শিরোনাম
◈ ভারতে লোকসভা নির্বাচনের প্রথম দফায় ভোট পড়েছে ৫৯.৭ শতাংশ  ◈ ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার কাজ শুরু করেছেন প্রধানমন্ত্রী: ওয়াশিংটনে অর্থমন্ত্রী ◈ দাম বেড়েছে আলু, ডিম, আদা ও রসুনের, কমেছে মুরগির  ◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা ◈ ভিত্তিহীন মামলায় বিরোধী নেতাকর্মীদের নাজেহাল করা হচ্ছে: মির্জা ফখরুল ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী ◈ অপরাধের কারণেই বিএনপি নেতা-কর্মীদের  বিরুদ্ধে মামলা হয়েছে: প্রধানমন্ত্রী  ◈ অ্যাননটেক্সকে জনতা ব্যাংকের সুদ মওকুফ সুবিধা বাতিলের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪১ দশমিক ৩ ডিগ্রি, হিট এলার্ট জারি  ◈ ঢাকা শিশু হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে

প্রকাশিত : ০৬ সেপ্টেম্বর, ২০২১, ০৯:১০ রাত
আপডেট : ০৬ সেপ্টেম্বর, ২০২১, ০৯:১০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ডেঙ্গুতে একদিনে হাসপাতালে আরো ২৭৫, শনাক্ত ছাড়ালো ১২ হাজার

শিমুল মাহমুদ: [২] ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে সোমবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় আরো ২৭৫ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে দেশে এ বছর মোট ডেঙ্গু রোগীর সংখ্যা ১২ হাজার ছাড়লো। সোমবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর এসব তথ্য জানায়।

[৩] হাসপাতালে ভর্তি রোগীসহ দেশে মোট ডেঙ্গু রোগীর সংখ্যা দাঁড়ালো ১২ হাজার ৯১ জনে। তাদের মধ্যে চলতি মাসে হাসপাতালে ভর্তি হয়েছেন এক হাজার ৭৩৫ জন। গত ২৪ ঘণ্টায় ভর্তি রোগীদের মধ্যে ২২০ জন ঢাকার বিভিন্ন হাসপাতালে এবং ৫৫ জন ঢাকার বাইরের হাসপাতালে চিকিৎসাধীন।

[৪] ঢাকার পর সর্বোচ্চ ৮৮ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন চট্টগ্রামে। তাদের মধ্যে ৪৯ জন নগরীর বিভিন্ন এলাকায় এবং ৩৯ জন চমেক হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। ডেঙ্গু আক্রান্ত হয়ে গত জুলাই মাসে ২ জনের মৃত্যু হয়েছে। বর্তমানে চমেক হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে ৯ জন ভর্তি রয়েছেন। ডেঙ্গু রোগীদের চিকিৎসার জন্য চমেক হাসপাতালে আলাদা ইউনিট স্থাপন করে ৫০ শয্যার ব্যবস্থা রাখা হয়েছে। এ পর্যন্ত সেখানে ৩৯ জন ডেঙ্গু আক্রান্ত রোগী চিকিৎসা নিয়েছেন।

[৫] স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, আগস্ট মাসে সাত হাজার ৬৯৮ জনের, জুলাই মাসে দুই হাজার ২৮৬ জনের, জুন মাসে ২৭২ জনের এবং মে মাসে ৪৩ জনের ডেঙ্গু শনাক্ত হয়েছে। এ বছর এখন পর্যন্ত মোট ৫২ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছেন। বর্তমানে রাজধানী বিভিন্ন হাসপাতালে এক হাজার ২৩৩ জন ও ঢাকার বাইরে ১৫৯ জন ডেঙ্গু রোগী চিকিৎসা নিচ্ছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়