শিরোনাম
◈ বাংলাদেশ ব্রাজিল থেকে ইথানল নিতে পারে, যা তেলের চেয়ে অনেক সস্তা: রাষ্ট্রদূত ◈ যুক্তরাষ্ট্র সরে এলে বিশ্বরাজনীতিতে নেতৃত্ব দেবে কে: বাইডেন ◈ মিয়ানমার সেনাসহ ২৮৮ জনকে ফেরত পাঠালো বিজিবি ◈ উপজেলা নির্বাচনে অংশ নেওয়ায় বিএনপির ৬৪ নেতাকে কারণ দর্শানোর নোটিশ ◈ বর্ধিত ভাড়ায় ট্রেনের আগাম টিকিট বিক্রি শুরু ◈ বাড়ছে না শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি ◈ আরও তিন মামলায় জামিন পেলেন মামুনুল হক ◈ সাজেকে ট্রাক খাদে পড়ে নিহতের সংখ্যা বেড়ে ৯ ◈ তাপপ্রবাহে উচ্চ স্বাস্থ্য ঝুঁকিতে শিশুরা,  বাড়তি সতর্কতার পরামর্শ ইউনিসেফের ◈ মন্ত্রী ও এমপিদের নিকটাত্মীয়রা প্রার্থিতা প্রত্যাহার না করলে সময়মতো ব্যবস্থা নেওয়া হবে: ওবায়দুল কাদের 

প্রকাশিত : ০৩ সেপ্টেম্বর, ২০২১, ০৩:৫৪ রাত
আপডেট : ০৩ সেপ্টেম্বর, ২০২১, ০৪:৩৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইতালিকে রুখে দিলো বুলগেরিয়া

স্পোর্টস ডেস্ক: পুরো ম্যাচে ইতালি আধিপত্য করলো। আগে গোল করে জয়ের সুবাসও পাচ্ছিলো। ইঙ্গিত মিলেছিল বড় ব্যবধানে জয়ের। কিন্তু একের পর এক গোল মিসের কারণে তিন পয়েন্ট নিয়ে মাঠ ছাড়তে পারেনি রবার্তো মানচিনির দল। বুলগেরিয়া প্রতি আক্রমণ থেকে এক গোল শোধ দিয়ে সেই যে রক্ষণ জমাট রেখেছে, এরপর বাকী সময়টুকু ঠিকই রুখে দিতে পেরেছে আজ্জুরিদের। ম্যাচটি শেষ হয়েছে ১-১ গোলে ড্র দিয়ে।

ইউরোপীয় অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ে সি-গ্রুপের ম্যাচে ইতালি ৪ ম্যাচে তিন জয় ও প্রথম ড্রতে ১০ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে। সমান ম্যাচে বুলগেরিয়া দ্বিতীয় ড্রতে দুই পয়েন্ট পেয়েছে।

স্তাদিও আর্তেমিও ফ্রান্সিতে স্বাগতিকদের একচেটিয়া প্রাধান্য ছিলো। বল দখলের পাশাপাশি একের পর এক আক্রমণ গড়ে বুলগেরিয়াকে তটস্থ রেখেছে। ম্যাচ ঘড়ির ১২ মিনিটে ইতালি সুযোগ পায়। তবে ইনসিনিয়ের শট পোস্টের বাইরে দিয়ে যায়।

তিন মিনিট পরই সমর্থকদের মুখে হাসি। ১৫ মিনিটে চিয়েসা গোল করেন। ডান প্রান্ত থেকে ঢুকে ইমোবিলের সঙ্গে ওয়ান টু ওয়ান খেলে জোরালো শটে জাল কাঁপান চিয়েসা।

৩৫ মিনিটে ইমোবিলের জোরালো শট গোলকিপার কোনও মতে ফিরিয়ে ব্যবধান দ্বিগুণ হতে দেননি।

রক্ষণ সামলে বুলগেরিয়া ৩৯ মিনিটে সুযোগ পেয়েই ম্যাচে সমতা ফিরিয়েছেন। প্রতি আক্রমণ থেকে ডেসপোদভের এর নিচু ক্রসে আতানাস লিয়েভ প্লেসিং করে স্কোরলাইন ১-১ করেন।

৪৪ মিনিটে ইতালি এগিয়ে যেতে পারতো। মধ্যমাঠ থেকে বল পেয়ে ইনসিনিয়ে বক্সে ঢুকে বা পায়ের জোরালো শট নিলেও গোলকিপার পা দিয়ে রুখে দেন।

বিরতির পরও মানচিনির দলের একেচেটিয়া প্রাধান্য। কিন্তু কোনও সময় ফরোয়ার্ডদের ব্যর্থতায় আবার গোলকিপার জর্জগিয়েভ তেকাঠির নিচে দুর্বার থাকায় গোল পাওয়া হয়নি।

৫৯ মিনিটে ইনসিনিয়ের জোরালো শট বাইরের জাল কাঁপায়।

৬২ মিনিটে চিয়েসা বক্সে ঢুকে শট নিলেও গোলকিপার হাত দিয়ে প্রতিহত করেন। ৭৩ মিনিটে ইমোবিলের শট জর্জগিয়েভ রক্ষা করেন।

নিজেদের দর্শকদের সামনে তাই এক পয়েন্ট নিয়ে মাঠ ছাড়তে হয়েছে ইমোবিলদের। প্রতিপক্ষের মাঠ থেকে এক পয়েন্ট পাওয়াটা বুলগেরিয়ার জন্য বড় অর্জনই।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়