শিরোনাম
◈ যুক্তরাষ্ট্র সরে এলে বিশ্বরাজনীতিতে নেতৃত্ব দেবে কে: বাইডেন ◈ মিয়ানমার সেনাসহ ২৮৮ জনকে ফেরত পাঠালো বিজিবি ◈ উপজেলা নির্বাচনে অংশ নেওয়ায় বিএনপির ৬৪ নেতাকে কারণ দর্শানোর নোটিশ ◈ বর্ধিত ভাড়ায় ট্রেনের আগাম টিকিট বিক্রি শুরু ◈ বাড়ছে না শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি ◈ মা হিসেবে পূর্ণ অভিভাবকত্ব পেয়ে দেশের ইতিহাসে নাম লেখালেন অভিনেত্রী বাঁধন ◈ আরও তিন মামলায় জামিন পেলেন মামুনুল হক ◈ সাজেকে ট্রাক খাদে পড়ে নিহতের সংখ্যা বেড়ে ৯ ◈ তাপপ্রবাহে উচ্চ স্বাস্থ্য ঝুঁকিতে শিশুরা,  বাড়তি সতর্কতার পরামর্শ ইউনিসেফের ◈ মন্ত্রী ও এমপিদের নিকটাত্মীয়রা প্রার্থিতা প্রত্যাহার না করলে সময়মতো ব্যবস্থা নেওয়া হবে: ওবায়দুল কাদের 

প্রকাশিত : ০৪ সেপ্টেম্বর, ২০২১, ১২:২৪ দুপুর
আপডেট : ০৪ সেপ্টেম্বর, ২০২১, ১২:২৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] এইচপি ও বাংলাদেশ ‘এ’ দলের সিরিজ সূচি ১৬ সেপ্টেম্বর থেকে শুরু

নিজস্ব প্রতিবেদক : [২] করোনাভাইরাসের ধাক্কা সামলে অবশেষে হাই পারফরম্যান্স (এইচপি) স্কোয়াড ও বাংলাদেশ ‘এ’ দলের মধ্যকার দ্বিপাক্ষিক সিরিজের সূচি চূড়ান্ত হয়েছে। শুক্রবার (৩ সেপ্টেম্বর) এই দুই দলের মধ্যকার দুটি চার দিনের ম্যাচ ও তিনটি ওয়ানডে ম্যাচের সূচি প্রকাশ করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

[৩] নতুন সূচি অনুযায়ী আগামী ১৬-১৯ সেপ্টেম্বর মাঠে গড়াবে চারদিনের প্রথম ম্যাচটি। এরপর চারদিনের দ্বিতীয় ম্যাচটি হবে ২৩-২৭ সেপ্টেম্বর পর্যন্ত। তিনদিনের বিরতির পর ৩০ সেপ্টেম্বর প্রথম ওয়ানডেতে মাঠে নামবে দল তাঁরা। সিরিজের বাকি দুই ম্যাচ ২ ও ৪ অক্টোবর। সবগুলো ম্যাচই অনুষ্ঠিত হবে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি ক্রিকেট স্টেডিয়ামে।

[৪] পূর্বের সূচিতে সেপ্টেম্বরের প্রথম সপ্তাহ থেকে মাঠে গড়ানোর কথা ছিল দ্বিপাক্ষিক এই সিরিজটি। তবে বাংলাদেশ এ’ দলের ক্রিকেটার আবু জায়েদ রাহি করোনায় আক্রান্ত হওয়ায় স্থগিত করা হয়েছিল ম্যাচগুলো। এবার রাহি করোনা নেগেটিভ হওয়ায় নতুন সূচিতে মাঠে গড়াচ্ছে সিরিজটি।

[৫] গত আগস্ট থেকে চট্টগ্রামে সাত সপ্তাহের জন্য ক্যাম্প শুরু করেছিল এইচপি দল। অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয়ী বাংলাদেশ দলের বেশ কয়েকজন ক্রিকেটার রয়েছেন এই দলটিতে। সেখানে জৈব সুরক্ষা বলয়ে সেখানে ব্যাটে-বলে-ফিল্ডিংয়ে নিজেদের ঝালিয়ে নিয়েছেন তারা।

[৬] মূলত জাতীয় দলের পাইপলাইন সমৃদ্ধ করতে এইচপি দল গড়ে ক্রিকেটারদের পরিচর্যা করছে বিসিবি। অন্যদিকে বর্তমানে কোন টেস্ট না থাকায় এ’ দলের হয়ে ম্যাচ খেলার সুযোগ পেয়েছেন মুমিনুল হক, সাদমান ইসলাম এবং সাইফ হাসানের মতো সাদা পোশাকের ক্রিকেটাররা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়