শিরোনাম
◈ বিশৃঙ্খলার পথ এড়াতে শিশুদের মধ্যে খেলাধুলার আগ্রহ সৃষ্টি করতে হবে: প্রধানমন্ত্রী ◈ তাপপ্রবাহের কারণে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ক্লাসও বন্ধ ঘোষণা ◈ সোনার দাম কমেছে ভরিতে ৮৪০ টাকা ◈ ঈদযাত্রায় ৪১৯ দুর্ঘটনায় নিহত ৪৩৮: যাত্রী কল্যাণ সমিতি ◈ অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধে বিটিআরসিতে তালিকা পাঠানো হচ্ছে: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ◈ পাবনায় হিটস্ট্রোকে একজনের মৃত্যু ◈ জলাবদ্ধতা নিরসনে ৭ কোটি ডলার ঋণ দেবে এডিবি ◈ ক্ষমতা দখল করে আওয়ামী শাসকগোষ্ঠী আরও হিংস্র হয়ে উঠেছে: মির্জা ফখরুল ◈ বেনজীর আহমেদের চ্যালেঞ্জ: কেউ দুর্নীতি প্রমাণ করতে পারলে তাকে সব সম্পত্তি দিয়ে দেবো (ভিডিও) ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪২ দশমিক ৩ ডিগ্রি, হিট স্ট্রোকে একজনের মৃত্যু

প্রকাশিত : ০৩ সেপ্টেম্বর, ২০২১, ১০:৪৬ রাত
আপডেট : ০৩ সেপ্টেম্বর, ২০২১, ১০:৪৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ডিএনসি’র অভিযানে বিপুল পরিমাণ ইয়াবাসহ নারী আটক

সুজন কৈরী : [২] রাজধানীর মতিঝিলের আরামবাগ এলাকায় অভিযান চালিয়ে ৬ হাজার পিস ইয়াবাসহ বর্ষা আক্তার (২৪) নামের একজনকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)।

[৩] শুক্রবার বিকেলে আরামবাগের রুশ মেডিকেলের সামনে থেকে তাকে আটক করে ডিএনসি’র দক্ষিণ বিভাগের মতিঝিল সার্কেল। আটক বর্ষা শরিয়তপুরের জাজিরা এলাকার ইমরান ফকিরের মেয়ে। দক্ষিণ কেরাণীগঞ্জের আগানগর এলাকায় থাকেন।

[৪] ডিএনসি’র মতিঝিল সার্কেল সার্কেল পরিদর্শক সুমনুর রহমান বলেন, বর্ষা টেকনাফ এলাকা থেকে মাদক ব্যবসায়ীদের মাধ্যমে ইয়াবা ঢাকায় আনেন। এরপর ইয়াবা রাজধানীর বিভিন্ন স্থানে মাদক ব্যবসায়ীদের কাছে সরবরাহ করতেন। তার মাদক ব্যবসার বিষয়ে বেশ কিছুদিন আগে তথ্য পাওয়া যায়। এরপর থেকেই তাকে নজরদারিতে রাখা হয়। বিভিন্ন কৌশল অবলম্বন করে শুক্রবার হাতে-নাতে বর্ষাকে আটক করা হয়েছে।

[৫] সুমনুর রহমান বলেন, বর্ষা দুই বছর ধরে মাদক ব্যবসায় জড়িত। তার কয়েজন সহযোগী রয়েছে। তাদের মাধ্যমে বর্ষা রাজধানীর বিভিন্ন স্থানে মাদক সরবরাহ করেন বলে জানা গেছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। বর্ষার বিরুদ্ধে মতিঝিল থানায় মাদক মামলা দায়ের করা হয়েছে।

[৬] ডিএনসি জানায়, বর্ষার স্বামী শার্ট-প্যান্টের ব্যবসায়ী ছিলেন। বর্ষা মাদক সেবন ও এক পর্যায়ে ব্যবসায় জড়িয়ে পড়লে স্বামী-স্ত্রীর মনোমালিন্য হয়। বছর খানেক আগে স্বামীর সঙ্গে ছাড়াছাড়ি হয় বর্ষার।

  • সর্বশেষ
  • জনপ্রিয়