শিরোনাম
◈ সাতক্ষীরায় এমপি দোলনের গাড়িতে হামলা ◈ চুয়াডাঙ্গার পরিস্থিতি এখন মরুভূমির মতো, তাপমাত্রা ৪১ দশমিক  ৫ ডিগ্রি ◈ ফরিদপুরে পঞ্চপল্লীতে গণপিটুনিতে ২ ভাই নিহতের ঘটনায় গ্রেপ্তার ১ ◈ মিয়ানমারের ২৮৫ জন সেনা ফেরত যাবে, ফিরবে ১৫০ জন বাংলাদেশি: পররাষ্ট্রমন্ত্রী ◈ ভারতে লোকসভা নির্বাচনের প্রথম দফায় ভোট পড়েছে ৫৯.৭ শতাংশ  ◈ ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার কাজ শুরু করেছেন প্রধানমন্ত্রী: ওয়াশিংটনে অর্থমন্ত্রী ◈ দাম বেড়েছে আলু, ডিম, আদা ও রসুনের, কমেছে মুরগির  ◈ প্রার্থী নির্যাতনের বিষয়ে পুলিশ ব্যবস্থা নেবে, হস্তক্ষেপ করবো না: পলক ◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী

প্রকাশিত : ০৮ সেপ্টেম্বর, ২০২১, ০১:০৮ দুপুর
আপডেট : ০৮ সেপ্টেম্বর, ২০২১, ০১:০৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ফরিদপুরে দুই মিষ্টির দোকানসহ চার প্রতিষ্ঠানে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

হারুন-অর-রশীদ: [২] ওজনে কম দেওয়া, নিম্নমানের খাবার পরিবেশন এবং অপরিচ্ছন্ন পরিবেশের জন্য ফরিদপুরে নামকরা দুটি মিষ্টির দোকানসহ দুটি রেস্তোরাঁয় অভিযান চালিয়ে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

[৩] এর মধ্যে গুরুতর অভিযোগ পাওয়া গেছে বাগাট রাজকুমার মিষ্টান্ন ভান্ডার ও বাগাট ঘোষ মিষ্টান্ন ভান্ডারের ক্ষেত্রে। বিভিন্ন মিষ্টি ছাড়াও বিশেষ করে এক কেজি দইতে ৭০০ গ্রাম দই বিক্রি করে আসছিল। অর্থাৎ প্রতি কেজি দইতে ৩০০ গ্রাম করে দই কম দিয়ে আসছে।

[৪] মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত শহরের গোয়ালচামট ও নিলটুলী এলাকায় অবস্থিত পৃথক চারটি প্রতিষ্ঠানে অভিযান চালান আদালত। এ অভিযানে নেতৃত্ব দেন ফরিদপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ইমাম রাজী। র‍্যাব-৮ ফরিদপুর ক্যাম্পের সদস্যরা এতে সহায়তায় করেন।

[৫] এ সময় বাগাট রাজকুমার মিষ্টান্ন ভান্ডার ও বাগাট ঘোষ মিষ্টান্ন ভান্ডারকে ৫০ হাজার করে এক লাখ টাকা জরিমানা করা হয়। সেই সঙ্গে ভেজাল খাবার পরিবেশন করায় সুইট হোটেল এ্যান্ড রেস্তোরাঁকে ১০ হাজার টাকা এবং রান্নার অপরিচ্ছন্ন পরিবেশের কারণে খন্দকার চাইনিজ রেস্তোরাঁকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

[৬] এ বিষয়ে ফরিদপুরের জৈষ্ঠ্য কমিশনার ইমাম রাজী এর সত্যতা নিশ্চিত করে জানান, মিষ্টান্ন ভান্ডার দুটি প্রতি কেজি দই বিক্রি করে বিক্রেতাকে ৩০০ গ্রাম পরিমাণ দই কম দিচ্ছিলেন। ক্রেতা এক কেজি দই কিনে প্রতি কেজিতে ৭০০ গ্রাম দই পাচ্ছিলেন। যার ফলে প্রত্যেক ক্রেতা প্রতারিত হচ্ছিলেন এবং বিক্রেতা ভোক্তা অধিকার সংরক্ষণ আইন লঙ্ঘন করা হচ্ছিল।

[৭] একই অভিযোগে বাগাট রাজকুমার মিষ্টান্ন ভান্ডার ও বাগাট ঘোষ মিষ্টান্ন ভান্ডারকে পঞ্চাশ হাজার করে মোট এক লাখ টাকা জরিমানা করা হয়। এ অভিযান নিয়মিত অব্যাহত থাকবে বলেও তিনি জানান। সম্পাদনা: জেরিন আহমেদ

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়