শিরোনাম
◈ যুক্তরাষ্ট্র সরে এলে বিশ্বরাজনীতিতে নেতৃত্ব দেবে কে: বাইডেন ◈ মিয়ানমার সেনাসহ ২৮৮ জনকে ফেরত পাঠালো বিজিবি ◈ উপজেলা নির্বাচনে অংশ নেওয়ায় বিএনপির ৬৪ নেতাকে কারণ দর্শানোর নোটিশ ◈ বর্ধিত ভাড়ায় ট্রেনের আগাম টিকিট বিক্রি শুরু ◈ বাড়ছে না শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি ◈ মা হিসেবে পূর্ণ অভিভাবকত্ব পেয়ে দেশের ইতিহাসে নাম লেখালেন অভিনেত্রী বাঁধন ◈ আরও তিন মামলায় জামিন পেলেন মামুনুল হক ◈ সাজেকে ট্রাক খাদে পড়ে নিহতের সংখ্যা বেড়ে ৯ ◈ তাপপ্রবাহে উচ্চ স্বাস্থ্য ঝুঁকিতে শিশুরা,  বাড়তি সতর্কতার পরামর্শ ইউনিসেফের ◈ মন্ত্রী ও এমপিদের নিকটাত্মীয়রা প্রার্থিতা প্রত্যাহার না করলে সময়মতো ব্যবস্থা নেওয়া হবে: ওবায়দুল কাদের 

প্রকাশিত : ০৮ সেপ্টেম্বর, ২০২১, ০৫:৪২ বিকাল
আপডেট : ০৮ সেপ্টেম্বর, ২০২১, ০৫:৪২ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সোনারগাঁয়ে জমি সংক্রান্ত বিরোধে একই পরিবারের তিনজন মারাত্মক জখম

মো. শাহজালাল: [২] নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে পৌরসভা এলাকায় প্রতিপক্ষের ভাড়াটিয়া সন্ত্রাসীরা একই পরিবারের তিনজনকে কুপিয়ে ও পিটিয়ে মারাত্মক জখম করেছে। এ সময় সন্ত্রাসীরা বাড়িঘর ভাংচুর চালানোসহ নগদ প্রায় ২ লাখ টাকা ও ৩ ভরি স্বর্ণালংকার লুটপাট করেছে বলে অভিযোগ করেছে ভুক্তভোগীরা।

[৩] আহতদের তিন জনকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা শেষে তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল নিয়ে যায় তাদের স্বজনরা। এদের মধ্যে একজনের অবস্থা আশংকাজনক। আহতরা হলো আ. কাদের, স্ত্রী বিলকিস বেগম ও ছেলে আশরাফুল আলম।

[৪] জানা গেছে, একই গ্রামের আ. কাদেরের সঙ্গে জাকিরের বাড়ির জমি নিয়ে বিরোধ চলে আসছিল। আ. কাদেরের কাছ থেকে জমি জোরপূর্বক দখল করে নেয়ার চেষ্টা চালায়। এ সময় আ. কাদের জমি দখল করতে বাঁধা দেয়।

[৫] মঙ্গলবার দুপুরে  বাঁধা দেয়ার এক পর্যায়ে জাকির হোসেনের নেতৃত্বে ফারুক, সাতার ভাড়াটিয়া সন্ত্রাসীসহ ১০/১৫ একটি বাহিনী রামদা, ছেনা, ছুরি দেশীয় অস্র নিয়ে আমির হামজা, সাহানাজ আঃ কাদিরের পরিবারের ওপর দফায় দফায় হামলা চালিয়ে মারাত্মক জখম করে। এ বিরোধ চলাকালীন সময় বাড়িঘর ভাংচুর সহ নগদ প্রায় ২ লাখ টাকা ও ৩ ভরি স্বর্ণালংকার লুটপাট করে নিয়ে যায়।

[৬] এ ব্যাপারে সোনারগাঁ থানার (ওসি) মোহাম্মদ হাফিজুর রহমান বলেন ধরপতের হামলার ঘটনা শুনেছি অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।সম্পাদনা: সঞ্চয় বিশ্বাস

  • সর্বশেষ
  • জনপ্রিয়