স্পোর্টস ডেস্ক : [২] বিচিত্র কাণ্ডকারখানা করে ভারত-ইংল্যান্ড সিরিজে আলোচিত চরিত্র হয়ে গিয়েছিলেন ড্যানিয়েল জার্ভিস। ভারতের জার্সি পরে প্রায়ই মাঠে প্রবেশ করছিলেন তিনি। এমনকি ডামি ব্যাট হাতেও মাঠে প্রবেশ করতে দেখা যায় তাকে। তবে ওভালে ঢুকে জনি বেয়ারস্টোর সঙ্গে ধাক্কা লাগার পর বিপাকে পড়তে হলো তাকে।
[৩] লন্ডন মেট্রোপলিটন পুলিশ এক বিবৃতিতে জানিয়েছে, ওভাল মাঠে একজন ক্রিকেটারকে আঘাত করার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে এক দর্শককে। তিনি এখন সাউথ লন্ডন পুলিশ স্টেশনে আছেন।
[৪] সেই দর্শকই জারভিস। জারভো ৬৯ লেখা জার্সি পরেই আলোচিত এই চরিত্র জারভো নামেই পরিচিতি পেয়েছেন। মূলত তিনি একজন কমেডিয়ান ইউটিউবার। বিচিত্র কাণ্ডকারখানা করে মানুষকে বিনোদন দেওয়ার প্রয়াস থাকে তার। তবে সেই বিনোদন মাঝে মাঝে ছাড়িয়ে যায় মাত্রা।
[৫] লর্ডস টেস্টে ভারতীয় দলের ফিল্ডিংয়ের সময় ফিল্ডারের ভূমিকায় মাঠে নেমে পড়েন। তাকে নিরাপত্তাকর্মীরা তখন বাইরে তুলে নিয়ে যায়। হেডিংলিতে ভারতের উইকেট পড়লে ডামি ব্যাট হাতে ঢুকে পড়েন তিনি। এই দুই ঘটনার ভিডিও জন্ম দেয় হাস্যরসের। ওভালে দ্বিতীয় দিনে মাঠে ঢুকে বল করা শুরু করেন তিনি। এ সময় নন স্ট্রাইকে থাকা বেয়ারস্টোর সঙ্গে ধাক্কা লেগে যায়, শুরু হয় তর্কাতর্কি। নিরাপত্তাকর্মীরা তাকে বাইরে নিয়ে যাওয়ার পর গ্রেপ্তারের ঘটনা ঘটল।
[৬] এর আগে হেডিংলি টেস্টের ঘটনায় তাকে ইয়র্কশায়ার কাউন্টি ক্লাব জরিমানার সঙ্গে গ্যালারিতে নিষিদ্ধ করেছিল। এই ঘটনার ইংল্যান্ড ক্রিকেট বোর্ড অবশ্য কোন ব্যবস্থা নেয়নি। তারা বলেছে এভাবে মাঠে প্রবেশ করা গ্রহণযোগ্য আচরণ নয়। - ডেইলিস্টার