শিরোনাম
◈ জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস মারা গেছেন ◈ ইরানের ইস্পাহান ও তাব্রিজে ইসরায়েলের ড্রোন হামলা, ৩টি ভূপাতিত (ভিডিও) ◈ ভেটোর তীব্র নিন্দা,মার্কিন নীতি আন্তর্জাতিক আইনের নির্লজ্জ লংঘন : ফিলিস্তিন ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো

প্রকাশিত : ০৩ সেপ্টেম্বর, ২০২১, ০২:৫৮ রাত
আপডেট : ০৩ সেপ্টেম্বর, ২০২১, ০২:৫৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মঞ্জুরে খোদা টরিক: পরীমনিকে ধরে জানতে হবে মাফিয়াদের গডফাদার কে

মঞ্জুরে খোদা টরিক: পরীমনিকে নিয়ে পোস্টের প্রেক্ষিতে কমান্টবক্সে যে মন্তব্যগুলো এসেছে তা নিয়ে দু‘কথা বলছি। যারা এমন মন্তব্য করেছেন তারা কেউ মূর্খ-অশিক্ষিত নয়। তারা সবাই দেশ-বিদেশে থাকেন। উচ্চশিক্ষিত ও সচেতন দাবী করা মানুষ। ভাবুন আমাদের শিক্ষা-সংস্কৃতি, যুক্তিবোধ ও মানসিকতার অবস্থা। [১] কোনো ভালো মেয়ে রাত ১২টার পর বাড়ির বাইরে থাকে না, যায় না। বাংলাদেশের সংবিধান সকল নাগরিকের দিনরাত ২৪ ঘণ্টা স্বাধীনভাবে, নিরাপত্তার সঙ্গে চলাফেরা স্বাধীনতা দিয়েছে, সেখানে আপনি এ কথা বলা কে? কারফিউ, সান্ধ্য বা বিশেষ কোনো আইন ছাড়া এমনটা কোথাও নেই। হাসপাতালে ডাক্তার, নার্স, পুশিল বিভাগে, গার্মেন্সর, বিভিন্নস্থানে মহিলারা কাজ করতে পারলে অন্যরা যে যার প্রয়োজনে কেন বাইরে যেতে পারবে না। এটা কোনো তালেবানী রাষ্ট নয়, সাংবিধানিকভাবে একটি উদার গণতান্ত্রিক দেশ।[২] পরীমনি পুরুষ শিকারী সে অনেক সংসারে আগুন লাগানো এক নষ্টা নারী। যারা শিকার হলো তারা কি কেউ নাদান, নাবালোক, দুধ শিশু? তাকে কি এর জন্য পুলিশ গ্রেফতার করেছে? আপনাদের কাছে ধর্ষিতা অপরাধী ধর্ষক নয়। আপনারাই ধর্ষনের জন্য পোষাককে দায়ী করেন, মানুষের চরিত্রকে না। বলি মানুষের চরিত্র সম্পর্কে আপনাদের শিক্ষা ও ধারণা পাল্টান।

[৩] পরীমনিকে ধরে জানতে হবে মাফিয়াদের গডফাদার কে? বাংলাদেশে মাফিয়াদের ধরতে নাকি পরীমনিকে লাগবে? ব্যাংক খাল-বিল নদী,বস্তি দখল, ব্যাংকের টাকা লোপাট হয়, পাচার হয়, মাদক ব্যবসায়ী, মানবা পাচারকারীরা এমপি হয়, গড ফাদাররা রাষ্ট্রের পাহাড়ায় থাকে, খুনের আসামীর রাষ্ট্রীয় পাহাড়ায় বিদেশ যায় তারপরও বলে মাফিয়া ধরতে পরিকে লাগবে। পত্রিকার পাতায় একটু তাকান? হাজার হাজার কোটি টাকা পাচারকারীদের নাম লাগবে? শিকদার, বসুন্ধরা, এস আলমদের কীর্তি জানেন না?[৪] পরীমনি এতো টাকা কোথায় পেলো? শুধু অভিনয় করে এতো টাকা পাওয়া যায় না। পরীমনি টাকা কোথায় পেলো তা দেখবে সরকারের রাজস্ব শাখা ও সংশিষ্ট বিভাগ। তারা কি দায়িত্ব পালন করে? না করলে সেটা কার ব্যর্থতা? তার বিরুদ্ধে চুরি-ডাকাতি, ব্যাংকের অর্থ আত্মসাৎ বা প্রতারণায়র নয়। তার বিরুদ্ধে অভিযোগ বাসায় মদ রাখার। তার জন্য মাদকদ্রব্য অভিদপ্তর আছে। আমরা দাবী করেছি তার জামিনের, ন্যায় বিচারের। এ বক্তব্য-দাবী যৌক্তিক ও ন্যায় সঙ্গত।[৪] পরীমনি কি শিল্পী? সে তো লিল্পীই নয়? তার জন্য কেন শিল্পীরা প্রতিবাদ করবে? সংস্কৃতি অঙ্গনের অনেকে বলছেন পরীমনি তো কোনো শিল্পীই না, তাহলে শিল্পীরা কেন তার মুক্তির জন্য, বিচারের জন্য কথা বলবে, ‘দাবী জানাবে? বাঙালিরা যে কতোটা জাজমেন্টাল তা এ কথা থেকেই বোঝা যায়। আমি-আমরা পরিমনি মুক্তির দাবী করেছি, ন্যায় বিচার চেয়েছি, শিল্পী হিসেবে নয়, একজন নাগরিক হিসেবে। এ চাওয়া প্রত্যেক নাগরিকের হওয়া উচিত। এমন অন্যায়-অবিচারের স্বীকার আপনি হতে পারেন, যে কেউ হতে পারে। নিজেদের মনটাকে একটু উদার করেন। [৬] পরীমনি বিতর্কিত কারণেই এফডিসি থেকে তাকে বের করে দেওয়া হয়েছে? তাকে এফডিসি থেকে বের করে দিলেই তার অপরাধ প্রমাণ হয়ে যায় না। তার অপরাধ আদালতে প্রমাণ হয়নি। মাদক-সন্ত্রাসসহ বিভিন্ন অপরাধে এফডিসির ডিপজলসহ আরও অনেককে গ্রেফতার করা হয়েছিলো। কারাগারে ছিলো তাদের তো এফডিসি বের করে দেয়নি, পরীমনিকে কেন করা হলো?[৭]

পরীমনির জামিন নিয়ে যারা অনেক উচ্ছাস প্রকাশ করছেন। তাদের বলি এতোটা উচ্ছাস-আনন্দের কিছু ঘটেনি। ব্যারিস্টার মইনুল হকের কথা মনে আছে? যিনি সরকার পক্ষের এক নারীকে কটু কথা বলার জন্য ছয়মাস জেলে খেটেছেন। সে তুলনায় পরীমনি অনেক ভাগ্যবান বলতে হয়। বাংলাদেশের সবকিছুই শাসকের ইচ্ছায় চলে। এখানে নারীবাদ-পুরুষতন্ত্র নয় ক্ষমতাতন্ত্র আসল কথা। এটা নিয়ে জনমত থাকলেও, আন্দোলনের সেভাবে গড়ে ওঠেনি। শাসকেরই একাংশ কোনো কারণে বিষয়টি আর ঘাটতে চায়নি। এখনো ঝুমন দাসের মতো অসংখ্য নিরাপরাধী রাষ্ট্রের ইচ্ছায় জেলে আসে। তারপরও বলি, তার জামিন একটি ঘটনা জনমতের জয়। [৮] পরীমনি তার হাতে মেহেদিতে প্রতিপক্ষকে গানের কলিতে লিখেছে, Dont love সব bitch! দারুণ প্রতিশোধ বোধ-স্কুল পড়া এ মেয়েটির। রিমান্ড-জেলেও সে এতোটুকু ভেঙ্গে পড়েনি। বরং পাগড়ি মাথায় সিনেমার ঢংঙ্গে হাসতে হাসতে কারাগার থেকে বেড়িয়ে এসেছে। সাহসের তারিফ করি। শেষ কথা বলি, শ্রীঘর ঘুরে কিছুটা তো বুঝলেন সমাজটা। এবার একটু নিজের জগতের ভালো-মন্দ ভাবুন, প্রশ্ন করুন। শুধু রঙ্গিন পর্দায় গা ভাসানো নয়, সমাজটাকেও একটু বুঝুন। লেখক ও গবেষক

  • সর্বশেষ
  • জনপ্রিয়