রাকিবুল আবির: [২] প্রায় ৬০টিরো বেশি জাহাজ এবং ৭০০ রকমের নোঙ্গর আবিষ্কার করা হয়েছে প্রাচীন মিশরের থনিস শহরে। ২০০০ সালের দিকে এই প্রাচীন শহর পানির নিচে আবিষ্কার করা হয় এবং প্রথমবারের মতো জনসম্মুখে আসে। হিস্টোরিক্যাল ইব
[৩] প্রায় দুই বছর ধরে পানির নিচে তল্লাশি চালানোর পর এই শহরটি আবিষ্কার করেছে ফ্র্যাঙ্ক গড্ডিও এবং তার দল। প্রাচীন এই শহরটি মিশরের নীল ডেল্টায় আবুকির উপসাগরে অবস্থিত।