শিরোনাম
◈ ৯৫ বিলিয়ন ডলারের সহায়তা বিলে জো বাইডেনের সাক্ষর  ◈ বিশ্বের প্রতি যুদ্ধকে ‘না’ বলার আহ্বান প্রধানমন্ত্রীর ◈ বাংলাদেশ ব্রাজিল থেকে ইথানল নিতে পারে, যা তেলের চেয়ে অনেক সস্তা: রাষ্ট্রদূত ◈ মিয়ানমার সেনাসহ ২৮৮ জনকে ফেরত পাঠালো বিজিবি ◈ উপজেলা নির্বাচনে অংশ নেওয়ায় বিএনপির ৬৪ নেতাকে কারণ দর্শানোর নোটিশ ◈ বর্ধিত ভাড়ায় ট্রেনের আগাম টিকিট বিক্রি শুরু ◈ মন্ত্রী ও এমপিদের নিকটাত্মীয়রা প্রার্থিতা প্রত্যাহার না করলে সময়মতো ব্যবস্থা নেওয়া হবে: ওবায়দুল কাদের  ◈ লোডশেডিং ১০০০ মেগাওয়াট ছাড়িয়েছে, চাপ পড়ছে গ্রামে ◈ বাংলাদেশে কাতারের বিনিয়োগ সম্প্রসারণের বিপুল সম্ভাবনা দেখছেন ব্যবসায়ীরা  ◈ হিট স্ট্রোকে রাজধানীতে রিকশা চালকের মৃত্যু

প্রকাশিত : ০৬ সেপ্টেম্বর, ২০২১, ০৩:০২ দুপুর
আপডেট : ০৬ সেপ্টেম্বর, ২০২১, ০৩:০২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] শিক্ষা প্রতিষ্ঠান খোলার দুই মাসের মধ্যে হচ্ছে না আনুষ্ঠানিক পরীক্ষা

শরীফ শাওন: [২] পিএসসি, এসএসসি ও এইচএসসি পরীক্ষার্থী ব্যতিত অন্যান্য শ্রেণির শিক্ষার্থীদের বিষয়ে পাঠ পরিকল্পনার নির্দেশনা দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। নির্দেশনায় বলা হয়, শিক্ষার্থীর উপর চাপ তৈরি করতে পারে সে লক্ষ্যে এসময় আনুষ্ঠানিক পরীক্ষা বা মূল্যায়নের ব্যবস্থা রাখা যাবে না।

[৩] শিক্ষা প্রতিষ্ঠান খোলার প্রথম এক বা দুই সপ্তাহ পাঠ্যক্রমভিত্তিক শিখনের উপর গুরুত্ব না দিয়ে বিভিন্ন্ ধরনের খেলাধূলা ও সহ-শিক্ষাক্রমিক কার্যক্রম পরিচালনা করতে হবে। শেণি শিক্ষকদের এ বিষয়ে অবহিতকরণে যথাযথ পরিকল্পনা তৈরি করতে বলা হয়েছে।

[৪] আনন্দঘন শিখন কার্যক্রম পরিকল্পনায় শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি এবং পরীক্ষার ক্ষেত্রে প্রয়োজনবোধে একাডেমিক ক্যালেন্ডার পরিবর্তন আনা যেতে পারে। স্থানীয় পর্যায়ের পরিস্থিতি বিবেচনা করে উপজেলা বা জেলা পর্যায়ের শিক্ষা অফিসের সাথে আলোচনা সাপেক্ষে এ ব্যবস্থা নিতে হবে।

[৫] প্রধানমন্ত্রীর কার্যালয়, মন্ত্রিপরিষদ বিভাগ, জনপ্রশাসন মন্ত্রণালয় এবং স্বাস্থ্যসবা বিভাগের জারিকৃত নির্দেশনা এবং WHO, UNESCO, UNICEF, World Bank, CDC (USA) এর আন্তর্জাতিক নির্দেশনা অনুসরণে নির্দেশনাটি প্রণয়ন করা হয়েছে। তবে স্থানীয় বাস্তবতার সাথে সামঞ্জস্য বিধান করতে এবং প্রতিটি শিক্ষার্থীর শিখন, স্বাস্থ্য ও নিরাপত্তার চাহিদা পূরণ করতে এই নির্দেশিকাটি প্রয়োজনে প্রাসঙ্গিকীকরণ করা যেতে পারে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়