শিরোনাম
◈ ঝালকাঠিতে ট্রাকচাপায় নিহতদের ৬ জন একই পরিবারের ◈ গাজীপুরের টঙ্গি বাজারে আলুর গুদামে আগুন ◈ রাজনৈতিক বিশ্লেষক মনোয়ারুল হক মারা গেছেন ◈ ভারতের পররাষ্ট্র সচিব শনিবার ঢাকা আসছেন ◈ দুই এক পশলা বৃষ্টি হলেও তাপদাহ আরো তীব্র হতে পারে  ◈ এথেন্স সম্মেলন: দায়িত্বশীল ও টেকসই সমুদ্র ব্যবস্থাপনায় সম্মিলিত প্রয়াসের আহ্বান পররাষ্ট্রমন্ত্রীর ◈ কেএনএফ চাইলে আবারও আলোচনায় বসার সুযোগ দেওয়া হবে: র‌্যাবের ডিজি ◈ ওবায়দুল কাদেরের হৃদয় দুর্বল, তাই বেশি অবান্তর কথা বলেন: রিজভী ◈ মধ্যপ্রাচ্যের পরিস্থিতি বিবেচনায় প্রস্তুতি নেওয়ার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী ◈ বাংলাদেশ সংকট থেকে ঘুরে দাঁড়াতে শুরু করেছে: অর্থমন্ত্রী

প্রকাশিত : ০৫ সেপ্টেম্বর, ২০২১, ০৯:৫১ রাত
আপডেট : ০৬ সেপ্টেম্বর, ২০২১, ১১:৪৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বনানী থানায় সোহেল রানার স্থানে নতুন পরিদর্শক

সুজন কৈরী: [২] ভারতে বিএসএফের হাতে গ্রেপ্তার হওয়া বনানী থানার পরিদর্শক (তদন্ত) শেখ সোহেল রানার জায়গায় নতুন কর্মকর্তাকে নিয়োগ দেওয়া হয়েছে।

[৩] রোববার ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলাম স্বাক্ষরিত এক অফিস আদেশে বনানী থানার নতুন পরিদর্শক (তদন্ত) হিসেবে উত্তরা পূর্ব থানার পরিদর্শক আলমগীর গাজীকে দায়িত্ব দেওয়া হয়েছে।

[৪] একই আদেশে ডিএমপি’র পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) পদমর্যাদার আরও ২০ কর্মকর্তাকে বদলি করা হয়েছে।

[৫] বদলি হওয়া অন্য কর্মকর্তাদের মধ্যে পার্থ প্রতিম ব্রক্ষ্মচারীকে উত্তরা পশ্চিম থানা, ইসরাফীল হোসেন ভূঁইয়াকে বনানী, আবু জাফর মোহাম্মদ কবিরকে কলাবাগান, শিশির কুমার কর্মকারকে বংশাল, কাজী মোহাম্মদ নাসিরুল আমিনকে মতিঝিল, এস এম গফফারুল আলমকে শাহজাহানপুর, সুব্রত কুমার পোদ্দারকে ডেমরা, খন্দকার জালাল উদ্দিন মাহমুদকে শ্যামপুর, মোহাম্মদ মুমিন খানকে ওয়ারী, প্রেমদাস রায়কে গেণ্ডারিয়া, উদয় কুমার মন্ডলকে পল্লবী থানায়, মোহাম্মদ শরীফুল ইসলামকে চকবাজার, শফিকুল ইসলামকে বিমানবন্দর থানায় পরিদর্শক (অপারেশনস) হিসেবে বদলি করা হয়েছে।

[৬] একই আদেশে মুজাহিদুল ইসলামকে উত্তরা পূর্ব থানায় পরিদর্শক (তদন্ত), মোহাম্মদ দেলোয়ার হোসেনকে ডিবি মিরপুর বিভাগ, ওমর ফারুককে ডিবি সাইবার, এবিএম মশিউর রহমানকে প্রসিকিউশন বিভাগ, শামিম হাছান তালুকদারকে ডিবি লিগ্যাল এ্যাফের্য়াস শাখা, আবু বক্কর সিদ্দিককে পিআরএন্ডএইচআরডি বিভাগে এবং মোল্লা রবিউল ইসলামকে আইএডি বিভাগে বদলি করা হয়েছে।

[৭] গ্রাহকের টাকা আত্মসাতের দায়ে অভিযুক্ত ইকমার্স প্রতিষ্ঠান ই-অরেঞ্জের কথিত পৃষ্ঠপোষক বনানী থানার পরিদর্শক (তদন্ত) সোহেল রানাকে ভারত-নেপাল সীমান্ত এলাকা থেকে শুক্রবার আটক করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। সোহেল রানা কাণ্ডের পর ডিএমপির পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) পদমর্যাদার ২১ কর্মকর্তাকে বদলি করা হলো।

[৮] বদলির বিষয়ে ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলাম গণমাধ্যমকে বলেন, বনানী থানার ইন্সপেক্টর সোহেল রানার বিরুদ্ধে মামলা হয়েছে। পাশাপাশি তিনি ভারতে বিএসএফের হাতে আটক হয়েছেন। সেখানেও তার বিরুদ্ধে মামলা হয়েছে। এজন্য তাকে সরিয়ে নেওয়া হয়েছে। তার স্থলে নতুন কর্মকর্তাকে দায়িত্ব দেওয়া হয়েছে। সোহেল রানার বিরুদ্ধে পুলিশ রিপোর্টের অপেক্ষা করছি। রিপোর্ট পেলে তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়