সুজন কৈরী: [২] রংপুরে ১৯৯২ সালে চাঞ্চল্যকর ইব্রাহিম হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি আবুল কালাম আজাদকে গ্রেপ্তার করেছে র্যাব। তিনি ২৯ বছর ধরে পলাতক ছিলেন। রোববার দিবাগত রাতে রাজধানীর মিরপুরের পাইকপাড়া থেকে আবুল কালামকে গ্রেপ্তার করে র্যাব-৪।
[৩] র্যাব সদর দফতরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার আল মঈন বলেন, ১৯৯২ সালে রংপুরে ইব্রাহিম হত্যাকাÐ ঘটে। ওই ঘটনায় করা মামলার আসামি আবুল কালাম। বিচারে তাঁকে যাবজ্জীবন কারাদÐাদেশ দেন আদালত। তবে আবুল কালাম এতো দিন পলাতক ছিলেন। দীর্ঘ ২৯ বছর পর তাকে গ্রেপ্তার করেছে র্যাব।
[৪] এ বিষয়ে সোমবার বেলা সাড়ে ১১টায় কারওয়ান বাজার মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে।