শিরোনাম
◈ সাতক্ষীরায় এমপি দোলনের গাড়িতে হামলা ◈ চুয়াডাঙ্গার পরিস্থিতি এখন মরুভূমির মতো, তাপমাত্রা ৪১ দশমিক  ৫ ডিগ্রি ◈ ফরিদপুরে পঞ্চপল্লীতে গণপিটুনিতে ২ ভাই নিহতের ঘটনায় গ্রেপ্তার ১ ◈ মিয়ানমারের ২৮৫ জন সেনা ফেরত যাবে, ফিরবে ১৫০ জন বাংলাদেশি: পররাষ্ট্রমন্ত্রী ◈ ভারতে লোকসভা নির্বাচনের প্রথম দফায় ভোট পড়েছে ৫৯.৭ শতাংশ  ◈ ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার কাজ শুরু করেছেন প্রধানমন্ত্রী: ওয়াশিংটনে অর্থমন্ত্রী ◈ দাম বেড়েছে আলু, ডিম, আদা ও রসুনের, কমেছে মুরগির  ◈ প্রার্থী নির্যাতনের বিষয়ে পুলিশ ব্যবস্থা নেবে, হস্তক্ষেপ করবো না: পলক ◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী

প্রকাশিত : ০৪ সেপ্টেম্বর, ২০২১, ০৮:০৮ রাত
আপডেট : ০৪ সেপ্টেম্বর, ২০২১, ০৮:০৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সিরাজগঞ্জে অপহরণকারী ছাত্রী ২৭দিন পর উদ্ধার, গ্রেপ্তার এক

সোহাগ হাসান : [২] কাজিপুর উপজেলার বেড়িপোটল পাঁচানি পাড়া গ্রামের অপহৃত স্কুল ছাত্রী সাদিয়া আক্তার মীমকে (১৪) কে উদ্ধারসহ অপহরণকারী রনু তালুকদার (২৮) কে গ্রেপ্তার করা হয়েছে।

[৩] দীর্ঘ ২৭ দিন পর ওই ছাত্রীকে উদ্ধার করায় তার পরিবার ও এলাকাবাসীর মধ্যে স্বস্তি ফিরে এসেছে। কাজিপুর থানার ওসি পঞ্চানন্দসরকার এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, গত ৭আগস্ট সকালে বিশেষ কৌশলে একই গ্রামের দুলাল তালুকদারের ছেলে রনু তালুকদার নবম শ্রেনির ওই ছাত্রীকে অপহরণ করে নিয়ে যায়।

[৪] এ ঘটনার পর তার পরিবারের লোকজন ও স্বজনেরা বহুখোজাখুজি করেও তার সন্ধান পায়নি। পরর্বতীতে এ বিষয়ে সংশ্লিষ্ট থানা একটি জিডি করা হয়। এ জিডির পরিপ্রেক্ষিতে পুলিশ ডিজিটাল প্রদ্ধতি ব্যবহার করে তাকে উদ্ধার ও ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার করে। গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাতে সিরাজগঞ্জ সদর উপজেলার হরিণা পিপুলবাড়িয়া বাজার এলাকা থেকে অপহৃত ওই স্কুল ছাত্রী সাদিয়া আক্তার মীম কে উদ্ধার ও অপহরনকারী রনুকে গ্রেপ্তার করা হয়।

[৫] গ্রেপ্তারকৃত ২য় বিবাহিত রেনুর দুটি ছেলে মেয়ে থাকা সত্বেও এমন কর্মকান্ডে জড়িত থাকায় এলাকায় চাপা ক্ষোভের সৃষ্টি হয়। এ ব্যাপারে স্কুল ছাত্রীর মা বাদী হয়ে ওই দিন রাতে রনুসহ ৩জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন।

[৬] শনিবার দুপুরে পুলিশ উদ্ধার হওয়া ওই স্কুল ছাত্রীসহ রনুকে আদালতে সোপর্দ করে। আদালত ছাত্রীকে মায়ের জিম্বায় দেন এবং আসামী রনুকে কারাগারে প্রেরনের নির্দেশ দেন। সম্পাদনা: সঞ্চয় বিশ্বাস

  • সর্বশেষ
  • জনপ্রিয়