শিরোনাম
◈ জলদস্যুদের হাতে জিম্মি জাহাজ মুক্ত করার বিষয়ে  সরকার অনেক দূর এগিয়েছে: পররাষ্ট্রমন্ত্রী  ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও ◈ পঞ্চম দিনের মতো কর্মবিরতিতে ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসকরা ◈ অর্থাভাবে পার্লামেন্ট নির্বাচনে লড়বেন না ভারতের অর্থমন্ত্রী ◈ কখন কাকে ধরে নিয়ে যায় কোনো নিশ্চয়তা নেই: ফখরুল ◈ জনপ্রিয়তায় ট্রাম্পের কাছাকাছি বাইডেন ◈ আদালত থেকে জঙ্গি ছিনতাই মামলার তদন্ত প্রতিবেদন জমা দেয়ার নতুন তারিখ ৮ মে ◈ সেনা গোয়েন্দাসংস্থার বিরুদ্ধে ৬ পাক বিচারপতির ভয় দেখানোর অভিযোগ ◈ নিরস্ত্র ফিলিস্তিনিরা সাদা পতাকা উড়াচ্ছিল, তাদের বূলডোজার দিয়ে মাটি চাপা দিল ইসরায়েলী সেনারা ◈ যুক্তরাষ্ট্রে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত

প্রকাশিত : ০৫ সেপ্টেম্বর, ২০২১, ০৮:১১ রাত
আপডেট : ০৫ সেপ্টেম্বর, ২০২১, ০৮:৪৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং শিক্ষা কোর্সের মেয়াদ হ্রাস বাতিলের দাবী

সুজিৎ নন্দী: [২] ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং শিক্ষা কোর্সের মেয়াদ ৪ বছর থেকে ৩ বছরে না করাসহ ৪ দফা বাস্তবায়নের দাবী করেছে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার নেতৃবৃন্দ। রোববার ডিআরইউ এর সাগর রুনি মিলনায়তনে বাংলাদেশ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র শিক্ষক পেশাজীবী সংগ্রাম পরিষদ আয়োজিত সাংবাদিক সম্মেলনে নেতৃবৃন্দ বলেন, বঙ্গবন্ধু’র শিক্ষাদর্শনের আলোকে মানবসম্পদ উন্নয়নে যখন প্রধানমন্ত্রী নানাবিদ পরিকল্পনা নিয়ে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা প্রসারে অব্যাহতভাবে কাজ করে যাচ্ছেন। এই মহুর্তে এ ধরনের সিদ্ধান্ত অত্যান্ত ঝুঁকিপূর্ণ হবে। যা আমাদের কাম্য নয়। নেতৃবৃন্দ এ ধরনের উদ্যোগ বন্ধে সরাসরি প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন।

[৩] নেতৃবৃন্দ বলেন, বৈশ্বিক কর্মবাজারের চ্যালেঞ্জ মোকাবেলায় অন্তরায় হবে। এটি দেশ ও জাতিকে পেছনে ঠেলে দেবে। চলমান উন্নয়নকে বাধাগ্রস্ত করবে এবং উন্নয়ন পরিকল্পনা এক সময় মুখ থুবড়ে পড়বে।

[৪] লিখিত বক্তব্য শেষে নেতৃবৃন্দ বলেন, ডিপ্লোমা প্রকৌশলীদের প্রাথমিক নিযুক্তিতে বর্ধিত ইনক্রিমেন্ট, ৫০ ভাগ পদোন্নতি, জনকল্যাণকর অর্গানোগ্রাম প্রণয়ন করা হয়নি। প্রকাশ করা হয়নি বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড ২০২০ ও ঢাকা ইমারত নির্মাণ বিধিমালার বিতর্কিত সংজ্ঞা ও বিভিন্ন ধারা এবং উপধারা সংশোধনপূর্বক গেজেট।

[৫] নেতৃবৃন্দ আগামী ২৫ অক্টোবরের মধ্যে ৪ দফা দাবি বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সরকার প্রধানের কার্যকর ভূমিকা কামনা করে মাসব্যাপী আন্দোলনের কর্মসূচি ঘোষণা করেন।

[৬] ঘোষিত কর্মসূচির মধ্যে ৭-২০ সেপ্টেম্বর দেশব্যাপী দাবির সপক্ষে পোস্টারিং ও লিফলেট বিতরণ, ৭-৮ সেপ্টেম্বর ৪ দফা দাবী আদায়ে জেলায় সংবাদ সম্মেলন, ১২ সেপ্টেম্বর সকল প্রকৌশল সংস্থায় ১ ঘন্টা অতিরিক্ত কাজ করা, ১৫ সেপ্টেম্বর দাবি দিবস উপলক্ষ্যে দেশব্যাপী সমাবেশ, মানববন্ধন ও সংশ্লিষ্ট ৪টি মন্ত্রণালয়ের মন্ত্রীর নিকট দাবির সপক্ষে স্মারকলিপি প্রদান করবে।

[৭] পাশাপাশি ১৮-২৯ সেপ্টেম্বর জেলা শাখাসমূহে কেন্দ্রীয় নেতৃবৃন্দের উপস্থিতিতে প্রতিবাদ সভা ও জেলা প্রশাসকের মাধ্যমে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে স্মারকলিপি প্রদান, ১ থেকে ৭ অক্টোবর দাবি সপ্তাহ উপলক্ষ্যে কেন্দ্রীয়ভাবে ঢাকায় সার্ভিস এসোসিয়েশনসমূহের উদ্যোগে প্রতিবাদ সমাবেশ ও সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের স্মারকলিপি প্রদান করবে।

[৮] এছাড়াও ১১ অক্টোবর চট্টগ্রাম, ১৪ অক্টোবর সিলেট ও বরিশাল, ১৮ অক্টোবর ময়মনসিংহ ও খুলনা, ২১ অক্টোবর কুমিল্লা ও রংপুর এবং ২৫ অক্টোবর রাজশাহী ও ফরিদপুর বিভাগে প্রতিবাদ সমাবেশ ও বিভাগীয় কমিশনার বা জেলা প্রশাসকের মাধ্যমে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে স্মারকলিপি প্রদান করা হবে। এরপরও দাবি বাস্তবায়নে স্পষ্ট অগ্রগতি পরিলক্ষিত না হলে পরবর্তীতে সংবাদ সম্মেলনের মাধ্যমে অধিকতর কঠোর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে বলে জানানো হয়।

[৯] সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সংগ্রাম পরিষদের সদস্য সচিব মির্জা এটিএম গোলাম মোস্তফা। উপস্থিত ছিলেন আইডিইবি’র সাধারণ সম্পাদক শামসুর রহমান, মেহেদী হাসান, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম মোল্লা, কামরুজ্জামান নয়নসহ পরিষদের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়