শিরোনাম
◈ সন্ত্রাসী অপরাধে গ্রেপ্তারদেরও নিজেদের কর্মী দাবী করছে বিএনপি: পররাষ্ট্রমন্ত্রী ◈ গাজীপুরে হিটস্ট্রোকে একজনের মৃত্যু  ◈ বিশৃঙ্খলার পথ এড়াতে শিশুদের মধ্যে খেলাধুলার আগ্রহ সৃষ্টি করতে হবে: প্রধানমন্ত্রী ◈ তাপপ্রবাহের কারণে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ক্লাসও বন্ধ ঘোষণা ◈ সোনার দাম কমেছে ভরিতে ৮৪০ টাকা ◈ ঈদযাত্রায় ৪১৯ দুর্ঘটনায় নিহত ৪৩৮: যাত্রী কল্যাণ সমিতি ◈ অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধে বিটিআরসিতে তালিকা পাঠানো হচ্ছে: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ◈ পাবনায় হিটস্ট্রোকে একজনের মৃত্যু ◈ জলাবদ্ধতা নিরসনে ৭ কোটি ডলার ঋণ দেবে এডিবি ◈ ক্ষমতা দখল করে আওয়ামী শাসকগোষ্ঠী আরও হিংস্র হয়ে উঠেছে: মির্জা ফখরুল

প্রকাশিত : ০৩ সেপ্টেম্বর, ২০২১, ০৫:১৮ বিকাল
আপডেট : ০৩ সেপ্টেম্বর, ২০২১, ০৫:১৮ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] চৌগাছায় তুচ্ছ ঘটনায় ভাইয়ের হাতে ভাই খুন

বাবুল আক্তার: [২] যশোরের চৌগাছায় চাচাত ভাইয়ের লাঠির আঘাতে ইমামুল (৩৩) নামে এক যুবক নিহত হয়েছেন।

[৩] শুক্রবার (৩ সেপ্টেম্বর) সকাল ৯ টার দিকে উপজেলার ফুলসারা ইউনিয়নের দূর্গাবরকাটি গ্রামে তাদের নিজ বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত ইমামুল গ্রামের মতিয়ার রহমানের ছেলে।

[৪] নিহতের স্বজনরা জানায়, ইমামুলের চাচা ইউনুচ আলী বিরুদ্ধে একটি মেয়েলি বিষয়সহ পূর্বের বিভিন্ন বিষয় নিয়ে তাদের পারিবারিক বিরোধ চলে আসছিল। ইমামুল কৃষি কাজ করতেন।

[৪] অন্যদিনের মতো আজও ভোরে কাজে চলে যায়। সকাল ৯ টার দিকে বাড়িতে সকালের খাবার খাওয়ার জন্য এসে দেখে মহিলাদের মধ্যে ঝগড়া  (গোলোযোগ) চলছে। এ নিয়ে ইমামুলের সাথে চাচাত ভাই কামাল ও শান্তর মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায় কামাল ও শান্ত কাঠের চৌকাঠ দিয়ে ইমামুলের মাথায় আঘাত করলে সে মাঠিতে পড়ে জ্ঞান হারায়।  পরে উভয় পরিবার দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে আরো চার জন আহত হয়। আহতদের উদ্ধার করে চৌগাছা সরকারি হাসপাতালে ভর্তি করা হলে কর্তব্যরত চিকিসক নিলুফার ইয়াসমিন ইমামুলকে মৃত ঘোষনা করেন।

[৫] অহতরা হলেন আহম্মদ আলীর ছেলে কামাল হোসেন (৩৫), রবিউল ইসলামের ছেলে শান্ত (২০), নিহত ইমামুলের ভাই শিমুল ও তার পিতা মতিয়ার রহমান। আহতদের মধ্যে কামাল ও শান্তকে যশোরে ২৫০ শয্যা হাসপাতালে রেফার করেছেন।

[৬] চৌগাছা উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সের জরুরী বিভাগের চিকিসক নিলুফার ইয়াসমিন বলেন, অতিরিক্ত রক্ত খরনের জন্য ইমামুলের মৃত্যু হয়েছে। তাছাড়া তার হেড ইনজুরি ছিলো। অন্য অবস্থা গুরুতর হওয়ায় তাদেরকে রেফার করা হয়েছে।

[৭] এদিকে থানা সূত্রে জানা গেছে হাসপাতালে চিকিৎসাধীন কামাল ও শান্তকে আটক দেখানো হয়েছে। তারা চিকিৎসাধীন অবস্থায় পুলিশি পাহারায় রয়েছেন। এ ঘটনায় শান্তর বাবা রবিউল ইসলামকে আটক করেছে পুলিশ। চৌগাছা থানার ওসি সাইফুল ইসলাম সবুজ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। সম্পাদনা: সঞ্চয় বিশ্বাস

  • সর্বশেষ
  • জনপ্রিয়