খেলার বাকি ৫ বল। শেষ ওভারে জয়ের জন্য দরকার ছিল ২ রান। প্রথম বলেই রিয়াদ বল সিমানা ছাড়া করলে টাইগার ভক্তদের বুকে আটকে থাকা নিশ্বাস জয়ের উল্লাসে বেরিয়ে আসে।

[৩] ৯৪ রানে লক্ষ্যে খেলতে নেমে ৩২ রানে লিটন ৬, সাকিব ৮ ও রহিম ০ রানে সাজ ঘরে ফিরলে শুরুতেই চাপে পড়ে যায় বাংলাদেশ। মোহাম্মদ নাঈম ও রিয়াদ ৩৫ রানের জুটি বেঁধে প্রাথমিক বিপদ কাটিয়ে দলকে জয়ের বন্দরে নিয়ে যেতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

[৪] ৩৩ বলে ২৭ রানের যখন প্রয়োজন তখন রিয়াদের ভুল কলে দুই রান নিতে গিয়ে মোহাম্মদ নাঈম নিজের ২৯ রানে রান আউট হলে ছন্দ পতন ঘটে বাংলাদেশের। আফিফকে সঙ্গে নিয়ে রিয়াদ আবার দলের হাল ধরেন। ২৯ রানে জুটি গড়ে ৬ উইকেটের বড় জয়ে ব্লাকক্যাপসের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টি সিরিজ নিজেদের করে নেয়। রিয়াদ ৪৩ ও অফিফ ৬ রানে অপরাজিত থাকেন।

[৫] এর আগে বুধবার মিরপুরের শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে শিরোপা নির্ধারনী ম্যাচে টসে জিতে প্রথমে ব্যাট করে নিউজিল্যান্ড নাসুম আহম্মেদ ও মোস্তাফিজের বোলিং তোপে পড়ে ১৯.৩ ওভারে ৯৩ রানে অলআউট হয়ে যায়। নাসুম চার ওভারে ২ টি মেডেন সহ ১০ রান দিয়ে তুলে নেন ৪ উইকেট।

[৬] অন্যদিকে মোস্তাফিজুর রহমান ৩.৩ ওভারে ১২ রান দিয়ে তুলে নিয়েছেন ৪ উইকেট।
রাচিন্দ্রকে দিয়ে উইকেট তুলে নেওয়া শুরু করেন নাসুম। সেই আক্রমন ধরে রাখেন নিজের পরবর্তী ওভার গুলোতে টাইগার বোলারেরা। সাকিব ও রিয়াদ ছাড়া সবাই উইকেটের দেখা পায়।

[৭] মাহাদী এবং সাইফুদ্দিন ১ টি করে উইকেট নিজেদর ঝুলিতে পুরে নেন।

[৮] নিউজিল্যান্ডে পক্ষে ইয়াং সর্বোচ্চ ৪৬ রান করেন। অধিনায় টম ল্যাথামে ব্যাট থেকে আসে ২১ রান।

[৯] কিউইদের অল্প রানে আউট করার সঙ্গে অনন্য এক রেকর্ডও ছুঁয়ে ফেলেন টিম টাইগার। কিউইদের বিপক্ষে চতুর্থ টি-২০ ম্যাচে চারটি করে উইকেট নেন নাসুম আহমেদ ও মুস্তাফিজুর রহমান। সেই সঙ্গে বাংলাদেশের টি-২০ ইতিহাসে প্রথমবার এক ম্যাচে দুই বোলার চারটি করে উইকেট নেয়ার অনন্য নজির গড়ে। ম্যাচ সেরা নাসুম আহম্মেদ।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়