শিরোনাম
◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞার থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলার নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আ.লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো ◈ মুজিবনগর সরকারের ৪০০ টাকা মাসিক বেতনের কর্মচারি ছিলেন জিয়াউর রহমান: পররাষ্ট্রমন্ত্রী ◈ রেকর্ড বন্যায় প্লাবিত দুবাই, ওমানে ১৮ জনের প্রাণহানি ◈ টাইমের প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকায় বাংলাদেশের মেরিনা (ভিডিও) ◈ দেশের মানুষকে ডাল-ভাত খাওয়াতে  ব্যর্থ হয়েছিল বিএনপি : প্রধানমন্ত্রী ◈ দক্ষিণ লেবাননে ইসরায়েলের ফসফরাস বোমা হামলা ◈ ঝালকাঠিতে ট্রাকচাপায় নিহতদের ৬ জন একই পরিবারের ◈ কেএনএফ চাইলে আবারও আলোচনায় বসার সুযোগ দেওয়া হবে: র‌্যাবের ডিজি

প্রকাশিত : ০৮ সেপ্টেম্বর, ২০২১, ১১:৪৪ দুপুর
আপডেট : ০৮ সেপ্টেম্বর, ২০২১, ১১:৪৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ট্রুডোর বিকল্প কাউকে খুঁজে পাচ্ছেন না কানাডীয়রা

শওগাত আলী সাগর, ফেসবুক থেকে, এ  পর্যন্ত যে কটি জনমত জরীপ হয়েছে, প্রত্যেকটিই লিবারেল পার্টির সমর্থন কমার বার্তা দিয়েছে। কিন্তু যখনি প্রশ্ন করা হয়েছে- কানাডার ‘বেস্ট প্রাইম মিনিষ্টার’ হিসেবে কাকে তুমি পছন্দ করো? ঘুরে ফিরে একটি নামই বারবার এসেছে, সেটি হচ্ছে জাস্টিন ট্রডো। লিবারেল পার্টির সমর্থন কমছে, অথচ জাস্টিন ট্রুডোর বিকল্প প্রধানমন্ত্রী হিসেবে যোগ্য কারো নামই কেউ উল্লেখ করতে পারছেন না।

জাস্টিন ট্রুডো কেন সেরা? আমি নিজে জাস্টিন ট্রুডোর নানা কর্মকান্ডে তার উপর বিরক্ত। এই সময়ে জাতির উপর ভোটের বোঝা চাপিয়ে দেয়ার জন্য মহাবিরক্ত। কিন্তু গতকাল ( সোমবার) লন্ডন অন্টারিওতে নির্বাচনী সভায় ট্রডোর গায়ে ঢিল ছুড়ে মারা আর ট্রুডোর প্রতিক্রিয়া দেখার পর মনে হলো, ট্রুডোর উপর বিরক্তি ধরে রাখলে সামগ্রিকভাবে দেশ ক্ষতিগ্রস্থ হবে।

যে লোকগুলো ট্রুডোর সভায়, ট্রুডোর গায়ে ঢিল ছুড়ে মারলো, তাকে অশ্রাব্য এবং অশালীন ভাষায় গালাগালি করলো, তাদের সামনাসামনি দাড়িয়ে তাদের প্রতি ‘থাম্ব আপ’ দেখানোর জন্য অনেক বড় মন, আর ধৈর্যের প্রয়োজন হয়। অনেক বড় মানুষ হতে হয়। কালকের এই দৃশ্যটার দিকে তাকিয়ে বোঝা গেলো- কেন কানাডীয়ানরা ‘বেষ্ট প্রাইম মিনিষ্টার’ হিসেবে ট্রডোর কথাই বলে, আর কারো নাম খুঁজে পায় না।

এ পর্যন্ত যে কটি জনমত জরীপ হয়েছে, প্রত্যেকটিই লিবারেল পার্টির সমর্থন কমার বার্তা দিয়েছে। কিন্তু যখনি প্রশ্ন করা হয়েছে- কানাডার ‘বেস্ট প্রাইম মিনিষ্টার’ হিসেবে কাকে তুমি পছন্দ করো? ঘুরে ফিরে একটি নামই বারবার এসেছে, সেটি হচ্ছে জাস্টিন ট্রডো। লিবারেল পার্টির সমর্থন কমছে, অথচ জাস্টিন ট্রুডোর বিকল্প প্রধানমন্ত্রী হিসেবে যোগ্য কারো নামই কেউ উল্লেখ করতে পারছেন না।

জাস্টিন ট্রুডো কেন সেরা? আমি নিজে জাস্টিন ট্রুডোর নানা কর্মকান্ডে তার উপর বিরক্ত। এই সময়ে জাতির উপর ভোটের বোঝা চাপিয়ে দেয়ার জন্য মহাবিরক্ত। কিন্তু গতকাল ( সোমবার) লন্ডন অন্টারিওতে নির্বাচনী সভায় ট্রডোর গায়ে ঢিল ছুড়ে মারা আর ট্রুডোর প্রতিক্রিয়া দেখার পর মনে হলো, ট্রুডোর উপর বিরক্তি ধরে রাখলে সামগ্রিকভাবে দেশ ক্ষতিগ্রস্থ হবে।
যে লোকগুলো ট্রুডোর সভায়, ট্রুডোর গায়ে ঢিল ছুড়ে মারলো, তাকে অশ্রাব্য এবং অশালীন ভাষায় গালাগালি করলো, তাদের সামনাসামনি দাড়িয়ে তাদের প্রতি ‘থাম্ব আপ’ দেখানোর জন্য অনেক বড় মন, আর ধৈর্যের প্রয়োজন হয়। অনেক বড় মানুষ হতে হয়। কালকের এই দৃশ্যটার দিকে তাকিয়ে বোঝা গেলো- কেন কানাডীয়ানরা ‘বেষ্ট প্রাইম মিনিষ্টার’ হিসেবে ট্রডোর কথাই বলে, আর কারো নাম খুঁজে পায় না।

  • সর্বশেষ
  • জনপ্রিয়