শিরোনাম
◈ পঞ্চগড় এক্স‌প্রেস ট্রেনের ব‌গি চার ঘণ্টা পর উদ্ধার, ট্রেন চলাচল স্বাভা‌বিক ◈ বাড়ি থেকে ডেকে নিয়ে ছাত্রলীগ নেতাকে কুপিয়ে হত্যা ◈ সীমান্তে হত্যাকাণ্ড নিয়ে সরকার টু শব্দ করার সাহস পাচ্ছে না: বিএনপি ◈ এমভি আবদুল্লাহ জাহাজে অভিযানের প্রস্তুতি নিচ্ছে সোমালিয় পুলিশ ও বহুজাতিক নৌবাহিনী ◈ জীবনের নিরাপত্তা চেয়ে ডিবিতে অভিযোগ করলেন জবি ছাত্রী ◈ ঈদের পর কাওরান বাজার যাবে গাবতলীতে: মেয়র আতিক ◈ আবদুল্লাহ জাহাজে থাকা কয়লায় দুর্ঘটনার ঝুঁকি নেই: এস আর শিপিং ◈ পাপেট সরকার ক্ষমতায় না আসা পর্যন্ত সব নির্বাচন ত্রুটিপূর্ণ বলবে যুক্তরাষ্ট্র: জয়  ◈ চট্টগ্রামের সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক হতে তিন দিন লাগতে পারে: রেল সচিব ◈ তামিম ও রিশাদ ঝড়ে শ্রীলঙ্কার বিরুদ্ধে সিরিজ জিতলো বাংলাদেশ

প্রকাশিত : ০৪ সেপ্টেম্বর, ২০২১, ০৬:০৪ বিকাল
আপডেট : ০৪ সেপ্টেম্বর, ২০২১, ০৬:০৪ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শকুনের টিকে থাকার লড়াই

নিউজ ডেস্ক:  আশির দশক বা তার আগে যাঁরা গ্রামে বড় হয়েছেন, তাঁদের নিশ্চয় গরুর ভাগাড়ের কথা মনে আছে। তখন প্রতিটি গ্রামেই ভাগাড় ছিল। পশু মারা গেলে ফেলা হতো এসব ভাগাড়ে। আর এই ভাগাড়ে প্রধান যে পাখিটিকে দেখা যেত, তার নাম শকুন। মরা প্রাণী খেয়ে নিমেষেই সব পরিষ্কার করে ফেলত। প্রথম আলো

শকুন নিয়ে বহু অশুভ মিথের কথা শোনা যায়। কিন্তু ছোটবেলার সেই শকুন পাখিটিকে নিয়ে মানুষের নানা স্মৃতি ভুলে যাওয়ার নয়। সারা দিন শকুনের আশপাশে ঘুরঘুর করা। সুযোগ পেলেই শকুনের গায়ে ঢিল ছোড়া। এত কিছুর পরও ওই ভাগাড় ছেড়ে কিন্তু শকুনগুলো কখনোই পালিয়ে যায়নি। গাঁয়ের মানুষেরাও জানত এ শকুনগুলো চলে গেলে মরা পশুর গন্ধে টেকা অসম্ভব। আর রোগজীবাণুর বিস্তারও তো আছেই!

শকুনের কথা বর্তমান প্রজন্মের কাছে প্রায় অজানা। জানবে কী করে? এ দেশের প্রায় ৫০ হাজার শকুন থেকে মাত্র ২৫০টি শকুন কোনোরকমে টিকে আছে। দেখা যায় মূলত সিলেটের রেমা কালেঙ্গা আর সুন্দরবনে। আর পৃথিবীর প্রায় ৪০ মিলিয়ন শকুন এখন মাত্র ১১ হাজারে ঠেকেছে। শকুনের এ অনুপস্থিতিতে এশিয়াজুড়ে বেড়ে গেছে জলাতঙ্কসহ নানা রোগের প্রাদুর্ভাব। ভারতে এর বিস্তার বেড়েছে প্রায় ৩০ ভাগ। এসব রোগে প্রতিবছর সাত হাজারের বেশি মানুষ মারা পড়ছে। এ দেশেও এই সংখ্যাটা কম নয়।

শকুন কেন মারা পড়ছে? এ–বিষয়ক গবেষণার ফল আমরা পেয়েছি ২০০৪ সালে। এর আগেই প্রকৃতি থেকে ৯৯ ভাগ শকুন হারিয়ে গেছে। যুক্তরাষ্ট্রের পশুচিকিৎসক লিডসে প্রথম আবিষ্কার করেন পশুচিকিৎসায় ব্যবহৃত ব্যথানাশক ডাইক্লোফেনাক–জাতীয় ওষুধের কারণেই সব শকুন মরে গেছে। এ ওষুধ পশুতে ব্যবহার করার ফলে সেই গরু মারা পড়লে আর শকুন যদি সেই মরা গরু খায়, তাহলে সঙ্গে সঙ্গে শকুন মরে যায়।

শকুন রক্ষায় বিভিন্ন দেশের সরকারপ্রধান ও গবেষকেরা একটি পথ খুঁজতে থাকেন। জার্মান বিজ্ঞানী জারগের ও তাঁর ওষুধ কোম্পানি মেলোক্সিক্যাম নামের একটি ওষুধ আবিষ্কার করেন। এই ওষুধ পশুচিকিৎসায় দারুণ কার্যকরী এবং শকুনের কোনো ক্ষতি হয় না। এরপর শকুন রক্ষায় ভারত, পাকিস্তান, বাংলাদেশ ও নেপালে নিষিদ্ধ হয় ডাইক্লোফেনাক। এ–জাতীয় ওষুধটি নিষিদ্ধ হওয়ার পর কিটোপ্রোফেন, এসিক্লোফেনাক, ফ্লুনিক্সিনসহ বেশ কয়েকটি ওষুধ বাজারে আসে, যা শকুনের জন্য সমান ক্ষতিকর। বাংলাদেশ সরকার এ বছরের জানুয়ারিতে কিটোপ্রোফেনও নিষিদ্ধ করে, যা শকুন রক্ষায় এক যুগান্তকারী উদ্যোগ।

বাংলা শকুন টিকে থাকার লড়াই করছে। সামান্য কটি শকুন রক্ষায় বন অধিদপ্তর ও আইইউসিএন বাংলাদেশ উদ্যোগ নিয়েছে। শকুনের নিরাপদ খাবারের জন্য তৈরি হয়েছে ফিডিং স্টেশন। নিয়মিত নিরাপদ গরু সরবরাহ করা হয় এখানে। এ ছাড়া আহত শকুনের পরিচর্যার জন্য নির্মিত হয়েছে রেসকিউ সেন্টার। ওষুধ কোম্পানিগুলো নিরাপদ ওষুধ মেলোক্সিক্যাম ও টলফামেনিক অ্যাসিডের উৎপাদন বাড়িয়েছে। শকুন রক্ষায় সরকার দুটি নিরাপদ এলাকাও ঘোষণা করেছে।

শকুন রক্ষার দায়িত্ব কিন্তু সরকার বা কোনো সংস্থার একার নয়। বাংলার নামে যে পাখিটির বৈজ্ঞানিক নামকরণ হয়েছে, তাকে রক্ষায় সবার এগিয়ে আসতে হবে। বিশেষ করে ওষুধ কোম্পানিগুলো শকুন রক্ষায় বিশেষ ভূমিকা রাখলেই বাংলার আকাশে আবার শকুনের নিয়মিত আগমন ঘটতে পারে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়