শিরোনাম
◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ ড. ইউনূসের পুরস্কার নিয়ে ভুলভ্রান্তি হতে পারে: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও

প্রকাশিত : ০৩ সেপ্টেম্বর, ২০২১, ০১:৩৭ রাত
আপডেট : ০৩ সেপ্টেম্বর, ২০২১, ০১:৩৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

খুজিস্তা নূর- ই নাহারিন: সমস্ত তিরস্কার বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে এমন হাসতে বুকের পাটা লাগে

খুজিস্তা নূর- ই নাহারিন: জেল থেকে বের হওয়া পরীমনি হাসিমাখা মুখ দেখে আমি অভিভূত। সবাইকে হাত নাড়িয়ে নাড়িয়ে যেন বলতে চাইছে, ‘তোমাদের লজ্জা না হলে আমি একা লজ্জিত হব কেন?’ সত্যিই তো কতো শতো মানুষই তো মদ খায় তাঁদের দোষ না হলে একই অপরাধে পরী দোষী হবে কেন? কেউ যদি খুশি হয়ে দামী গাড়ি উপহার দেয় তাতেও কোনো দোষ দেখি না। দুবাই , ব্যাংকক, সিঙ্গাপুর কারো সঙ্গে যেতেই পারে। সাত তারকা বিশিষ্ট হোটেল বুরজ আল খলিফায় আপনারা যেতে পারেননি বলে পরীকে হিংসা করবেন তা কেন হবে? নামী দামী ক্ষমতাবান পুরুষের নাম পর্যন্ত যদি উচ্চারণ করতে না পারেন পরীমনিকে একা কেন দোষী সাব্যস্ত করবেন? পরীর হাতে লেখা ‘Don't love me bitch’ দেখে সবার মনেই প্রশ্ন জেগেছে কাকে নিয়ে লিখেছে? এটা কি একক কারো উদ্দেশ্যে নাকি সামস্টিক অর্থে। হাই প্রোফাইল নায়িকা বলে কথা, জেলখানাতেও সবাই তাঁকে ঘিরে রেখেছে, আদর যত্নের কোনো কমতি ছিলো না। টেলিফোন তো আছেই, সময় অসময় আপন মানুষদের সঙ্গে সমান তালে কথাও চলেছে। প্ল্যানটা আগে থেকেই ছিলো, সেই উদ্দেশ্যে মেহেদীর টিউব আনিয়ে কাছে রাখা। যখনই জামিন মঞ্জুর হয়েছে সঙ্গে সঙ্গে তড়িঘড়ি হাত রাঙ্গিয়ে মেসেজ দেওয়া। গুণী শিল্পীর সবকিছুতে ভিন্নতা থাকাটাই তো স্বাভাবিক।

প্রচণ্ড বুদ্ধিমতি পরী যখন সবার সামনে লাইভ প্রোগ্রাম চালিয়ে সবাইকে দ্বিধান্বিত করে ব্যস্ত রেখে পেছনে বাথরুমে মদের বোতল খালি করেছিলো সেদিনই তাঁর মেধার তারিফ করেছিলাম। আর আজ অবাক হচ্ছি, এই Bold & Beautiful কন্যাকে দাবিয়ে রাখা কারো পক্ষে সম্ভব নয়। যদি প্রেমিক সাকলাইন তাঁকে সাহস করে বিয়েও করে বিন্দুমাত্র অবাক হবো না আমি। প্রেম তো এমনই হওয়ার কথা খানিকটা বোকা বোকা সমস্ত হিসেব নিকেশের বাইরে। সবাই বলছে গালি দিচ্ছে, আমারতো মনে হচ্ছে কাউকে রোমান্টিক ম্যাসেজ পাঠিয়েছে। ওর মতো বুনো ফুলের সুবাস তো একটু তীব্রই হওয়ার কথা, নয় কি? সমস্ত তিরস্কারকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে এমন হাসতে বুকের পাটা লাগে। রূপবতী পরীর শরীর বা ফিগার কেবল টোনড নয় মানসিক জোরও প্রচণ্ড। ওর হাঁটা চলা দেহ বল্লবী ন্যাকা ন্যাকা অন্য সব নায়িকাদের মতো নয়, ঔদ্ধত্য আর আত্মবিশ্বাসের সুস্পষ্ট বহিঃপ্রকাশ। দীঘল কালো কেশ আর সম্পূর্ণ মেকআপ বিহীন মুখটিও ভারি মিষ্টি। কিন্তু তাই বলে প্রীতিলতা উপাধি দেওয়া একটু বেশি হয়ে যাচ্ছে না? কোথায় নিজেকে দেশের তরে সপে দেওয়া প্রীতিলতার সংগ্রামী আদর্শিক জীবন কোথায় পরীমনির চাকচিক্যময় মদ-মাস্তি করা আয়েশি জীবন, একেবারেই বিপরীতধর্মী, এতে করে বরং প্রীতিলতাকে অবমাননা করা হয়। শেষ দুই মাসে একটি কথা প্রমাণিত সত্য পরীমনিকে আসলে ধর্ষণের কোন প্রয়োজন নেই। ধর্ষণে অভিযুক্ত বন্ধু অমির সঙ্গেই শেষবার ১৫ দিনের জন্য দুবাই ঘুরতে গিয়েছিলো।

যাক এসব কথা। পরীমনির মুক্তির জন্য নারী অধিকার কর্মীরা মানব বন্ধন করে প্রতিবাদে সোচ্চার হয়েছেন। তাঁদের একটিই দাবি অন্যায়ের থেকে অনেক বেশি শাস্তি পাচ্ছে, পরীমনি যেন ন্যায় বিচার পায়। প্রায় ওর সম বয়সী ভাইরাল হওয়া অপর একটি মেয়ের বক্তব্য শুনছিলাম। কী দৃঢ় প্রত্যয় নিয়ে প্রতিবাদের ভাষায় কথা বলে যাচ্ছিলো অল্প বয়সী সেই নারী। মেয়েটি নিঃসন্দেহে নায়িকা পরীমনির ভক্ত নয়,তার কোনো সিনেমাও হয়তো দেখেনি। কেবলই নারীর বিপদে তাঁর অধিকার রক্ষায় পাশে এসে দাঁড়িয়েছে। আমার আশঙ্কা পরীমনি তাদের অবদান বুঝবে তো, সঠিক মর্যাদা দিতে পারবে তো, মনে রাখবে তো? জীবনে ছোট বড় ঘটনা থেকে আমরা শিক্ষা নেই। পরিমনিকেও ভাবতে হবে অনিয়ন্ত্রিত জীবন যে কোনো সময় বড় বিপদের সম্মুখীন হতে পারে। প্রতিটি মানুষেরই সীমাবদ্ধতা আছে, চাইলেই সবসময় আকাশ ছোঁয়া যায় না, যদি না আকাশ নিজে এসে ধরা দেয়। তাই সাধ আর সাধ্যের সমন্বয় করতে পারাটাও বড্ড জরুরি মেয়েটির জন্য।

  • সর্বশেষ
  • জনপ্রিয়