শিরোনাম
◈ সাতক্ষীরায় এমপি দোলনের গাড়িতে হামলা ◈ চুয়াডাঙ্গার পরিস্থিতি এখন মরুভূমির মতো, তাপমাত্রা ৪১ দশমিক  ৫ ডিগ্রি ◈ ফরিদপুরে পঞ্চপল্লীতে গণপিটুনিতে ২ ভাই নিহতের ঘটনায় গ্রেপ্তার ১ ◈ মিয়ানমারের ২৮৫ জন সেনা ফেরত যাবে, ফিরবে ১৫০ জন বাংলাদেশি: পররাষ্ট্রমন্ত্রী ◈ ভারতে লোকসভা নির্বাচনের প্রথম দফায় ভোট পড়েছে ৫৯.৭ শতাংশ  ◈ ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার কাজ শুরু করেছেন প্রধানমন্ত্রী: ওয়াশিংটনে অর্থমন্ত্রী ◈ দাম বেড়েছে আলু, ডিম, আদা ও রসুনের, কমেছে মুরগির  ◈ প্রার্থী নির্যাতনের বিষয়ে পুলিশ ব্যবস্থা নেবে, হস্তক্ষেপ করবো না: পলক ◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী

প্রকাশিত : ০৬ সেপ্টেম্বর, ২০২১, ০৪:২৮ দুপুর
আপডেট : ০৬ সেপ্টেম্বর, ২০২১, ০৪:৩০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] আফগানিস্তানে মার্কিন নাগরিক ও মিত্র সহ ৬ বিমান তালিবানের হাতে জিম্মি

রাশিদুল ইসলাম : [২] ওই ৬টি চার্টাড বিমান আফগানিস্তান থেকে কয়েকশ মার্কিন নাগরিক ও মিত্রদেশগুলোর নাগরিকদের ফিরিয়ে আনতে গিয়েছিল। তারা এখন তালিবানের হাতে আটক রয়েছে। তবে মাজার-ই শরীফের এক আফগান কর্মকর্তা বলছে বিমানগুলোর যাত্রীরা তাদের দেশের নাগরিক এবং তাদের হাতে পাসপোর্ট, ভিসা বা প্রয়োজনীয় কাগজপত্র ছিল না। স্পুটনিক

[৩] টেক্সাসের রিপাবলিকান প্রতিনিধি মাইকেল ম্যাককল যিনি যুক্তরাষ্ট্রের হাউস ফরেইন এ্যাফেয়ার্স কমিটির সদস্য তার দাবি তালিবানদের হাতে আটক যাত্রীদের হাতে মার্কিন ও মিত্রদেশের নাগরিকরাও আছেন। তারা বিমানে উঠে যাওয়ার পর সেগুলোকে মাজার ই শরীফ বিমান বন্দর থেকে উড্ডয়নে বাধ দেয়। ফক্স নিউজ

[৪] মাজার ই শরীফ বিমান বন্দরটি কাবুলের হামিদ কারজাই ইন্টারন্যাশনাল বিমান বন্দর থেকে ২৬০ মাইল দূরে।

[৫] সিনেটর টেড ক্রুজ রোববার টুইটে বলেন প্রেসিডেন্ট বাইডেন আফগানিস্তানে মার্কিনীদের ত্যাগ করেছেন। আমি এবং আমার অফিস সহ কংগ্রেসের সদস্যরা তাদের আফগানিস্তান থেকে বের করার জন্য চব্বিশ ঘণ্টা কাজ করে যাচ্ছি কিন্তু বাইডেন প্রশাসন ব্যর্থ হচ্ছে। এখন জিম্মি সংকটের মত গভীর বিরক্তিকর খবর আসছে।

[৬] ম্যাককল এও দাবি করেন আফগানিস্তান থেকে মার্কিন সেনাদের ফিরিয়ে আনার ঘোষণা দেওয়ার পর দেশটি থেকে কোনো মার্কিন নাগরিককে ফিরিয়ে আনা সম্ভব হয়নি। এও প্রশ্ন উঠেছে তালিবানরা আফগানিস্তানের পূর্ণ নিয়ন্ত্রণ নেওয়ার পর কতজন আফগান মিত্রকে ফিরিয়ে আনা সম্ভব হয়েছে। দুঃখের সঙ্গে বলছি এ সংখ্যা ‘শুণ্য’।

  • সর্বশেষ
  • জনপ্রিয়