শিরোনাম
◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ বিশ্ববাজারে সোনার সর্বোচ্চ দামের নতুন রেকর্ড ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ চেক প্রতারণার মামলায় ইভ্যালির রাসেল-শামিমার বিচার শুরু ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ প্রফেসর ইউনূসকে প্রদত্ত "ট্রি অব পিস" প্রধানমন্ত্রীকে প্রদত্ত একই ভাস্করের একই ভাস্কর্য: ইউনূস সেন্টার ◈ নির্বাচনী বন্ড কেবল ভারত নয়, বিশ্বের সবচেয়ে বড় কেলেঙ্কারি: অর্থমন্ত্রীর স্বামী ◈ কুড়িগ্রামে অর্থনৈতিক অঞ্চলের স্থান পরিদর্শন করে দেশে ফিরলেন ভুটানের রাজা ◈ জনগণকে সংগঠিত করে চূড়ান্তভাবে বিজয় অর্জন করতে হবে: মির্জা ফখরুল

প্রকাশিত : ০৫ সেপ্টেম্বর, ২০২১, ০২:০৩ দুপুর
আপডেট : ০৫ সেপ্টেম্বর, ২০২১, ০২:০৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সৌদি আরবে ৩টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা

মাজহারুল ইসলাম : [২] নাজরান ও জাজানে ওই ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। তেলসমৃদ্ধ পূর্বাঞ্চল এবং দক্ষিণাঞ্চলীয় শহর নাজরান ও জাজানে ৩টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা ঠেকিয়ে দেওয়া হয়েছে বলে জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ। আজ রোববার সংবাদমাধ্যম আল-জাজিরা এ তথ্য জানিয়েছে।

[৩] গতকাল শনিবারের এই হামলার দায় তাৎক্ষণিকভাবে কেউ স্বীকার করেনি উল্লেখ করে প্রতিবেদনে বলা হয়েছে, এ হামলার জন্যে ইয়েমেনে ইরান সমর্থিত হুতি বিদ্রোহীদের অভিযুক্ত করা হচ্ছে।

[৪] সংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানায়, সৌদি আরবের পূর্বাঞ্চলে ছোড়া ক্ষেপণাস্ত্র দাম্মাম শহরের ওপর ধ্বংস করে দেওয়া হয়েছে।

[৫] সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে দেশটির বার্তা সংস্থা এসপিএ জানায়, দাম্মাম শহরের নানা এলাকায় ক্ষেপণাস্ত্রের শার্পনেল ছড়িয়ে পড়ে। এতে দুই শিশু আহত এবং ১৪টি আবাসিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে।

[৬] সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বার্তায় বলা হয়েছে, 'আন্তর্জাতিক নিয়ম অনুযায়ী দেশ ও জনগণকে রক্ষায় প্রতিরক্ষা মন্ত্রণালয় যথাযথ ব্যবস্থা নেবে।

[৭] এর আগে, সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট জানায়, সৌদি আরবের দিকে আসা বিস্ফোরকবাহী তিনটি ড্রোন ধ্বংস করে দেওয়া হয়েছে।

[৮] সৌদি আরবের দক্ষিণে আভা আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলায় ৮জন আহত ও একটি বেসামরিক উড়োজাহাজ ক্ষতিগ্রস্ত হওয়ার ৪দিন পর এই হামলা হলো।

  • সর্বশেষ
  • জনপ্রিয়