শিরোনাম
◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ সাভারে শো-রুমের স্টোররুমে বিস্ফোরণ, দগ্ধ ২ ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ চলচ্চিত্র ও টিভি খাতে ভারতের সঙ্গে অভিজ্ঞতা বিনিময় হবে: তথ্য প্রতিমন্ত্রী ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের

প্রকাশিত : ০৪ সেপ্টেম্বর, ২০২১, ০৬:২৮ বিকাল
আপডেট : ০৪ সেপ্টেম্বর, ২০২১, ০৬:২৮ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ২০৩০ সালের মধ্যে মধ্যবিত্তের খাতায় নাম লেখাবে ১’শ কোটির বেশি এশীয়, ৫ কোটিই হবে বাংলাদেশি

লিহান লিমা: [২] ওয়ার্ল্ড ডেটা ল্যাব এর সমীক্ষায় বলা হয়েছে, ২০৩০ সালের মধ্যে ১০০ কোটির বেশি এশিয়ান বিশ্বের মধ্যবিত্ত শ্রেণীর খাতায় নাম লেখাবে। নতুন এই গবেষণায় বলা হয়েছে, মহামারি যে বিশ্ব অর্থনীতির বিরাট জনসংখ্যাতাত্ত্বিক পরিবর্তনে একটি অস্থায়ী বিরতি রেখেছে তা প্রমাণিত হবে। ব্লুমবার্গ

[৩]ওয়ার্ল্ড ডেটা ল্যাবের মতে, মধ্যবিত্ত পরিবার (মাথাপিছু খরচ প্রতিদিন ১১ থেকে ১১০ ডলার) এর সংখ্যা ২০২১ সালে প্রায় ৩৭৫ কোটির মতো। এই দলটি ভারত এবং চীনের মতো জনবহুল দেশগুলোতে আরো বাড়তে থাকবে। এতে বলা হয় ১’শ কোটি নতুন মধ্যবিত্তের মধ্যে তিন চর্তুথাংশই হবে এই দেশগুলোর। ভারত এবং চীনের মতো জনবহুল দেশগুলোর বাহিরেও আগামী দশকে বিশ্বব্যাপী মধ্যবিত্তের হার সর্বাধিক বৃদ্ধির পূর্বাভাস দেয়া হয়েছে। এদের বেশিরভাগই এশিয়ার দেশগুলোতে হবে। ২০৩০ সালে রাশিয়া ও জাপানকে পেছনে ফেলে চতুর্থ বৃহত্তম মধ্যবিত্ত শ্রেণীর দেশ হতে পারে ইন্দোনেশিয়া।

[৪] বিশ্বের অন্যতম ঘনবসতিপূর্ণ দেশ বাংলাদেশ অন্য যে কোনো দেশের চাইতে র‌্যাংকিয়ে দ্রুত উঠবে বলে গবেষণায় দেখানো হয়। বর্তমানে বৈশ্বিক মধ্যবিত্ত শ্রেণী সূচকে ২৮তম অবস্থানে থাকা বাংলাদেশ ২০৩০ সালে ১১তম অবস্থানে পৌঁছবে-আরো ৫ কোটির বেশি মানুষ আগামী দশকে মধ্যবিত্ত ভোক্তার খাতায় নাম লেখাবে। ২০৩০ সালে বাংলাদেশে নতুন মধ্যবিত্তের সংখ্যা হবে ৫ কোটি ২৪ লাখ।

[৫] ইতোমধ্যেই বিশ্বের মধ্যবিত্ত শ্রেণীর অর্ধেকেরও বেশি বাস করে এশিয়ার দেশগুলোতে। কিন্তু ব্যয়ের দিক দিয়ে ভোক্তা ব্যয়ের মাত্র ৪১ শতাংশ তাদের অবদান। ২০৩২ সাল নাগাদ এটি ৫০ শতাংশ ছাড়িয়ে যাবে।

[৬] ওয়ার্ল্ড ডেটা ল্যাব অনুসারে, চীন, ভারত এবং যুক্তরাষ্ট্র মধ্যবিত্ত শ্রেণীসংখ্যা হারে শীর্ষ তিন স্থান ধরে রাখতে পারে। কিন্তু উন্নত অর্থনীতিতে ধীরাবস্থা এবং নেতিবাচক জনসংখ্যা বৃদ্ধির ফলে জাপান, জার্মানি, ইতালি এবং পোল্যান্ডের মতো দেশে মধ্যবিত্ত শ্রেণী সংকুচিত হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়