শিরোনাম
◈ ঢাকা শিশু হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে ◈ ইরানে ইসরায়েলের হামলার খবরে বিশ্বজুড়ে উত্তেজনা, তৃতীয় বিশ্বযুদ্ধের আতঙ্ক ◈ বিমানবন্দরের থার্ড টার্মিনালের বাউন্ডারি ভেঙে বাস ঢু‌কে প্রকৌশলী নিহত ◈ জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস মারা গেছেন ◈ ইরানের ইস্পাহান ও তাব্রিজে ইসরায়েলের ড্রোন হামলা, ৩টি ভূপাতিত (ভিডিও) ◈ ভেটোর তীব্র নিন্দা,মার্কিন নীতি আন্তর্জাতিক আইনের নির্লজ্জ লংঘন : ফিলিস্তিন ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশিত : ০৮ সেপ্টেম্বর, ২০২১, ০৯:১১ সকাল
আপডেট : ০৮ সেপ্টেম্বর, ২০২১, ১০:০৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] আজ ভূমি ভবন উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, এক ছাতার নিচে ভূমিসেবা

মাজহারুল ইসলাম : [২] ভূমি ভবন, উপজেলা-ইউনিয়ন ভূমি অফিস থেকে এবার সরাসরি অনলাইনে ভূমি উন্নয়ন কর পরিশোধ করতে পারবে সাধারণ মানুষ। জনগনের হয়রানী রোধে আজ (বুধবার) সকাল ১০টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভূমি উন্নয়ন কর পরিশোধ কার্যক্রম এবং ভূমি তথ্য ব্যাংক এর শুভ উদ্বোধন করবেন। উদ্বোধন করার পর এসিল্যান্ড অফিস ছাড়াও রাজধানীর ভূমি সংক্রান্ত সব অফিসের কাজ ভূমি ভবনে পরিচালিত হবে।

[৩] দীর্ঘদিন থেকে তেজগাঁও ও মতিঝিল এলাকার বিভিন্ন স্থানে এসব অফিসের কার্যক্রম আলাদা আলাদাভাবে পরিচালিত হতো। ২০১৪ সালের ১৮ ফেব্রæয়ারি ভূমি মন্ত্রণালয় পরিদর্শনকালে প্রধানমন্ত্রী রাজধানীর বিভিন্ন স্থানে ছড়িয়ে-ছিটিয়ে থাকা ভূমি সংক্রান্ত দপ্তর ও সংস্থাগুলোকে এক ছাদের নিচে আনার নির্দেশনা দেন। এরপর এ কমপ্লেক্স নির্মাণের নির্দেশনা প্রদান করেন। প্রধানমন্ত্রী নির্দেশনার পরিপ্রেক্ষিতে একই স্থানে ভূমি মন্ত্রণালয়ের আওতাভুক্ত দপ্তর-সংস্থাসমূহের স্থান সংকুলানের জন্য ভূমি ভবন কমপ্লেক্স নির্মাণের উদ্যোগ গ্রহণ করা হয়।

[৪] ১৮৪ কোটি ৪২ লাখ টাকা ব্যয়ে নির্মিত ভবনটি ২টি বেজমেন্টসহ মোট ১৩ তলা বিশিষ্ট। মূল ভবনটির নির্মাণ এরিয়া প্রায় ৩২,২০০ বর্গ মিটার। ভূমি মন্ত্রণালয়ের আওতাভুক্ত বিভিন্ন দপ্তর, সংস্থা ছাড়াও ভূমি মন্ত্রণালয়ের আওতায় বাস্তবায়নাধীন বিভিন্ন প্রকল্পের কার্যালয় ও একটি আধুনিক রেকর্ড রুমের সংস্থান এ ভূমি ভবন কমপ্লেক্সে রাখা হয়েছে। অফিসগুলো একই ভবনে অবস্থানের ফলে ভূমি সংক্রান্ত সেবাদান ও সেবাগ্রহণ প্রক্রিয়া সহজতর করা হয়েছে। ভবনটিতে বিশেষ ব্যবস্থা হিসেবে স্যুয়ারেজ ট্রিটমেন্ট প্লান্ট স্থাপন করা হয়েছে।

[৫] ভূমি মন্ত্রণালয়ের আওতাভুক্ত ভূমি সংস্কার বোর্ড, ভূমি আপিল বোর্ড এবং ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর ঢাকা শহরের ভিন্ন ভিন্ন জায়গায় অবস্থিত। ভূমি মন্ত্রণালয়ের আওতাভুক্ত বিভিন্ন দপ্তর, সংস্থা ছাড়াও ভূমি মন্ত্রণালয়ের আওতায় বাস্তবায়নাধীন বিভিন্ন প্রকল্পের কার্যালয় ও একটি আধুনিক রেকর্ড রুমের সংস্থান এ ভূমি ভবন কমপ্লেক্সে রাখা হয়েছে। উক্ত অফিসগুলো একই ভবনে অবস্থানের ফলে ভূমি সংক্রান্ত সেবাদান ও সেবাগ্রহণ প্রক্রিয়া সহজতর হবে। নির্মিত ভবনটি ২টি বেজমেন্টসহ মোট ১৩ তলা বিশিষ্ট। মূল ভবনটির নির্মাণ এরিয়া প্রায় ৩২,১৫৭.৯৩ বর্গ মিটার।

  • সর্বশেষ
  • জনপ্রিয়