শিরোনাম
◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ প্রাথমিকের তৃতীয় ধাপের পরীক্ষা শুরু, মানতে হবে কিছু নির্দেশনা ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ বিশ্ববাজারে সোনার সর্বোচ্চ দামের নতুন রেকর্ড ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ চেক প্রতারণার মামলায় ইভ্যালির রাসেল-শামিমার বিচার শুরু ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ প্রফেসর ইউনূসকে প্রদত্ত "ট্রি অব পিস" প্রধানমন্ত্রীকে প্রদত্ত একই ভাস্করের একই ভাস্কর্য: ইউনূস সেন্টার ◈ নির্বাচনী বন্ড কেবল ভারত নয়, বিশ্বের সবচেয়ে বড় কেলেঙ্কারি: অর্থমন্ত্রীর স্বামী ◈ কুড়িগ্রামে অর্থনৈতিক অঞ্চলের স্থান পরিদর্শন করে দেশে ফিরলেন ভুটানের রাজা

প্রকাশিত : ০৩ সেপ্টেম্বর, ২০২১, ০৭:৩৬ বিকাল
আপডেট : ০৩ সেপ্টেম্বর, ২০২১, ০৭:৩৬ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] শ্রীলঙ্কা-সাউফ আফ্রিকা ম্যাচে নো-ওয়াইড ছাড়াই ৭ বলের ওভার

স্পোর্টস ডেস্ক : [২]এমন ভুলও হতে পারে আম্পায়ারদের! শুধু ফিল্ড আম্পায়ারদেরই নয়, বরং অফিসিয়াল স্কোরারদের সাহায্য নেওয়া তৃতীয় আম্পায়ারও কীভাবে এমন ভুল করলেন, তা নিয়ে প্রশ্ন উঠতে বাধ্য। আআন্তজার্তিক ক্রিকেট ম্যাচে ৭ বলের অবাক করা ওভারের সাক্ষী থাকেন ক্রিকেটপ্রেমীরা।

[৩] হ্যা এমনটিই দেখা গেছে কলম্বোয় শ্রীলঙ্কা-দক্ষিণ আফ্রিকার প্রথম ওয়ানডেতে। এদিন প্রথমে ব্যাট করতে নামে শ্রীলঙ্কা। ইনিংসের ১৬তম ওভারে বল করতে আসেন এডেন মার্করাম। তিনি ওভারের ৬টি বল করার পরেও রান-আপের দিকে হাঁটা লাগানোয় সংশয় হয় সকলের। আম্পায়াররা নিজেদের মধ্যে আলোচনা করেন। এমনকি তৃতীয় আম্পায়ারও যোগ দেন আলোচনায়। ম্যাচ অফিসিয়ালরা সমবেতভাবে সিদ্ধান্তে আসেন যে, মার্করাম ওভারের একটি বল কম করেছেন।

[৪]আম্পায়াররা যখন বলছেন ওভারের একটি বল বাকি, তখন তা করতে বাধ্য হন প্রোটিয়া তারকা। আম্পায়ারদের এমন ভুলের ফলেই সাত বলের ওভার দেখা যায় আন্তর্জাতিক ক্রিকেটে।

[৫]বাড়তি বলে অবশ্য বিশেষ ফায়দা তুলতে পারেননি শ্রীলঙ্কার ব্যাটসম্যানরা। শেষ বলটিতে ১ রান ওঠে। সেই ওভারে সাকুল্যে ২ রান তুলতে সক্ষম হয় শ্রীলঙ্কা।

[৬]এর আগে ২০১৯-এর বিগ ব্যাশ লিগে বিতর্কিত সাত বলের ওভার দেখা গিয়েছিল। পারথ স্কর্চার্স বনাম সিডনি সিক্সার্সের ম্যাচে আম্পায়ারের ভুলবশত করানো সেই সপ্তম ডেলিভারিতে ব্যাটসম্যান আউট হওয়ায় বিস্তর বিতর্ক হয়। কলম্বোয় যদি তেমন কিছু ঘটত, তবে জলঘোলা হতো নিশ্চিত।

[৭]উল্লেখ্য, উত্তেজনাকর এই ম্যাচে অবশ্য ১৪ রানে জয় পেয়েছে স্বাগতিক শ্রীলঙ্কা। - ক্রিকবাজ/ ক্রিকইনফো

  • সর্বশেষ
  • জনপ্রিয়