শিরোনাম
◈ দাম বেড়েছে আলু, ডিম, আদা ও রসুনের, কমেছে মুরগির  ◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা ◈ ভিত্তিহীন মামলায় বিরোধী নেতাকর্মীদের নাজেহাল করা হচ্ছে: মির্জা ফখরুল ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী ◈ অপরাধের কারণেই বিএনপি নেতা-কর্মীদের  বিরুদ্ধে মামলা হয়েছে: প্রধানমন্ত্রী  ◈ অ্যাননটেক্সকে জনতা ব্যাংকের সুদ মওকুফ সুবিধা বাতিলের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪১ দশমিক ৩ ডিগ্রি, হিট এলার্ট জারি  ◈ ঢাকা শিশু হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে ◈ ইরানে ইসরায়েলের হামলার খবরে বিশ্বজুড়ে উত্তেজনা, তৃতীয় বিশ্বযুদ্ধের আতঙ্ক ◈ বিমানবন্দরের থার্ড টার্মিনালের বাউন্ডারি ভেঙে বাস ঢু‌কে প্রকৌশলী নিহত

প্রকাশিত : ০৬ সেপ্টেম্বর, ২০২১, ০৭:৪০ বিকাল
আপডেট : ০৬ সেপ্টেম্বর, ২০২১, ০৭:৪০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ১৪৪ ধারা ভঙ্গ করে মিছিলের চেষ্টা, আটক ১০

অহিদ মুুকুল: [২] নোয়াখালী শহরের মাইজদীতে জারি করা ১৪৪ ধারা ভঙ্গ করে মিছিলের চেষ্টা করায় লাঠিপেটা করে মিছিলকারীদের ছত্রভঙ্গ করে দিয়েছে পুলিশ। এ ঘটনায় অন্তত আট জন আহত হয়েছেন।

[৩] এ সময় মিছিলের পাঁচজন ও বিভিন্ন স্থান থেকে আরও পাঁচজনসহ ১০ জনকে আটক করেছে পুলিশ।

[৪] সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহেদ উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।

[৫] এর আগে আওয়ামী লীগের তিন গ্রুপের পাল্টাপাল্টি সমাবেশকে কেন্দ্র করে রোববার নোয়াখালী পৌরসভা এলাকায় ১৪৪ ধারা জারি করে প্রশাসন।

[৬] সোমবার সকাল ৬টা থেকে ১৪৪ ধারা বাস্তবায়নে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটের সঙ্গে মাঠে অবস্থান নেয় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

[৭] শহরের টাউন হল মোড়ে সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে ১৪৪ ধারা ভঙ্গ করে সাংসদ একরামের কিছু সমর্থক মিছিলের চেষ্টা করে। এ সময় পুলিশ লাঠিপেটা করে মিছিলকারীদের ছত্রভঙ্গ করে দেয়। এ ঘটনায় অন্তত আটজন আহত হন।

[৮] জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে সোমবার সকাল ১০টায় শহরের টাউন হল মোড়ে সদর উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে সমাবেশের ডাক দেয় উপজেলা আওয়ামী লীগের সভাপতি শিহাব উদ্দিন শাহীন।

[৯] একই সময় জেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে সমাবেশ ডাকেন স্থানীয় সাংসদ একরামুল করিম চৌধুরী। একই জায়গায় পৌরসভার আগামী নির্বাচন উপলক্ষে আলোচনা সভা ও র‌্যালির আয়োজন করেন মেয়র সহিদ উল্যাহ খান সোহেল।

[১০] আওয়ামী লীগের ত্রিমুখী সমাবেশ ও আলোচনা সভা সফল করতে রোববার বিকেলে শহরের রশিদ কলোনি থেকে শোভাযাত্রা বের করেন সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি শিহাব উদ্দিন শাহীনের সমর্থিত নেতাকর্মীরা। শোভাযাত্রাটি শহরের বড় মসজিদ মোড়ে পৌঁছালে একরাম অনুসারী ও পুলিশ শাহীন অনুসারীদের বাধা দেয়।

[১১] পরে শাহীন অনুসারীরা পাল্টা পুলিশ এবং একরাম অনুসারীদের ধাওয়া করলে পুলিশ লাঠিপেটা ও রাবার বুলেট ছোঁড়ে তাদের ছত্রভঙ্গ করে দেয়।

[১২] এদিকে রোববার বিকেলে শহরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় মিছিল বের করে নোয়াখালী পৌরসভার মেয়র সহিদ উল্যাহ খান সোহেল অনুসারীরা। এ সময় পুলিশ এবং একরাম সমর্থকরা তাদের বাধা দিলে সেখানে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। সন্ধ্যায় শহরের পৌরবাজার থেকে রশিদ কলোনি এলাকায় প্রধান সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করে শিহাব উদ্দিন শাহীনের সমর্থকরা।

[১৩] পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে রোববার সন্ধ্যা ৭টায় জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসক মোহাম্মদ খোরশেদ আলম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে নোয়াখালী পৌর এলাকায় সোমবার সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ১৪৪ ধারা জারি করা হয়।

[১৪] নোয়াখালীর পুলিশ সুপার শহিদুল ইসলাম জানান, আওয়ামী লীগের একটি পক্ষ ১৪৪ ধারা ভঙ্গ করে মিছিলের চেষ্টা করলে পুলিশ তা পণ্ড করে দেয়।

[১৫] জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসক মোহাম্মদ খোরশেদ আলম খান জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ১৪৪ ধারা বাস্তবায়নে নোয়াখালী পৌর এলাকায় দুইজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ১৬ জন র‌্যাব ও শতাধিক পুলিশ টহল দিচ্ছে। এ ছাড়া উপজেলার গুরুত্বপূর্ণ স্থানে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়