শিরোনাম
◈ তাপপ্রবাহের কারণে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ক্লাসও বন্ধ ঘোষণা ◈ সোনার দাম কমেছে ভরিতে ৮৪০ টাকা ◈ ঈদযাত্রায় ৪১৯ দুর্ঘটনায় নিহত ৪৩৮: যাত্রী কল্যাণ সমিতি ◈ অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধে বিটিআরসিতে তালিকা পাঠানো হচ্ছে: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ◈ পাবনায় হিটস্ট্রোকে একজনের মৃত্যু ◈ জলাবদ্ধতা নিরসনে ৭ কোটি ডলার ঋণ দেবে এডিবি ◈ ক্ষমতা দখল করে আওয়ামী শাসকগোষ্ঠী আরও হিংস্র হয়ে উঠেছে: মির্জা ফখরুল ◈ বেনজীর আহমেদের চ্যালেঞ্জ: কেউ দুর্নীতি প্রমাণ করতে পারলে তাকে সব সম্পত্তি দিয়ে দেবো (ভিডিও) ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪২ দশমিক ৩ ডিগ্রি, হিট স্ট্রোকে একজনের মৃত্যু ◈ আইনজীবীদের গাউন পরতে হবে না: সুপ্রিমকোর্ট

প্রকাশিত : ০৩ সেপ্টেম্বর, ২০২১, ০৪:৫৩ দুপুর
আপডেট : ০৩ সেপ্টেম্বর, ২০২১, ০৬:০৪ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] নিউজিল্যান্ডকে ১৪২ রানের লক্ষ্য দিলো বাংলাদেশ

রাহুল রাজ: [২] শূন্য রানে জীবন পেয়েছেন লিটন দাস। ম্যাককনচির করা ইনিংসের দ্বিতীয় ওভারের তৃতীয় বলে পেছনে গিয়ে পুল করেছিলেন কিন্তু বৃত্তের মধ্যে স্কয়ার লেগে দাঁড়ানো ফিল্ডার গ্র্যান্ডহোম তালুবন্দি করতে পারেননি। পরের বলে সুইপ করতে গিয়ে মিস করেন বল লাগে পায়ে, তবে স্ট্যাম্পের বাইরে হওয়াতে সাড়া দেননি আম্পায়ার। ক্যাচ তোলার পর এলবিডব্লিউ দুবারই বেঁচে যান লিটন। সেই জীবনকে কাজে লাগিয়ে পাস নম্বর ৩৩ রানে বোল্ড হয়। এর পরেই মুশফিক রহিম শূন্য রানে আউট হলে চাপে পড়ে যায় বাংলাদেশ। সেই চাপ আরো বেড়ে যায় সাকিব ১২ রানে সাজঘরে ফিরলে। দল উদ্ধারে নাঈমের সঙ্গে জুটি বেধেছে অধিনায় রিয়াদ।

[৩] ২০ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ছয় উইকেটে ১৪১।

[৪] ৫ ম্যাচ সিরিজের প্রথমটিতে জিতে এগিয়ে আছে মাহমুদউল্লাহ রিয়াদের দল। টস জিতে ব্যাটিং নিয়েছে বাংলাদেশ। এই ম্যাচে জিততে পারলেই আরো একধাপ এগিয়ে যাবে সিরিজ জয়ের পথে। শুক্রবার (৩ সেপ্টেম্বর) মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বিকেল ৪টায় খেলাটি শুরু হয়। প্রথম ম্যাচের মতো এই ম্যাচেও বাংলাদেশের লক্ষ্য একটাই সেটা হলো জয়।

[৫] বাংলাদেশ একাদশ বাংলাদেশ একাদশে কোনো পরিবর্তন ঘটেনি। প্রথম ম্যাচের একাদশেই আস্থা রেখেছে টিম ম্যানেজম্যান্ট।
মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), লিটন দাস, নাঈম শেখ, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, নুরুল হাসান সোহান, শেখ মেহেদী হাসান, আফিফ হোসেন ধ্রুব, নাসুম আহমেদ, সাইফউদ্দিন ও মোস্তাফিজুর রহমান।

[৬] নিউ জিল্যান্ড একাদশ: নিউ জিল্যান্ড একাদশে দুই পরিবর্তন ঘটেছে। ডাফি-টিকনারের পরিবর্তে দলে এসেছেন হামিশ ব্যানেট ও বেন সিয়ার্স। টি-টোয়েন্টি সংস্করণে অভিষেক ঘটছে সিয়ার্সের।

[৭] টম ল্যাথাম (অধিনায়ক, উইকেট রক্ষক), রাচিন রবীন্দ্র, টম ব্লান্ডেল, উইল ইয়াং, কলিন ডি গ্র্যান্ডহোম, হেনরি নিকলস, কোল ম্যাকননচি, ডগ ব্রেসওয়েল, এজাজ প্যাটেল, জ্যাকব ডাফি ও ব্লেয়ার টিকনার। সম্পাদনা: মিনহাজুল আবেদীন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়