শিরোনাম
◈ ঝালকাঠিতে ট্রাকচাপায় নিহতদের ৬ জন একই পরিবারের ◈ গাজীপুরের টঙ্গি বাজারে আলুর গুদামে আগুন ◈ রাজনৈতিক বিশ্লেষক মনোয়ারুল হক মারা গেছেন ◈ ভারতের পররাষ্ট্র সচিব শনিবার ঢাকা আসছেন ◈ দুই এক পশলা বৃষ্টি হলেও তাপদাহ আরো তীব্র হতে পারে  ◈ এথেন্স সম্মেলন: দায়িত্বশীল ও টেকসই সমুদ্র ব্যবস্থাপনায় সম্মিলিত প্রয়াসের আহ্বান পররাষ্ট্রমন্ত্রীর ◈ কেএনএফ চাইলে আবারও আলোচনায় বসার সুযোগ দেওয়া হবে: র‌্যাবের ডিজি ◈ ওবায়দুল কাদেরের হৃদয় দুর্বল, তাই বেশি অবান্তর কথা বলেন: রিজভী ◈ মধ্যপ্রাচ্যের পরিস্থিতি বিবেচনায় প্রস্তুতি নেওয়ার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী ◈ বাংলাদেশ সংকট থেকে ঘুরে দাঁড়াতে শুরু করেছে: অর্থমন্ত্রী

প্রকাশিত : ০২ সেপ্টেম্বর, ২০২১, ০৯:২৬ রাত
আপডেট : ০২ সেপ্টেম্বর, ২০২১, ০৯:২৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] চট্টগ্রামে বিএনপির নেতা কর্মীদের সঙ্গে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়া: আটক  ৭

রিয়াজুর রহমান : [২] বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) বিকেলে সাড়ে ৩টার দিকে চট্টগ্রাম নগরীর কাজীর দেউড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

[৩] আটককৃতদের মধ্যে কয়েকজন হলেন- উত্তর পাহাড়তলী বিএনপির সাধারণ সম্পাদক হাবিবুর রহমান চৌধুরী, আকবরশাহ থানা বিএনপির সদস্য মোহাম্মদ হানিফ ও মো. আনোয়ার, বিএনপি নেতা মোহাম্মদ ইউসূফ। এছাড়া ধাওয়া চলাকালে পুলিশের লাঠির আঘাতে কয়েকজন নেতাকর্মী ও একজন মিডিয়া কর্মী আহত হয়েছে।

[৪] নগর বিএনপি আয়োজিত দলের ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাসিমন ভবনের দলীয় কার্যালয়ে আলোচনা সভা চলাকালে কাজীর দেউড়িতে বিএনপির নেতা-কর্মীদের সঙ্গে পুলিশের এই ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।

[৫] এবিষয়ে নগর বিএনপির আহ্বায়ক ডা. শাহাদাত হোসেন বলেন, দলের ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নগর বিএনপি নাসিমন ভবন কার্যালয়ে আলোচনা সভার আয়োজন করে। একে একে মিছিল নিয়ে আসতে থাকেন দলীয় নেতা-কর্মীরা। হঠাৎ করে পুলিশ ভয়-ভীতি সৃষ্টি করার জন্য কোনো কারণ ছাড়া আমাদের ৭ নেতা-কর্মীকে আটক করেছে। তাদের বিরুদ্ধে কোনো মামলা নেই। পুলিশের সঙ্গে কোনো সংঘর্ষ হয়নি। আশা করি পুলিশ তাদের ছেড়ে দেবে।

[৬] কোতোয়ালী জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) মো. মুজাহিদুল ইসলাম গণমাধ্যমকে বলেন, বিএনপির মিছিলে পুরাতন মামলার কিছু আসামি আছে, আমাদের কাছে তথ্য ছিল। বিএনপির মিছিল থেকে পুরাতন মামলার ৭ আসামিকে আটক করা হয়েছে। বিনা উসকানিতে মিছিল থেকে পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ ও বিশৃঙ্খলা সৃষ্টি করা হয়েছে। সম্পাদনা: জেরিন আহমেদ

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়